নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

কতোদিন দেখিনি তোমায়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮


কতোদিন দেখিনি তোমায়
শুধু তোমাকে দেখব বলে
তেপানন্তরের মাঠ পেরিয়ে
রাতের আঁধারে সীমান্ত রক্ষীর
লাল চোখকে ফাঁকি দিয়েছিলাম
এসে দেখি তুমি নেই,শুন্য আমার ঘর।

উনত্রিশ ডিসেম্বরের পরও
দুদিন তোমার বরাই তলা স্কুল মাঠে
গিয়েছিলাম।
যে সবুজ মাঠ জুড়ে ছিল
আমাদেের লীলাভূমি
সেখানে আমি আজ অবাঞ্চিত আগন্তুক ।

হেড মাষ্টার বাবু উদাস কন্ঠে আমায়
বলেছিলেন"তুমি বদলী হয়ে গেছ"।
আমার পথ গিয়েছিল বেড়ে
সেই চিরচেনা পথ অামি আজও অতিক্রম
করতে পারিনি।


তোমার ছাত্র ছাত্রীরা আমাকে দেখে
নিরবে দাড়িয়েছিল।
যে অভিবাদন
আমার বুকে বিষাক্ত তীরের মত বেঁধেছিল।


ছয়টি বছর কেটে গিয়েছে
বুকে পাষাণ বেঁধে আছি।
এখনও ঘুমের ঘোরে স্বপ্নে তোমার মুখ
দেখে জেগে উঠি,হাহাকারে কাটে রাত দিন।
চাতকের মত আকাশে নয়
তোমার পথ পানে আজও চেয়ে থাকি।


ইচ্ছে করলে তোমাকে আমি
আর দেখতে পারি না শাস্ত্রে নাকি সেটা পাপ
অথচ আমিতো শাস্ত্র,ব্যকারণ,আইন মানি না।
আমার এক বুক তৃষ্ণায় ছাতি ফেটে যায়
নরকের আগুনে পুড়ে অঙ্গার হলেও
শুধু একবার তোমার চোখে দেখতে চাই
কতটা ক্রোধ,কতটা অভিমান জমা ছিল
তোমার বুকে আমার জন্য।

ছয়টি বছর নয়
তুমিহীনা আমি যেন কাটিয়ছি ছয়শত কোটি বছর।
দিবস রজনী ভূলে তোমার পথ চেয়ে
চোখ পুড়িয়েছি অপেক্ষার প্রহরে।


পানশালায় বুকের জমানো সব অভিমান
উগরে দিতে চেয়েছি,পারিনি
সেখানেও তোমার মুখ ভাসে স্বচ্ছ শরাবের পেয়ালায়।


আলমের কাছে শুনেছিলাম তুমি শুক্রবার
ট্রেনে বাড়ী ফিরবে শুধু একবার তোমার চাঁদ মুখখানা
দেখবে বলে আমি কত শুক্রবার স্টেশনে
শেষ ট্রেনটার অপেক্ষায় ছিলাম
তবুও তোমায় দেখতে পাইনি।


সুমি,শারমিনদের বাড়ীতে গিয়েছিলাম
ওরা আর কেউ বাড়ীতে থাকে না।
যাদুর আয়নায় তোমার মুখ দেখব বলে
তিন রাত তান্ত্রিকের আখড়ায় গাঁজা খেয়ে পড়েছিলাম।


আলমিরা তোরঙ্গের চিপায় তোমার
একখানা ফটোগ্রাফও খুঁজে পাইনি।
অলিতে গলিতে স্মৃতির পাতায় কত খুঁজেছি তোমায়।
হাজার মানুষের ভিড়ে পাইনি তোমার সেই মুুখ
যার জন্য আমি আজ ঘড়ছাড়া বিবাগী।


অথচ মিমু আমরা একদিন
একই ছাদের নিচে ছিলাম
একটা চাঁদকে দুজনে ভাগাভাগি করে নিতাম।

অামি এখনও সেই চাঁদে তোমার মুখখানি খুুঁজি
যে চাঁদ এখন ঢেকে গিয়েছে অমাবশ্যার
নিকষ কালো আঁধারে।
যে ভাবে হারিয়ে গেছ তোমার চাঁদমুখ
আমার জীবন থেকে!!

