![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
রোজ রোজ হাহাকার জমে গড়ে উঠে কষ্টের ইমারত।বিরহের দাগ না শুকাতে তাতে আঁচর কাটে
একটা সুক্ষ যন্ত্রনার সুঁচ।ইমারত বেঁচে একটা মাটির বাড়ী কিনতে চাই!
কোথায় আছে এমন দরদিয়া?
যে কিনবে জীবনের দামে কষ্টের ইমারত।বিজ্ঞাপনে ভাসে মলিনমুখ নিজেকে বেঁচে দিতে চাই! বির্বন আকাশে উঠেনি
কামনার রংধনু।বির্মষ মন নিয়ে চলি তোমাদের জৌলুস মাখা আমার বিষন্ন নগরে।
নির্বাসিত আঘাত ফিরে ফিরে আসে।
চিঠির বাকসে স্মৃতিরা বিদ্রুপের হাসি হাসে।
রানীশংকৈলের রাজবাড়ী থেকে ভাওয়ালগড় অসহ্য বেদনায় ডুকরে উঠে। হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠে সুর
বসরার গুলাব নয়,
শরাব
শরাব
শরাব চাই সাকী।
এলোমেলো ভাবনার জট পাকিয়ে খরায় প্রান যায় যায়।চিরকুট নয় ডাকের চিঠি দিয়ে যায় নীলকান্ত হরকরা।গাঁজার ধোঁয়ায়
ভাসে বিষাদের কথা মালা।নিলামে উঠে বারো বছরের ভালোবাসা।
নাস্তিকের কবিতায় আসে স্রষ্টার নাম
দিন রাত জপমালা,প্রার্থনা চলে অবিরাম।
স্লিপিং পিলের পাতায় সিদ্ধান্ত আসে
আয়ু কার হাতে যমদূত আজরাঈল মৃদু মৃদু হাসে।
সুইসাইড নোট নয় আরও কবিতা আসে।অদৃশ্য আগুনে পুড়ে ব্যাস্ত নাগরিক জীবন।আপেল,বেদনা,আখরেট
নয় চলে নিষিদ্ধ গন্ধমের স্বাধ।অপেক্ষার প্রহর কাটে ভাসে না ভেলা বেহুলার অভিমানে।পাগলা গারদে ঘুন্টি বাজে।
ফুটপাতে চলে পবন দাস বাউলের"আমার গোপন প্রেমের কথা................"।রাত্রীর মধ্যভাগে নামে লিপিষ্টিক মাখা
কামনার ঠোট।
নির্জনতা ভেদ করে চিৎকার করে উঠে নেড়ি কুত্তার দল।নগর কোটালের সাইরেন ভেদ করে আসে
ডাস্টবিনে মানব শিশুর ক্রন্দন।সকালে সূর্যের সাথে ডেবিটের ঘরে যোগ হয় আরও একটি দিনের হাহাকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "বিজন দা"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
জুন বলেছেন: নাস্তিকের কবিতায় আসে স্রষ্টার নাম
দিন রাত জপমালা,প্রার্থনা চলে অবিরাম।
ভালোলাগলো ভীষন।
+
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "জুন আপু"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: লাইক দিয়ে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
উল্টা দূরবীন বলেছেন: সকালে সূর্যের সাথে ডেবিটের যোগ আরও একটি দিনের হাহাকার
সত্যি। ভীষণ সত্যি। কবিতায় ভালোলাগা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় দূরবীন ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
শুভ কামনা জানবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনেক অনেক মুগ্ধতা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় রাণা ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লেগেছে।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কল্লোল ভাই"।
অনেক শুভ কামনা জানবেন।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
রানীশংকৈলর রাজবাড়ী থেকে ভাওয়ালগড় অসহ্য বেদনায় ডুকরে উঠে। হ্নদয়ের তন্ত্রীতে বেজে উঠে সুর
বসরার গুলাব নয়,
শরাব
শরাব
শরাব চাই সাকী।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার লেখায় অন্যরকম এক অনুভূতি হয় আমার। ভালো লাগলো অনেক।
লেখায়...+++++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মিরান ভাই"।
পাঠে ও মন্তব্যে শুভ কামনা জানবেন।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক জটিল কবিতা। পাঠোদ্ধার বেশ কষ্টকর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।দুঃখিত,সুপ্রিয় সুহৃদ "শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে শুভ কামনা জানবেন।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়ছি আর মুগ্ধ হচ্ছি। কবিতার প্রতি লাইনে শব্দগুলো যেন নড়েচড়ে উঠছে।
অসাধারণ। +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় রাজপুত্র ভাইয়া।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনেক শুভ কামনা জানবেন।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
নীলপরি বলেছেন: নির্বাসিত আঘাত ফিরে ফিরে আসে।
চিঠির বাকসে স্মৃতিরা বিদ্রুপের হাসি হাসে।
মর্মস্পর্শী লেখা । +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "নীলপরি"।
পাঠে ও মন্তব্যে শুভ কামনা জানবেন।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: "নগর কোটালের সাইরেন ভেদ করে আসে ডাস্টবিনে মানব শিশুর ক্রন্দন"
এটা মানবতার জন্য লজ্জা।
ধন্যবাদ আপনাকে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মামুন ভাইয়া।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনেক শুভ কামনা জানবেন।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: নির্বাসিত আঘাত ফিরে ফিরে আসে।
চিঠির বাকসে স্মৃতিরা বিদ্রুপের হাসি হাসে।
রানীশংকৈলর রাজবাড়ী থেকে ভাওয়ালগড় অসহ্য বেদনায় ডুকরে উঠে। হ্নদয়ের তন্ত্রীতে বেজে উঠে সুর
বসরার গুলাব নয়,
শরাব
শরাব
শরাব চাই সাকী।
জ্বালিয়ে গেল!
