![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
"ফুুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত"
কথাটি কে বলেছিলেন
আজ শুধু কলকাতার আর্য সোসাইটি নয়
এখন আমরা পূর্ববঙ্গের চাষাভূষারাওজানি
এবং আমাদের পরবর্তী হাজার প্রজন্ম জানুক
আমরাও চাই।
কিন্তু কথাটি যখন বলেছিলেন
তখন আপনার নগর কলকাতার চেয়েও
কত বেশী পলাশ,শিমুল,কৃষ্ণচূড়া ফুটেছিল
আমাদের পূর্ববাংলার প্রত্যান্ত পল্লীতে
আপনি কি তা জানতেন?
আপনার পাশের জমিদারের প্রজা হরিপদ দাস
কত স্বপ্ন নিয়ে বড় মেয়েটির নাম বাসন্তী রেখেছিলেন।
সে হয়তো কখনও কবি হিসেবে আপনার নাম শোনেনি
এমনকি আপনার কবিতা পড়ার মত
অক্ষর জ্ঞান টুকু তার ছিল না।
কিন্তু আপনাকে শিলাইদহের জমিদার হিসেবে
ভালোই চিনতেন।
পর পর দুই বছরের খড়ায় ফাল্গুন পেরিয়ে
শ্র্রাবণে ও যখন বৃষ্টি না নামে
খাজনা দিতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন।
বাসন্তী তার সদ্য বিকাশিত যৌবন ঢাকতে পারেনি
এক টুকরো কাপড়ের অভাবে।
অথচ এত শিমুল ফুঠেছিল এই পূর্ব বাংলায়
কত ফুল এখনও ফোঁটে আমাদের উভয় বাংলায়।
কলকাতা থেকে ঢাকা ট্রাফিক সিগন্যালে
দারিদ্র ভূখা নাঙ্গা ফুলওয়ালীর আনাগোনা।
কত ফুলপিষ্টহয় কলকাতা ঢাকার এলিটদের পদপিষ্টে
তবু আমাদের কোন কষ্ট নেই।
আবারও বলি আপনার ভাষায়
"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত "
তবে আমরা আপনাকে সাথে নিয়ে
সে বাসন্তী উৎসব পালন করতে চাই।
জানেন আমরা আপনাকে কত মিস করি
কারন আপনি নিজেও তো একটা ফুল ছিলেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।অবশ্যই চা পাবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল। তবে কবিতা হিসেবে নয়।
অ.ট.: কেউ চা-পানি চাইলে সরাসরি না করে দিবেন। এটা ব্লগ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুমন দাদা।
বসন্তের শুভেচ্ছা রইলো
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল মিতা।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাই।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বসন্তের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অগ্নি কান্ডারি অথর্ব ভাই।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাই।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
মুসাফির নামা বলেছেন: কতগুলো বসন্ত কেটে গেল, তাতে এ কাঙ্গালের কি আসে যায়?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই।
দঃখ পেলাম ভাই।
শুভ কামনা জানবেন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা গল্পের মত লেগেছে !! তবে ভাল লেগেছে ।
বসন্তের শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন ভাই।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাই।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: ওহ! এত ভাল!!
++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বিজন দাদা।
বসন্তের শুভেচ্ছা জানবেন।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
জুন বলেছেন: বাসন্তী শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ জুন আপু।
আপনাকেও বাসন্তী ফুলের শুভেচ্ছা।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা আজি এ বসন্তে!.................................
আপনার ভাবনা টুকু দারুন ভিন্ন রকম..
বাসন্তি শুভেচ্ছা দেব কি? এর ঠেলায় ঢাকায় যে অসহনীয় জ্যাম
সব গাড়ী শাহবাগের আগেই বাইপাস করে দিচ্ছে! ফলে কাপলদেরতো পোয়াবারো- ১ ঘন্টার জায়গায় ৩ ঘন্টা ফিয়াসেকে পাশে পাবে! আমাদাের মতো অফিস গাশী-ফেরতাদেরতো দফারফা!!!
তবুও বসন্ত সবার জীবনে শুভ বার্তা বয়ে আনুক। এই কামনা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই।
আপনাকেও জানাই বসন্তের শুভেচ্ছা।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার কবিতা সবসময় কথা বলে। গল্প বলে। এটাও ব্যতিক্রম নয় তবে কাব্যিক ভাবটা কম ছিল।
কবিতায় একটা চাঁপা হাহাকার আছে। ছুঁয়ে গেল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই।
আপনার প্রেরণা আমার লেখার উৎস।
অন্তরের গহীন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
স্রষ্টার কাছে আপনার মঙ্গল কামনা করি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
আজাদ মোল্লা বলেছেন: বসন্তের শুভেচ্ছা জানবেন , পড়তে ভালোই লেগেছে ✿
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন সুপ্রিয় আজাদ ভাই।
আপনাকেও জানাই বাসন্তী শুভেচ্ছা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
ফারিহা নোভা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ।
লেখায় ভাল লাগা রেখে গেলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ফারিহা নোভা আপু।
আপনাকেও জানাই বাসন্তী শুভেচ্ছা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
এযুগেরকবি বলেছেন: "ফুুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত"
কথাটি কে বলেছিলেন
আজ শুধু কলকাতার আর্য সোসাইটি নয়
এখন আমরা পূর্ববঙ্গের চাষাভূষারাওজানি
এবং আমাদের পরবর্তী হাজার প্রজন্ম জানুক
আমরাও চাই।
++++++++++++++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ "এ যুগের কবি"।
আপনাকেও জানাই বাসন্তী শুভেচ্ছা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
উল্টা দূরবীন বলেছেন: বসন্তের শুভেচ্ছা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অগ্নি সারথি।আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
প্রথমকথা বলেছেন:
পর পর দুই বছরের খড়ায় ফাল্গুন পেরিয়ে
শ্র্রাবণে ও যখন বৃষ্টি না নামে
খাজনা দিতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন।
বাসন্তী তার সদ্য বিকাশিত যৌবন ঢাকতে পারেনি
এক টুকরো কাপড়ের অভাবে।
আপনার লেখায় অন্য রকম ভাব আছে, খুব ভাল লাগে প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
প্রামানিক বলেছেন: কল্লোল ভাই ১ম হলাম। চা দেন।