নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

ভবঘুরে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭


যদি জানতাম তুমি চলে যাবে আমায় ছেড়ে
আমি তাসের ঘর বাঁধতাম না এ অকুল ভব সাগরে।
জড়াতাম না এ মিছে মায়ার সংসারে
নিজেরে পুড়াইতাম না পিরীতের আগুনের অঙ্গারে।


মাটির ঘরে কেটে দিতাম সারাটা জীবন ভর
বাউল আমি,আমার কাছে কেবা আপন পর।
উপবাসে দিন কাটাতাম কিসের একাদশী
আমার কাছে সব সমান শুক্ল পক্ষ হোক কিংবা অমাবস্যায় শশী।
গলায় আমি পড়তাম রুদ্রাক্ষের মালা
এই জীবনে থাকতো না আমার প্রেমবিরহের জ্বালা।


দয়ালের প্রেমে মশগুল হয়ে হতাম আমি আশেক
আমার মত থাকতো না দ্বীন দয়ালের মাশেক।
রাত কাটাতাম আখড়ায় দিন জনপদে
কি সুন্দর জীবন আমার চলতো অবাধে।
গান বাঁধিতাম সুরে সুরে কত রাগিনি
আমি ক্ষাপার থাকতো না সাধন সঙ্গিনী।
পথে,পথে ঘুরে,ঘুরে হতাম বৈরাগী
এখন আমি হয়ে আছি গৃহী বিবাগী।


ঘরে আমি পড়ে থাকি মন থাকে না
তুমি বিনে বাউল আমি কেউ জানে না।
বুকে আমার আগুন জলে হা হুতাসন
তোমারে ভুলতে আমি নিয়েছি নির্বাসন।
সেই তো তুমি চলে গেলে আমায় ছেড়ে অন্যের ঘরে
তবে কেন এমন করে পর করে দিলে এক জীবনের তরে।


না হলাম বাউল আমি না সংসারী
আমি এখন গৃহী হয়ে দেই ভাব সাগর পাড়ি।
জীবন জ্বালায় দগ্ধ হয়ে অহঃর্নিশ পুড়ি
উড়ানচন্ডী আমি এখন,আধেক সংসারী।


তবুও তুমি এই জীবনে রাখিও আমারে স্মরণে
যেমন করে মনে রেখেছি তোমারে আমি কারনে অকারনে।
ঘরে থেকেও মন আমার তোমার জন্য পোড়ে
পাড়ার লোকে এখন আমায় বলে ভবঘুরে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: অন্তমিল ভালই লাগল। ভাল থাকবেন কবি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে ধন্যবাদ কল্লোল ভাই। শুভেচ্ছা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রামানিক ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: না হলাম বাউল আমি না সংসারী
বড্ড জ্বালাতন অবস্থা।

কবিতা ভালো লেগেছে। +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রাজপুত্র ভাইয়া"।
সর্বদা পাশে থাকার চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: ছন্দময়। তবে প্রথমটা যেভাবে শুরু হয়েছিল, মাঝ থেকে আর তেমন পাওয়া যায়নি...

কিন্তু ভালো লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সুমন ভাই"।
পাঠে,মন্তব্যে ও সুপরামর্শে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভালো লাগোলো কবিতাটা। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রক্তিম দিগন্ত"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গীতিকাব্য ধাচের লেখা! অনেক ভালো লেগেছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।প্রিয়"শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

দৃষ্টির সীমানায় বলেছেন: অনেক ভাল লাগলো......

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।প্রিয়"দৃষ্টির সীমানায়"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সাধু-চলিত মিশ্রণ না ঘটালে বোধহয় অারও শ্রুতিমধুর হতো; যদিও কবিতায় এটা ঘটানো যায় । যাহোক, কবিতা ভাল্লাগসে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সাধু"।
সর্বদা পাশে থাকার জন্য চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

মাদিহা মৌ বলেছেন: কবিতাটা বেশ ভাল লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মৌ আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

পার্থিব লালসা বলেছেন: ঘরে আমি পড়ে থাকি মন থাকে না
তুমি বিনে বাউল আমি কেউ জানে না।
বুকে আমার আগুন জলে হা হুতাসন
তোমারে ভুলতে আমি নিয়েছি নির্বাসন।
সেই তো তুমি চলে গেলে আমায় ছেড়ে অন্যের ঘরে
তবে কেন এমন করে পর করে দিলে এক জীবনের তরে।
কবিতাটা বেশ ভাল লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ পার্থিব লালসা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আরণ্যক মিঠুন বলেছেন: চমৎকার লাগোল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।আরণ্যক মিঠুন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

জুনজুন বলেছেন: ঘরে থেকেও মন আমার তোমার জন্য পোড়ে
পাড়ার লোকে এখন আমায় বলে ভবঘুরে।
ঘরে বসেই ভবঘুরে....
ভাল লাগল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় জুনজুন।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

নুরএমডিচৌধূরী বলেছেন: : দারুণ হয়েছে ধন্যবাদ কল্লোল ভাই। শুভেচ্ছা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় চৌধুরী সাহেব।
নিরন্তর পথচলায় পাশে চাই সব সময়।
আন্তরিক ভালোবাসা জানবেন।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
sundor hoise

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মুন ভাইয়া।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই, কবিতাটি অনেক ভাল লেগেছে। কিন্তু সবই একই ধাচের হয়ে যাচ্ছ।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাইয়া।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আলভী রহমান শোভন বলেছেন: এতো সুন্দর কেন কবিতাটা ? শুভেচ্ছা রইলো। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

এম এইচ নাজমুল বলেছেন: ভাল লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

মিজানুর রহমান মিরান বলেছেন: তবুও তুমি এই জীবনে রাখিও আমারে স্মরণে
যেমন করে মনে রেখেছি তোমারে আমি কারনে অকারনে।

চমৎকার কবিতা... কল্লোল ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
সতত শুভ কামনা জানবেন।

১৯| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: না হলাম বাউল আমি না সংসারী
আমি এখন গৃহী হয়ে দেই ভাব সাগর পাড়ি।" করুণ অবস্থা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.