নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

নমিতা মিস্‌ট্রেস

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২


এই যে মশাই চিনতে পেরছেন,নামতা পড়াতেন বেশ
তিনি আমাদের মিশন স্কুলের নমিতা মিস্‌ট্রেস।

বিয়েথা করেনি ছিলেন চিরকুমারী
সবাই বলতেন
তিনি ছিলেন ঈশ্বরের পূজারী।

গীর্জায় একদিন যেতেন সপ্তাহে রবিবার
এক ঘরে
একাই থাকতেন ছিল না তার পরিবার।
বাবা ছিল তার অ্যাংলো ইন্ডিয়ান
তিনি কিন্তু
ষোলআনা ছিলেন বাঙ্গালীয়ান।
পড়শীরা বলে তিনি ছিলেন ব্যার্থ প্রেমিকা
ফাদার বলে তিনি ছিলেন ঈশ্বরের সেবিকা।


হঠাৎ এক রবিবারে তিনি গেলেন না গীর্জায়
সবাই অবাক!
ব্যাপার কি কানাঘুষা চলে পাড়ায়, মহল্লায়।


ঘটনা কি?
জানতে পুরোহিত উপাসক পড়শীরা উৎসুক
তেমন কিছু না করেছিল তার অসুখ।
এমন কথা শুনতে পেয়ে ফাদার পড়লেন ভাবনায়
এমন জনের সেবা না করলেে সেটা হবে মহাঅন্যায়।


সেই হতে ফাদার সেবা করতেন মিস্‌ট্রেস নমিতার
সেবা করতে গিয়ে
ফাদার বুঝলেন তিনি মানুষ, নন অবতার।
এমনি করে যখন কেটে গেল দুটো মাস
ফাদার দেখলেন নমিতার চোখে তার সর্বনাশ।
ফাদার বললেন
"এ যে করিতেছি পাপ তা কি তুমি বোঝ"
নমিতা বলে
"প্রভু গীর্জায় নয় মানুষের মাঝে ইশ্বর খোঁজ"।


রবিবার রাত্রিতে তারা যখন করলেন ইলোপ
পরদিন সকালে উপাসনাকারীরা করলেন বিলোপ।
কেউ অভিশাপ দিলেন ইশ্বর এদের কর সর্বনাশ
অন্যেরা বললেন অভিশাপ দিতে হবে না
ইশ্বর নিজ হাতেই এদের করবে বিনাশ।


বেলায় বেলায় দুটো বছর কেমনে যে কেটে গেল
সবাই একদিন এই গল্প ভুলে নতুন একটা চমক পেল।
দুই বছর পড়ে তারা যখন নিয়ে এলো এক দেব শিশু
সবাই তখন বললেন "এই হবে আগামী দিনের যিশু"!

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


পদ্যে এসব ভালোভাবে প্রকাশ সম্ভব নয়, তবে যা প্লট সেটা সত্য ও সেটাই জীবন, সেটাই মানুষের ধর্ম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একজন সাধু হিসেবে মনে বড় দুঃখ পেলাম ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

কল্লোল পথিক বলেছেন: দুঃখিত সাধু, আমি তাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করিনি।
আমি শুধু বোঝাতে চেয়েছি উপসনালয়ে নয় ইশ্বরকে খুঁজতে হবে মানুষের মাঝে।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

প্রেমেতে কি নিয়ম থাকে, বাতাসের কি পরিধি থাকে
প্রভাতকে কি ঢাকতে পারে মেঘের আঁধার বেলা
গোপনে গোপনে কত যে খেলি।
............... ভুপেন হাজারিকা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় বাবু ভাই।
প্রেমে মানে না বয়স ধর্ম কূল।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: ছন্দময় এবং কাহিনীযুক্ত কবিতা।

ভালো হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন কবি সুমন দাদা।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ঠিক বলছেন। ঈশ্বরের বাস মানুষের ক্বলবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় রাণা ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

মিজানুর রহমান মিরান বলেছেন: "প্রভু গীর্জায় নয় মানুষের মাঝে ইশ্বর খোঁজ"।

সত্যিই তাই....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

নুরএমডিচৌধূরী বলেছেন: এই যে মশাই চিনতে পেরছেন,নামতা পড়াতেন বেশ
তিনি আমাদের মিশন স্কুলের নমিতা মিস্‌ট্রেস।