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

এযুগেরকবি বলেছেন: আলমের কাছে শুনেছিলাম তুমি শুক্রবার
ট্রেনে বাড়ী ফিরবে শুধু একবার তোমার চাঁদ মুখখানা
দেখবে বলে আমি কত শুক্রবার স্টেশনে
শেষ ট্রেনটার অপেক্ষায় ছিলাম
তবুও তোমায় দেখতে পাইনি।

দারুন প্রতিক্ষা
আর এর নামই তো ভালবাসা

এ যুগের ছেলেরা কিছু না পেলে ভালই বাসেনা
++++++++++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "এ যুগের কবি"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: সেই একই রকমের দারুন কবিতা।
++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ বিজন দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অথচ মিমু আমরা একদিন
একই ছাদের নিচে ছিলাম
একটা চাঁদকে দুজনে ভাগাভাগি করে নিতাম।


দারুণ। আবার আরেকটি গল্প। +

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাইয়া।
সবসময় পাশে থেকে প্রেরনা দেয়ার জন্য কৃতজ্ঞা জানাই।
কবিতায় যে গল্প আছে সে গল্পের পিছনেও গল্প সেটা না অন্য কোন দিন শোনা হবে।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: উচাটন মন তো পেছনের কাহিনী জানতে উদগ্রীব হয়ে উঠলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সাধু ভাই।
পিছনের গল্পটা অনেক বেশী করুন।
তবে শোনাব সেই করুন বিরহের গল্প।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লেগেছে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
অনেক শুভ কামনা জানবেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

দীপংকর চন্দ বলেছেন: পুরো লেখাটাই বিশেষ।

বিশেষভাবে উল্লেখের কিছু নেই।

তবু উল্লেখ করতে ইচ্ছে করছে কয়েক পঙক্তি-
আমরা একদিন
একই ছাদের নিচে ছিলাম
একটা চাঁদকে দুজনে ভাগাভাগি করে নিতাম।


শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অসংখ্য ধন্যবাদ আমার মত কাঙ্গালের কবিতা পড়ার জন্য।
নিরন্তর শুভ কামনা জানবেন কবি।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

কিং কোবরা বলেছেন: খুব সুন্দর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই কিং কোবরা।
অনেক শুভ কামনা জানবেন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

শুভ্র বিকেল বলেছেন: দারুণ কবি। অসাধারণ। চমৎকার বর্ণনা। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ শুভ্র বিকেল।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ শাহরিয়ার কবীর ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

মুসাফির নামা বলেছেন: ভাই,চমৎকার লিখেছেন। আছি....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

দৃষ্টির সীমানায় বলেছেন: ভাল লাগল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দৃষ্টির সীমানায়।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আপনার লেখাগুলো পড়লে হোমসিক,প্রেমাতুর হইয়া পড়ি।
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাণা ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

দিয়া আলম বলেছেন: চাওয়া গুলো এমনই মনে হয়, খুব তেড়ে আসে, ভেঙ্গে চুড়ে আসে।

সুন্দর কবিতা

ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দিয়া আলম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লাগসে ||

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মিরান ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনেক শুভ কামনা জানবেন।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

কল্লোল পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

প্রলয় নীল বলেছেন: 'অামি এখনও সেই চাঁদে তোমার মুখখানি খুুঁজি
যে চাঁদ এখন ঢেকে গিয়েছে অমাবশ্যার
নিকষ কালো আঁধারে।
যে ভাবে হারিয়ে গেছ তোমার চাঁদমুখ
আমার জীবন থেকে'!

- এই আক্ষেপ আমৃত্যু বয়ে বেড়াতে হয়! ভাল লিখেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রলয় নীল ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

এযুগেরকবি বলেছেন: কতোদিন দেখিনি তোমায়
শুধু তোমাকে দেখব বলে
তেপানন্তরের মাঠ পেরিয়ে
রাতের আঁধারে সীমান্ত রক্ষীর
লাল চোখকে ফাঁকি দিয়েছিলাম
এসে দেখি তুমি নেই,শুন্য আমার ঘর

পুন: ভাললাগা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

কল্লোল পথিক বলেছেন: কবি পুনঃরায় ভাললাগা প্রকাশে জানাই কৃতজ্ঞতা।
সর্বদা পাশে থাকবেন।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,



কতোদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজি তব ছায়া পড়ে রানী.....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১

সাদা-কালো মন বলেছেন: আপনি খুব ভালো কবিতা লিখেন !
দারুন !

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ সুপ্রিয় সাদা-কালো ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২২| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রথমকথা বলেছেন: অথচ মিমু আমরা একদিন
একই ছাদের নিচে ছিলাম
একটা চাঁদকে দুজনে ভাগাভাগি করে নিতাম।



ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.