নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

বিরহ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯


কেমন করে ভুলে আছো তুমি আমাকে?
চুনীলাল,চন্দ্রমুখী ছিল
তারপরও ভুলতে পারিনি আমি তোমাকে।

বারোটি বছর কিভাবে যে গেছে আমার কেটে
শুনলে তুমি অবাক হবে
তোমার আশায় আমি কতটা পথ চলেছি হেটে।

এক যুগ ধরে মাতাল আমি কেটেছে মদ্যপানে
তোমার বিরহে দেবদাস আমি
এখন পাড়ার লোকে জনে জনে জানে।

রাত কেটেছে অনিদ্রায় দিন বিষন্নতায়
এভাবে আমার সময় যাচ্ছে
আমি বেঁচে আছি নিদারুন এক অনিশ্চয়তায়।

তাপস রফিক সবাই জানে কেমনে
বেঁচে আছি
দুঃখ আমার
তুমি শুধু জানলে না তোমায় ছাড়া কেমনে
আমি বাঁচি।


তোমার জন্য নিজের হাতে বেঁধেছিলাম লোহার
বাসর ঘর
সেই ঘরে তুমি নিজেই নাগিনী
মনসা না তোমার বিষে আমি হয়েছি
লখিন্দার।
তুমি যদি বেহুলা হয়ে সাজাতে একটা ভেলা
বুুকের মাঝে থাাকতো না
আমার তীব্র কষ্টের এমন নীল বিষের জ্বালা।


যদি তুমি আসতে পারো করে একটু সময়
দেখে যেও কেমন আছি
আমার এখন যাচ্ছে বড় অসময়।

আমার না হয় একট জীবন হয়ে গেছ নষ্ট
তুমিতো সুখের পাখি
দুঃখ শুধু জানলে না আমি কতটা পেয়েছি কষ্ট।

কৃষ্ণ আমি হতে পেরেছি তুমি হতে পারনি রাধা
এই জীবনে
এটাই আমার কাছে সবচেয়ে বড় ধাঁঁধা।

রাত দুপুরে তোমায় ভেবে আসে চোখের জল
কেঁদে আমার বুক ভেসে যায়
সব কিছু কি মিথ্যা ছিল! সব কিছুই ছল!

আমার নামে দিয়েছ তুমি যত অপবাদ
"মিমুু"ভালোবাসার এই প্রতিদান!
কি এমন ক্ষতি করেছি জীবনটা করে দিলে বরবাদ।

মেঘে মেঘে কেটে গেল অনেক খানি বেলা
তোমায় নিয়ে কাটলো না মোর এক জীবনের খেলা।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: এক বিষাদের গল্প।
চমৎকার ভাবে তুলে ধরেছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা সুপ্রিয় কবি মাহবুবুল আজাদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

শুভ্র বিকেল বলেছেন: এক যুগ ধরে মাতাল আমি কেটেছে মদ্যপানে
তোমার বিরহে দেবদাস আমি
এখন পাড়ার লোকে জনে জনে জানে।

বিরহের কবিতা অনেক সুন্দর। শুভেচ্ছা কবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল।
আপনাদের অনুপ্রেরনায় আমি আমার বাস্থব জীবনে ঘটে যাওয়া গল্পগুলো কবিতায় রুপ দেয়ার চেষ্টা করি।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

নুরএমডিচৌধূরী বলেছেন: এখন তুমি কেমন আছো?
আমায় ছাড়া কেমনে বাঁচো!
কোথায় এখন থাক
মিথ্যা মাখা স্বপ্ন গুলো কোন কৌটায় রাখ?

ভাল লাগার
সোনালি শুভেচছা
+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: আমার নামে দিয়েছ তুমি যত অপবাদ
"মিমুু"ভালোবাসার এই প্রতিদান!
কি এমন ক্ষতি করেছি জীবনটা করে দিলে বরবাাদ।


বিষাদময় কাব্য কথামালা। ধন্যবাদ কল্লোল ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

কল্লোল পথিক বলেছেন: আপনার মন্তব্য আমাকে লেখার উৎস যোগায়।
অনিঃশেষ শুভ কামনা জানবেন সুপ্রিয় স্বজন প্রামানিক ভাইয়া।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: শুরুটা বেশী ভালো হয়েছিল।


বরবাাদ < টাইপো!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন সুপ্রিয় কবি সুমন দাদা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

শাশ্বত স্বপন বলেছেন: ভাই, এই কষ্টের জীবন তো আমার গেছে। ভালোবেসে কি পেয়েছি-- তা নাই বললাম, মরে মরেও শেষ পর্যন্ত মরি নাই। কবিতা পড়ে সেসব স্মৃতি মনে পড়ে গেল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শাশ্বত স্বপন ভাই।
যাদের এই কষ্টের অভিজ্ঞতা আছে শুধু মাত্র তারাই জানে এই না দেখা আগুন কিভাবে পোড়ায়,কষ্ট কাকে বলে।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: গভীর বিরহ ব্যাকুলতার কাব্য , খুব ভাল লেগেছে ,

তোমার জন্য নিজের হাতে বেঁধেছিলাম লোহার
বাসর ঘর
সেই ঘরে তুমি নিজেই নাগিনী
মনসা না তোমার বিষে আমি হয়েছি
লখিন্দার।
তুমি যদি বেহুলা হয়ে সাজাতে একটা ভেলা
বুুকের মাঝে থাাকতো না
আমার তীব্র কষ্টের এমন নীল বিষের জ্বালা।
অসাধারন লেগেছে এই লাইন গুলি । শুভেচ্ছা কবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার জীবনের প্রথম উপন্যাস পড়া দেবদাস । শুভেচ্ছা রইল ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন দাদা।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৃষ্ণ আমি হতে পেরেছি তুমি হতে পারনি রাঁধা
এই জীবনে
এটাই আমার কাছে সবচেয়ে বড় ধাঁঁধা।


রাধারা এমনই হয় কল্লোল পথিক ! B-)

তবে কাব্য ভাল হয়েছে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন সুপ্রিয় গিয়াস উদ্দিন লিটন ভাই।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: (হেঁটে, রাধা) সত্যিই মন ছুঁয়ে গেলো । বেদনাবিধুর লেখা!

পুনশ্চঃ দেবদাস উপন্যাসটা কয়েকবার পড়েছি । যতবার পড়েছি বুকটা হাহাকার করে উঠেছে । প্রথমবার যখন পড়ি অল্পবয়সে তখন তো কেঁদেছিলাম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন সুপ্রিয় স্বজন সাধু।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। ভালো লাগল অনেক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাজপুত্র সর্বদা পাশে থেকে উৎস দেয়ার জন্য।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

জুন বলেছেন: মেঘে মেঘে কেটে গেল অনেক খানি বেলা
তোমায় নিয়ে কাটলো না মোর এক জীবনের খেলা।

বিরহের কবিতা বড়ই ভালোলাগলো কল্লোল পথিক ।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন সুপ্রিয় জুন।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

বাংলার নেতা বলেছেন: অসাম..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বাংলার নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.