ছন্দে
প্রথম ভাল্লাগা
ভাল থাকবেন কল্লোল ভাই
ভাল থাকা সকল সময় ই চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। সুপ্রিয় স্বজন চৌধুরী সাহেব।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

সফিউল্লাহ আনসারী বলেছেন: ভাল লাগল....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় আনসারী ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: ভাই আমি পুরা মুগ্ধ। দারুন লিখেছেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

কল্লোল পথিক বলেছেন:
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ স্বজন নেক্সাস ভাই।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)


অসাধারণ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

কল্লোল পথিক বলেছেন: আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
সুপ্রিয় সুহৃদ স্বজন দিশেহারা রাজপুত্র ভাই ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

অগ্নি কল্লোল বলেছেন: ভাল লেগেছে।
ভাল লাগা রইলো।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় মিতা ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

অগ্নি কল্লোল বলেছেন: "মিতা ভাই" বড় চমৎকার ডাক।।কানে নয় যেন হৃদয়ে এসে লাগলো।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

কল্লোল পথিক বলেছেন: নামে নামে আবার কিন্তু যমেও টানে।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: "প্রভু গীর্জায় নয় মানুষের মাঝে ইশ্বর খোঁজ"।

কাব্যে খুব চমৎকার এক জীবন নাট্য রচনা করলেন। দারুন+++++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ স্বজন বিদ্রোহী ভাই।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: জয় হোক প্রেমের। দুর্দান্ত কবিতায় +++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। সুপ্রিয় সুহৃদ স্বজন ভ্রমরের ডানা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

জুন বলেছেন: নমিতার ভালোবাসার জয় । অনেক ফাদার এবং সিস্টার বা নানরা খুব ছোটবেলায় তাদের বাবা মা র ইচ্ছেয় এই জগতে আশে।কিন্ত বড় হয়ে অনেকে বিদ্রোহী হয়ে উঠে এত কঠিন নিয়ম কানুনে । অনেকে ছেড়ে দেয় ।
ভালোলাগলো কবিতা ।
+

আমরাও ছোটবেলায় স্কুল টিচারকে মিসট্রেস বলতাম । বড় হয়ে শুনি এর ভিন্ন অর্থ ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। সুপ্রিয় সুহৃদ জুন আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,





মানুষ শুধুই মানুষ । রিপুকে বাদ দিয়ে কোনও মানুষ হয়না ।

কবিতার গল্পে এটুকুই আসল "প্রভু গীর্জায় নয় মানুষের মাঝে ইশ্বর খোঁজ"।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ স্বজন আহমেদ জী এস ভাই।
আপনাদের মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

তার আর পর নেই… বলেছেন: এটাতো দেখছি একটা গল্প, সুন্দর! +++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হু ।সাধু… সাধু…………ভাল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন দাদা।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

এযুগেরকবি বলেছেন: "প্রভু গীর্জায় নয় মানুষের মাঝে ইশ্বর খোঁজ"।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন "এ যুগের কবি"।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

তাসলিমা আক্তার বলেছেন: নিশ্বাস বন্ধ হওয়ার যোগার। এতো ভালো লিখতে আছে? মেয়েটির চিত্র চমৎকার হয়েছে। আর হ্যা, ঈশ্বরের বাস মানুষের মাঝেই। এই সত্য দ্রুপদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রীতিত । সুপ্রিয় সুহৃদ তাসলিমা আক্তার।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ছন্দময় কবিতা ||

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রীতিত । সুপ্রিয় সুহৃদ কবি ইমরাজ কবির মুন।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্ত্যমিল হয়েছে চমৎকার !
আমার সাথে অমতকার ?
যদিও পরিসর স্বল্প
এসেছে দারুন গল্প ।

''ধরাটা আমাদের
অতি অবিনশ্বর !
মানুষের মাঝে খুঁজো ,
গড ,খোদা, ঈশ্বর । ''

কাব্যে যা বলেছেন
তা অতি সঠিক
শুভেচ্ছা নিন ভাই
কল্লোল পথিক ! =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ স্বজন গিয়াস লিটন ভাই।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



অসাধারণ কবিতা ভাই। মুগ্ধ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ কান্ডারি অথর্ব ভাই।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

২৫| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা ,,

২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ,আরেফীন ভাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.