নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আমি এখন বেঁচে আছি সেই বোকা বালকের মতো

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০


আমিতো ভালোবেসেছিলাম মন প্রান
দিয়ে
কখনো সংশয় রাখিনি
তবু কেন এমন করলে তুমি আমায়
নিয়ে?

রমাই পুরোহিতের বেদ বাক্যের মতো
বিশ্বাস করেছিলাম তোমার কথা
সেই তুমি এক জনমের সাজানো স্বপ্ন ভেঙ্গে দিয়ে
আমার মনে দিলে চির ব্যাথা।


আমি ছিলাম অধম কাঙ্গাল কপাল পোড়া
চির দুঃখী
তুমি আমায় স্বপ্ন দেখিয়েছিলে ঘর বাঁধার
ভালোবাসায় ভাসিয়ে দিবে করবে
অনেক সুখী।

আটপৌর বাঙ্গালীর মত বেলা শেষে ঘরে
ফিরবো আমি
ঘর গোছিয়ে লাল বেনারশী
আর টিপ পরে আমার অপেক্ষায়
থাকবে তুমি।


সেই স্বপ্ন দেখে আমি নিজের হাতে বেঁধেছিলাম ঘর
এখন আমি পথে ঘুরি
অন্যের ঘরে ঠাই নিয়ে তুমি আমায় করেছ পর।

কেন তুমি আমার ঘর ভেঙ্গে দিয়ে গেলে
আমি না হয় নষ্ট হলাম
আমার জীবন নষ্ট করে কিবা এমন পেলে?


আহাঃ দীর্ঘশ্বাস আমার জীবনটাই কেন এমন হলো
ঝড়া পাতার মতো
সব স্বপ্ন ভেঙ্গে আমার কেন যে এমন এলোমেলো।

আমি এখন বেঁচে আছি সেই বোকা বালকের মতো
যে ভুল করে ভুল বই পড়ে
জানে না ভুল স্বপ্ন দেখে এক জীবনে কি হারিয়েছে কতো!

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

টোকাই রাজা বলেছেন: রমাই পুরোহিতের বেদ বাক্যের মতো
বিশ্বাস করেছিলাম তোমার কথা
সেই তুমি এক জনমের সাজানো স্বপ্ন ভেঙ্গে দিয়ে
আমার মনে দিলে চির ব্যাথা।

দারুন ব্যর্থ প্রেমের কবিতা। :)
ভায়া কি ব্যর্থ প্রেমিক নাকি?? :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

কল্লোল পথিক বলেছেন: জী ভাইয়া আমি জীবনের সব ক্ষেত্রেই ব্যর্থ।মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

শুভ্র বিকেল বলেছেন: সহজ ভাষায় দারুণ প্রকাশ। ধন্যবাদ কবি।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলোকে কবিতায় রুপ দেয়ার চেষ্টা করি।
তাই ভাষাটা সহজ সাধারণ হয়ে যায়।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

টোকাই রাজা বলেছেন: কোন কোন ক্ষেত্রে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। :)
ব্যর্থই না হলে, আমরা আপনার কাছ থেকে সফল কবিতা পেতাম না।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

কল্লোল পথিক বলেছেন: জানি না ভাই সেটা আমার ক্ষেত্রে হবে কিনা।তবে আমার জীবনটা নাটকীয় ব্যর্থতাই ভরা।
তাই আমি লেখায় কাল্পনিক অথবা কঠিন শব্দ ব্যাবহার করতে পারিনা।
ধন্যবাদ ভাই স্রষ্টা আপনার মঙ্গল করুন।শুভ কামনা জানবেন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সাহসী সন্তান বলেছেন: আনকমন শব্দে চমৎকার বিরহের কবিতা, ভালইতো লাগলো!

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান ভাই পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য।
অনিঃশেষ মঙ্গল কামনা জানবেন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,


চলনসই কবিতা । স্বপ্ন ভেঙে যাবার কথকতা ।

এ্তই লাইনট ----"তুমি আমায় স্বপ্ন দেখেছিলে ঘর বাঁধার" সেটা মনে হয় এরকমটা হবে - "তুমি আমায় স্বপ্ন দেখিয়েছিলে ঘর বাঁধার" ।


আরো আরো লিখুন । শুভেচ্ছান্তে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

কল্লোল পথিক বলেছেন: আহমেদ জী এস ভাই পাঠে মন্তব্যে ও সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

আজাদ মোল্লা বলেছেন: অসাধারণ লিখেছেন কবিতা , ধন্যবাদ আপনাকে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৩

কল্লোল পথিক বলেছেন: পাশে থাকার জন্য কৃতার্থ আজাদ মোল্লা ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষের দিকে এসে ভালো লাগল বেশি।


+

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

কল্লোল পথিক বলেছেন: সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় স্বজন দিশেহারা রাজপুত্র ভাই।।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন: মেয়েদের হাসি ছলনার বাঁশি
মেয়েদের স্বাভাব টাইটানিক ছবির মত নায়কে মেরে নিজে বাঁচা............
ইহাই সত্য............
(বিঃ দ্রঃ ইহা কাল্পনিক ভাবনা শুধুমাত্র উরোক্ত লেখাগুলো লেখকের জন্য লেখা)

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

কল্লোল পথিক বলেছেন: যতার্থই বলেছেন সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ।নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে কষ্টের কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

তার আর পর নেই… বলেছেন: শেষের তিন লাইন খুব ভাল।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

অগ্নি সারথি বলেছেন: চমৎকার।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ অগ্নি সারথি ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার মেয়েরা বাবুই পাখীর মতো ভালোবাসে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

কল্লোল পথিক বলেছেন: জী ভাইয়া ঠিক বলেছেন।
সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ।নিরন্তর শুভ কামনা জানবেন।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: আমি এখন বেঁচে আছি সেই বোকা বালকের মতো
যে ভুল করে ভুল বই পড়ে
জানে না ভুল স্বপ্ন দেখে এক জীবনে কি হারিয়েছে কতো!

খুব ভাল লাগল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় স্বজন কবি প্রামানিক ভাই।
স্রষ্টা আপনার মঙ্গল করুন।ভাল থাকবেন সর্বদা এই কামনা করি।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি এখন বেঁচে আছি সেই বোকা বালকের মতো
যে ভুল করে ভুল বই পড়ে
জানে না ভুল স্বপ্ন দেখে এক জীবনে কি হারিয়েছে কতো

ভাল যে লেগেই চলেছে
সজন বন্ধু
++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।নিরন্তর শুভ কামনা জানবেন।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

মাহবুবুল আজাদ বলেছেন: আমি এখন বেঁচে আছি সেই বোকা বালকের মতো
যে ভুল করে ভুল বই পড়ে
জানে না ভুল স্বপ্ন দেখে এক জীবনে কি হারিয়েছে কতো!


ভাই জীবন কিছু সময় থমকে যায়, হারিয়ে যায় এমন কিছু সময়ের কোঠরে যেখান থেকে ফেরার কোন পথ থাকেনা। আর যদি কেউ ফেরে তবে সে পথ আজীবন পুড়িয়ে যায়- পুরনো ক্ষত।

অসাধারণ লিখেছেন। জীবন কখন কার কাব্যে মিলে যায় বোঝা মুশকিল। ভাল থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় স্বজন কবি মাহবুবুল আজাদ ভাই।
স্রষ্টা আপনার মঙ্গল করুন।ভাল থাকবেন সর্বদা এই কামনা করি।
নিরন্তর শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.