![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
আমি ভুলেই গিয়েছিলাম
যে তুমি আর আমার নও ।
মনসা মঙ্গলের পাতা থেকে উঠে আসা
কাঁটাতারের বেড়ায় ঘেরা আমার বাংলায়
তুমি বেহুলা হতে পারোনি।
হাজার বছরের পথচলায় ক্লান্ত আমি
এসে দাড়াই আমার মাটির বাড়ীতে
খিড়কির দুয়ারে তোমার নাম ধরে কত ডাকাডাকি
দুয়ার ভেঙ্গে দেখি তুমি বিহীন শুন্য আমার বাড়ী।
কত শতাব্দী কাল প্রনয়ের সুবাস না পেয়ে
আমি এতটাই পথ পাড়ি দিয়েছি
যে পথ ফুরিয়ে গেছে
পথের শেষে লেখা ছিল"এখানে কবর ঘুমিয়ে পড়ুন"।
বুকভরা অভিমান নিয়ে হেটেছি
হাজার বিরহী দিবস রজনীর পথ।
আরও কতটা দূরে গেলে
তুমি বুঝবে"আমি আর নেই"।
কৈলাশের কান্না দেখে নয়
তোমার পাষাণীর বুক দেখে বুঝেছিলাম
"এখান থেকেই গঙ্গার উৎপত্তি"।
আমি ভুলে গিয়েছিলাম
আমার খিড়কির দুয়ারে দাড়িয়ে
"সেই তুমি"
যে শুধু আমার বাড়ী ফেরার অপেক্ষায় ছিলে।
"সেই তুমি"
আজ লালটিপ বেনারশী পরে
অন্যের অপেক্ষায় প্রহর গোনো।
একদিন ভুুল করে শুন্য দুপুুরে
তুমি বিহীন আমার পোড়া ভিটেয়
এসে দেখব
কে যেন আমার পথ চেয়ে বসে আছে
সেকি আমি নাকি অন্য কেউ!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় সুহৃদ স্বজন এহসান সাবির ভাই।
আপনাদের মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আমি ভুলেই গিয়েছিলাম
যে তুমি আর আমার নও ।
মনসা মঙ্গলের পাতা থেকে উঠে আসা
কাঁটাতারের বেড়ায় ঘেরা আমার বাংলায়
তুমি বেহুলা হতে পারোনি।
কবিতায় অন্যরকম ভালো লাগা।
+++++++++++++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন চৌধুরী সাহেব?
পাঠে ও মন্তব্যে প্রতীতি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
মনিরা সুলতানা বলেছেন: অভিমান অভিমান ....।
কৈলাশের কান্না দেখে নয়
তোমার পাষাণীর বুক দেখে বুঝেছিলাম
"এখান থেকেই গঙ্গার উৎপত্তি"।
কবিতায় ভালোলাগা ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রতীতি মনিরা সুলতান আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ সুমন দাদা।
আপনাদের মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
প্রামানিক বলেছেন: কৈলাশের কান্না দেখে নয়
তোমার পাষাণীর বুক দেখে বুঝেছিলাম
"এখান থেকেই গঙ্গার উৎপত্তি"।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০
কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন স্বদেশী প্রামানিক ভাইয়া?
পাঠে ও মন্তব্যে প্রতীতি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
আজাদ মোল্লা বলেছেন: চমৎকার হয়েছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ আজাদ ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
জুন বলেছেন: কে যেন আমার পথ চেয়ে বসে আছে
সেকি আমি নাকি অন্য কেউ!
অনেক ভালোলাগা কবিতায় কল্লোল পথিক
+
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ জুন ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
পার্থিব লালসা বলেছেন: কৈলাশের কান্না দেখে নয়
তোমার পাষাণীর বুক দেখে বুঝেছিলাম
"এখান থেকেই গঙ্গার উৎপত্তি"।
ভাললাগে সকোল সময়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রতীতি।
সুপ্রিয় সুহৃদ পার্থিব লালসা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
হাজার বছরের পথচলায় ক্লান্ত আমি
এসে দাড়াই আমার মাটির বাড়ীতে
খিড়কির দুয়ারে তোমার নাম ধরে কত ডাকাডাকি
দুয়ার ভেঙ্গে দেখি তুমি বিহীন শুন্য আমার বাড়ী।
দারুন এই লাইন কয়টি ।
এই ধাঁচের আমার একটি কবিতার লিংক দিলুম , আপনার কবিতার ভাবের সাথে অনেক মিল -------------
যে ডাক শুন্যে ফিরে আসে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
আপনার কবিতাটি পড়লাম
আপনার কবিতার কাছে আমার কবিতাটি শিশু মাত্র।
ঠিক বলেছেন একটা ভাবের মিল খুঁজে পেলাম।
আর সেটা তীব্র অভিমান ভরা হাহাকারের।
শুভ কামনা জানবেন।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ফারিহা নোভা।পাঠে ও মন্তব্যে প্রীতিত।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
প্রথমকথা বলেছেন: "সেই তুমি"
আজ লালটিপ বেনারশী পরে
অন্যের অপেক্ষায় প্রহর গোনো।
খুব বিরহের কথামালা। পড়ে মুগ্ধ হলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
এহসান সাবির বলেছেন: আমি ভুলে যাই তুমি আমার নও, আমার নও.....!!
একদিন ভুুল করে শুন্য দুপুুরে
তুমি বিহীন আমার পোড়া ভিটেয়
এসে দেখব
কে যেন আমার পথ চেয়ে বসে আছে
সেকি আমি নাকি অন্য কেউ!
কবিতায় ভালো লাগা।