![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
কোথাও কেউ নেই
ট্রেন থেকে নেমে দেখি ষ্টেশন চত্বর ফাকা।
শফিকুলের ক্যান্টিনে খুনসুটিতে মেতে উঠা
রফিক ,রতন,আজিজ, সন্তোষ ,কমরেড মাহবুব
প্রেমিক সুজন কাউকে পেলাম না।
আমায় দেখে শফিকুল
মুচকি হেসে বলে" মামা ওরা আর কেউ নেই"
কোথায় আছে?
ও জানেনা।
হেটে হেটে কলেজর মাঠে বকুলতলায় এলাম
রেশমা সুমি বকুল সুজনেরাও সেখানে নেই।
সাহেব পাড়ায় এসে দেখি মিলিদের বাড়ীতে
অন্যভাড়াটিয়া উঠেছে
ওরা কোথায় আছে কেউ জানেনা।
নাগলিঙ্গমের গাছটাও ঝড়ে পড়ে গেছে
যে ছিল আমার ছেলেবেলার ইশ্বর ।
মায়ের মৃত্ব্যর পর যার কাছে আমার সব দুঃখ কষ্টের
কথা শোনাতাম সেই গাছটাও এখন নেই।
ষ্টেশন চত্বর থেকে সিপি স্কুল হয়ে আলোরুপা মোড়
কোথাও খুঁজে পেলাম না আমার শৈশব কৌশরের সুনশান
লাল ইটের মফস্বলের শহরটাকে।
যন্ত্র,হাইরাইজ বিল্ডিং আর অপরিচিত মানুষে
ভরে গেছ আমার ছেলেবেলা,
এখানে আমি যেন এক আগন্তুক।
অনেক গলিপথ খুঁজে আজিজের দেখা পেলাম
যে একদিন মঞ্চ কাঁপিয়ে
বলেছিল"কমরেড পরিবর্তনের জন্য বিপ্লব অনিবার্য"
সে এখন মস্তবড় ক্যাপিটালিস্ট।
ওর মুখেই শুনলাম রফিক ক্রস ফায়ারে মারা গেছ,
রতনের খবর কেউ জানে না,
কমরেড মাহবুব এখন আমেরিকায় সেটেল্ড,
সন্তোষেরা সপরিবারে জলপাইগুড়ি চলে গেছ।
আর রেশমা এখন কোথায়?
ওর স্বামী নাকি ঢাকায় কোন অফিসের বড় বাবু,
সুমি আসিফের সাথে ডির্ভোসের পর
শহর ছেড়ে নিরুদ্ধেশ
প্রেমিক সুজন এখন কোরিয়ায়।
লালপতাকওয়ালা আলমের
লাশ পাওয়া গিয়েছিল ইটখোলায়,
ওর ছেলেটা নাকি ওপার থেকে
গরু আনতে গিয়ে কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল।
ফেরার পথে আরেক বার মিলিদের বাড়ীর সামনে
এসে দাড়ালাম লাল ইটের বাড়ীটা আগের মত আছে
ডালিম গাছটায় দুটো শালিক বসে আছে,
শুধু নেই ওদের ঝুল বারান্দার সোনলী রুপালী আলোটুকু
আর নেই আমার প্রথম চাঁদের হাসি
হারিয়ে গেল কোথায় ,কোন চন্দ্রভূক অমাবশ্যায়?
ট্রেনের সময় ঘনিয়ে এসেছে
যেতে হবে আমায়।
হারিয়ে গিয়েছে আমার ছেলেবেলা
আর কোথাও কেউ নেই!