কবিতায় প্লাস +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "ভ্রমরের ডানা"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
তানজির খান বলেছেন: নির্জনতা ভেদ করে চিৎকার করে উঠে নেড়ি কুত্তার দল।নগর কোটালের সাইরেন ভেদ করে আসে
ডাস্টবিনে মানব শিশুর ক্রন্দন।সকালে সূর্যের সাথে ডেবিটের ঘরে যোগ হয় আরও একটি দিনের হাহাকার।
পুরো লেখাটাই চমৎকার ছিল। খুব সুখ পেয়েছি পড়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কবি তানজির খান ভাই"।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনেক শুভ কামনা জানবেন।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
তানজির খান বলেছেন: পাসে থাকবার জন্যই বাড়বার ফিরে আসি ভিড় ঠেলে। আমিও যে আপনাদের সাথে থাকবার জন্য তৃষ্ণার্ত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
কল্লোল পথিক বলেছেন: আবারও ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি তানজির খান ভাই।ছিলাম আছি থাকব।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: কঠিন কিন্তু সুন্দর !
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহ্নদ সুমন দা।
আপনাদের ভাল লাগাই আমার ছন্নছাড়া হতাস জীবনের প্রেরনা।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: হাহাকার অার হাহাকার!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সাধু"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
kichu Line touchy hoise.
kudos
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মুন ভাইয়া"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: টানটান উত্তেজনার কথামালা । লেখায় সুন্দর ভিন্নতা আঁকড়ে রাখে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কথাকথিকেথিকথন"।
আপনাদের ভাল লাগাই আমার ছন্নছাড়া জীবনের প্রেরনা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
জেন রসি বলেছেন: বিষাদ, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে এ এক চমৎকার কথামালা।
++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "জেন রসি ভাই"।
আপনাদের ভাল লাগাই আমার ছন্নছাড়া জীবনের প্রেরনা।
অনেক শুভ কামনা জানবেন।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আপনার লেখার আমি একজন গুণমগ্ধ পাঠক সু প্রিয় কল্লোল ভাই । খুব অল্প সময়েই আপনার ব্যপক উন্নতি দেখছি
ভীষণ ভাল লাগা জানবেন।
অদ্ভূত রকমের ভাল লাগা।
+++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "চৌধুরী সাহেব"।
আপনাদের ভাল লাগাই আমার ছন্নছাড়া জীবনের অনুপ্রেরনা।
আপনাদের ভালোবাসায় আমি এখনও বেঁচে আছি।
না হলে কবে....................।
অনেক শুভ কামনা জানবেন।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
নুরএমডিচৌধূরী বলেছেন: বড়ই অভিভুত হইলাম ভাই
কথাটি প্রিয় তে গেথে রাখলাক
কোন দিন কোন কালে যদি ভুলে যান সেদিন
দেখাবো
সু প্রিয় ভাললাগার কবি ভালবাসার কবি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
কল্লোল পথিক বলেছেন: আপনি বলেন প্রথম প্রেম কি ভোলা যায়!
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই আজকে প্রথম আপনার কবিতা পড়লাম জটিল কবিতা আমার দ্বারা এই জটিল প্রকৃতির কবিতা লেখা সম্ভব হবেনা কখনই। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রকাশ দাদা"
অনেক শুভ কামনা জানবেন।
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
মেজদা বলেছেন: এক নিঃশ্বাসে পড়লাম। ভাল লাগলো। ধন্যবাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মেজদা"
অনেক শুভ কামনা জানবেন।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর শব্দ চয়নের বিষাদকাব্য মনন ছুঁয়ে গেল
+++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি"রুদ্র জাহেদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কবিতায় একটা "মোহ মোহ" স্বাদ পাই, স্বাদটা ভীষণ ভাল লাগে।
অসামান্য ভালো থাকুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "চন্দ্ররথা রাজশ্রী"।
অনেক শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
বিজন রয় বলেছেন: আপনার লেখার আমি একজন গুণমগ্ধ পাঠক। ভীষণ একটা টান দিয়ে যায় আপনার লেখা।
অদ্ভূত।
+++++