![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি!
পৃষ্টার পর পৃষ্টা,ছড়ানো ছিটানো, আউলা বাউলা
উড়ান চন্ডী আমি,আজও সংসারী হতে পারিনি।
তুমি ছাড়া এলোমেলো আমি
সুতা কাটা ঘুড়ি হয়ে গেছি।
বহু শতাব্দী পুরনো মন্দিরের মতো
আমার পলেস্থার খসে পড়ছে
কোন পূজারী আর ফুল নিয়ে আসে না।
রতনদার সাথে সেদিনও
ষ্টেশনে দেখা হয়েছিল
তোমার কথা খুব জানতে চেয়েছিল
বলতে পারিনি "আমরা এখন সেপারেট"।
তোমার দেয়া শেষ চিঠিটা
আজও খুলে দেখিনি কি লেখা ছিল তাতে।
নির্ঘূম রাতের গল্প শোনার কেউ নেই
তাই রাত জেগে বই পড়ার অভ্যাসটা রেখে দিয়েছি।
দুটো টি-শার্ট ,একটা জিন্সে
এক মাস কেটে যায়।
মাঝে মাঝে ভূবন বাউলের আখড়ায় বেশুরে গলায়
গেয়ে উঠি...................।
তোমার কথা খুব মনে পড়লে
ছাইপাশ খেয়ে গভীর রাতে বাড়ী ফিরে
দরজা আগলে নিরবে চোখের জল ফেলি।
আমাকে নিয়ে এখন
অন্দরে মহল্লায় কানা কানি হয়
বাবার ধুসর চোখ
শ্রাবণ ধারায় সিক্ত হয়ে উঠে
তিনি মাথা হেঁট করে ফজরের নামাযে মসজিদে যান।
একটুও বদলে যাইনি আমি
সময়ের হেরফেরে শুধু সকাল আর
বিকেলেটা গুলিয়ে যায়।
ইথারে কোন শব্দ ভেসে আসে না
ডাকপিয়ন আর দরজায় কড়া নাড়ে না।
রানীশংকৈলের ডুয়েট ফটোগ্রাফ খানায়
ঝুল ময়লা জমেছে।
হঠাৎ ঘুমিয়ে পড়লে
ঘুমের মাঝে তুমি আসো
মধ্য রাতে ঘুম ভেঙ্গে বালিশ ভিজে যায় ।
চাঁদে কবে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ
সেটা পন্জিকার পাতায় থাকে
আমার আকাশে আর কোন চাঁদ নেই।
যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি!
পৃষ্টার পর পৃষ্টা ছড়ানো ছিটানো
কিছুটা আঁচড় কেটেছে তাতে!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
তার আর পর নেই… বলেছেন: ভালো লেগেছে। কিছু বানান ভুল আছে। দেখে নিয়েন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১
কল্লোল পথিক বলেছেন: পাঠেও পরামর্শে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা খুবই ভালো লেগেছে। দিনযাপনের গন্ধ পাই।
প্রথম স্তবকটা বেশি ভালো লেগেছে কিন্তু বানানের অবস্থা খারাপ। ব্যাপক দরিদ্র।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন রাজপুত্র।টাইপে কিছু সমস্যা আছে,পরে ঠিক করে নিতে হবে।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ দারুণ দারুণ। আমি মুগ্ধ ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা।সুপ্রিয় কবি মাহবুবুল আজাদ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: তুমি ছাড়া এলোমেলো আমি
সুতা কাটা ঘুড়ি হয়ে গেছি।
অনেক ভাললাগা কবিতা জুড়ে । শুভেচ্ছা রইল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কবি রাবেয়া রাহীম।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
নীলপরি বলেছেন: ভালো লাগলো পড়তে ।
শুভকামনা ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নীলপরি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বজন কবি সুমন দাদা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
মেজদা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন। আরও চাই এমন লেখা। ধন্যবাদ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কবি কোহিনূর ভাইয়া।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
তাসলিমা আক্তার বলেছেন: ভালোভাসতে বাসতে ক্লান্ত। পাশে কেউ নেই। অপুর্ব কস্টবোধ। সে ফিরে আসুক আর না আসুক ভালোবাসতে থাকেন। কবিতা ভালো লেগেছে। কিস্ট জাগানিয়া।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তাসলিমা আক্তার।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
ভ্রমরের ডানা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা! খুব ভাল লেগেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে গভীর কৃতজ্ঞতা।সুপ্রিয় ভ্রমরের ডানা।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
ফারিহা নোভা বলেছেন: অনেক ভাল লাগার মত একটা কবিতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রীতিত।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
নুরএমডিচৌধূরী বলেছেন: তুমি ছাড়া এলোমেলো আমি
সুতা কাটা ঘুড়ি হয়ে গেছি।
বহু শতাব্দী পুরনো মন্দিরের মতো
আমার পলেস্থার খসে পড়ছে
কোন পূজারী আর ফুল নিয়ে আসে না।
ফের ভাল লাগা
ফের+++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
কল্লোল পথিক বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ।সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
আরাফআহনাফ বলেছেন: "চাঁদে কবে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ
সেটা পন্জিকার পাতায় থাকে
আমার আকাশে আর কোন চাঁদ নেই।
যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি! "
ভাল লাগা জানবেন। +++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রীতিত আরাফ আহনাফ ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রীতিত প্রিয় অভ্রনীল।
নিরন্তর শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
নুরএমডিচৌধূরী বলেছেন: যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি!
পৃষ্টার পর পৃষ্টা ছড়ানো ছিটানো
কিছুটা আঁচড় কেটেছে তাতে।
এক বোক ভাললাগা জানবেন
+++++++++