আমিও একদিন হারিয়ে যাবো
সেদিন হয়তো আমাকে খোঁজার কেউ থাকবে না।
২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
কল্লোল পথিক বলেছেন: আহমদ সালেহ ভাই পাঠে ও মন্তব্যের ধন্যবাদ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বাক প্রবাস। অনুপ্রেরনা দেয়ার জন্য।
অনিঃশেষ মঙ্গল কামনা জানবেন।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
জুন বলেছেন: রেল ষ্টেশন আমার বহু স্মৃতিময় এক জায়গা কল্লোল পথিক।
কবিতায় পুরনো লোকদের সাথে স্মৃতি রোমন্থন ভালোলাগলো।
+
২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ জুন পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য।
অনিঃশেষ মঙ্গল কামনা জানবেন।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
নস্টালজিক! বেশ লাগলো।
কফি হাউজের সেই আড্ডাটা অবলম্বনে লিখা নাকি?
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন। অনুপ্রেরনা দেয়ার জন্য।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
এযুগেরকবি বলেছেন: ট্রেনের সময় ঘনিয়ে এসেছে
যেতে হবে আমায়।
হারিয়ে গিয়েছে আমার ছেলেবেলা
+++
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ এ যুগের কবি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আর কোথাও কেউ নেই!
আমিও একদিন হারিয়ে যাবো
সেদিন হয়তো আমাকে খোঁজার কেউ থাকবে না
অনেক ভাললাগা
অনন্য লিখনি
++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।
অনিঃশেষ মঙ্গল কামনা জানবেন।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
বাংলার নেতা বলেছেন: ...
...
...
...
...
...
...
হৃদয় নিংড়ানো মমতায় মাখা সুন্দর একটি কবিতা!
শৈশবে আমিও ফিরে গেছিলাম!
ধন্যবাদ দারুন কবিতার জন্য।
লেগে থাকুন, ভাল করবেন!
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য প্রিয় বাংলার নেতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এমনটাই হয়। হবে। কোন একদিন আমি এসেও আমায় খুঁজবো।
অনেক অনেক ভালো লাগা। +
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুহৃদ স্বজন দিশেহারা রাজপুত্র।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: রেললাইন, ওয়াও, মিউ মিউ মিউউউউউউ
এত দুঃখ লেখা কেন। মিউ মিউ করছি একটু হাসুন না। মিউ মিউ মুউউউউউউ মিউউউউউ
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
কল্লোল পথিক বলেছেন: দিদি আমি আমার জীবনের গল্প গুলো কবিতায় রুপ দেয়ার চেষ্টা করি।
সেখানে যদি সুখ না থাকে আমি কি করতে পারি?
আর ট্রেন সে আমার আত্মার আত্মীয়।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: কোথাও কেউ নেই । সব ফাঁকা ।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন সাধু।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: আপনার কবিতা পড়ে ছেলে বেলার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। চমৎকার লিখেছেন। ধন্যবাদ
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন প্রামানিক ভাইয়া।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: আমার মামার বাড়ি ছিল সোনাতলা, হামছাপুর ৷ মামারা বাংলাদেশ থেকে চলে এসেছে ৭১ আগে ৷ আশি সালে আমি মা মামারা মিলে হামছাপুরে বেড়াতে গিয়েছিলাম, তোমার ছবিটার মত একটা রেল স্ট্রেশন থেকে ট্রেনে উঠে গিয়েছিলাম হামছাপুরে ৷
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দাদা আমার লেখা যদি আপনার স্মৃতিকে এতটুকু নাড়া দিতে পারে
আমি তাতেই স্বার্থক।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ স্মৃতিচারণ করেছেন!!
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন গেম চেঞ্জার ভাই।
অনেক শুভ কামনা জানবেন।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০
তার আর পর নেই… বলেছেন: ভাল্লাগছে!
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ "তার আর পর নেই"।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
শুভ্র বিকেল বলেছেন: অসাধরণ। একেবারে বাস্তব। গঠন শৈলীও চমৎকার।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় শুভ্র বিকেল।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
সাহসী সন্তান বলেছেন: মনে হলো কবিতার ছলে একটা গল্প পড়লাম! ঠিক গল্প নয়, আপনার স্মৃতিচারণ বললেই মনে হয় সঠিকটা বলা হবে! তবে পোস্টটা পড়ার পর মান্নাদের সেই বিখ্যাত গানটা বড্ড মনে পড়ছে-
"সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই;
একই সে বাগানে আজ এসেছে নতুন কলি শুধু সেই সেদিনের মালি নেই"
অনেক অনেক শুভ কামনা জানবেন!
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন সাহসী সন্তান।অনেক ভাল থাকবেন।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কফি হাউজের'' আমেজ পেলাম ।
কাব্যে সোনালী দিনের হীরক স্মৃতি !
অসাধারণ লাগলো আপনার কবিতা !
সামুতে আপনার চমৎকার কবিতাটি পড়েই দিন শুরু করলাম । শুভ কামনা জানবেন কবি ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
কল্লোল পথিক বলেছেন: শুধু আজকের দিনটা নয় প্রতিটি দিন কাঠুক আনন্দময় সুপ্রিয় স্বজন গিয়াস উদ্দিন লিটন ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর , শুভ কামনা জানবেন ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় আজাদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: চমৎকার বয়ান! ভালো লাগলো খুব।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাইসুল ইসলাম রাণা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
খোলা মনের কথা বলেছেন: ছন্দ বিহীন কবিতা হলেও অসাধারন হয়েছে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ খোলা মনের কথা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
সুমন কর বলেছেন: আমিও একদিন হারিয়ে যাবো
সেদিন হয়তো আমাকে খোঁজার কেউ থাকবে না।
ভালো লাগা রইলো।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
কল্লোল পথিক বলেছেন: সুপ্রিয় স্বজন সুমন ভাই আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: স্মৃতির বুকে এক দীর্ঘশ্বাস । মন খারাপের অনুভূতি । ভাল লেগেছে কবিতায় ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
কল্লোল পথিক বলেছেন: সুপ্রিয় কথাকথিকেথিকেথন অনেক অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
সুখী পৃথিবীর পথে বলেছেন: পাঠে আবেগ তাড়িত হলাম। চমৎকার! ভাল থাকুন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
নুরএমডিচৌধূরী বলেছেন: আবারও ভাল লাগা
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: কমরেড অসাধারণ!!
+++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
কল্লোল পথিক বলেছেন: স্যালুট কমরেড।
লাল সালাম জানবেন।
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
মেজদা বলেছেন: চমৎকার লেখা। আজই প্রথম পড়লাম, নেশা থাকবে আরও পড়ার। ধন্যবাদ
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ কোহিনূর মেজদা ভাইয়া।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
সুলতানা সালমা বলেছেন: জোস,,,,,"কফি হাউজের সেই আডডাটা আজ আর নেই",,,, এর flavour পেলাম। (thumbs up)
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন! সকালে চমৎকার একটা কবিতা পড়া হল! একরাশ মুগ্ধতা রেখে গেলাম!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অভ্রনীল।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে বেশ কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে রইলাম। অভিবাদন জানাচ্ছি আপনাকে, কল্লোল পথিক, এ চমৎকার, মনোমুগ্ধকর কবিতার জন্য।
ছবিটা দেখে বুকটা হু হু করে উঠে। কোন স্টেশনের ছবি এটা?
আর নেই আমার প্রথম চাঁদের হাসি
হারিয়ে গেল কোথায় ,কোন চন্দ্রভূক অমাবশ্যায়? -- আহা! অসাধারণ!
আমিও একদিন হারিয়ে যাবো
সেদিন হয়তো আমাকে খোঁজার কেউ থাকবে না। -- এটাই চরম বাস্তবতা!
মুগ্ধতা রেখে গেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ খায়রুল আহসান ভাইয়া।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
ঢাকাবাসী বলেছেন: কবিতায় স্মৃতিচারণ চমৎকার লাগল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫
আহমাদ সালেহ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।