![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
যার অপেক্ষায় অর্ধযুগ পার করলাম।শুরি খানায় বকেয়া মেটাতে গিয়ে
দেউলিয়া হয়ে গেলাম।
বিশ্বাস করেন তাকে আজ নিলামে তোলা হয়েছে।শুধু পকেটে দুটো টাকা একটা
আধুলী ব্যাতীত কিছু নেই বলে,বিটার হতে পারলাম না।
অথচ যে লোকটি কিনে নিলো তারে সে কি জানে
তার ব্যাকারণ
কোথায়,কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন।
ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থেকে ভাঙ্গা মন নিয়ে।ভর সন্ধ্যা বেলায় অনেকটা পথ পেরিয়ে,
ক্লান্ত শরীরে কত চোখ ফাকি দিয়ে।
এলাম শুরি বিক্রেতা,বিষ্ণু বাগদীর বাড়ী
ওর স্ত্রী মালতী যার শরীর এতটাই ভারী।
দেখতে লাগে খুব অশ্লীল
ঢেলে দিলো দু বোতল।
সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত
অমাবশ্যার রাতে নেই চাঁদ।
আমার শুধু নয় ঐ চাঁদের ও কলংক আছে।নাইবা থাকুক,সে কলংকিনী।ভাঙ্গা খাটিয়া থেকে একটুও
উঠতে ইচ্ছে করে না।
বললেম
একটা ধ্রুপদী গেয়ে শোনাও
সাথে একটুখানি নৃত্য কলা দেখাও।
পকেটে আছে দুটো টাকা একটা আধুলি
সেটা দিয়ে গড়ে নিস একটা মাদুলী।
মালতী ছলছল চোখে তাকিয়ে বলে,বাবু তুই বুঝি বিটে হেরেছিস,
আমি বলি চুপ থাকরে।অভিমানী মালতী বলে।
তবে শোন
লাগবে না আমার মাদুলী
দেখাও তোর পুরুষালী।
জানি না আমি নৃত্য কলা
জানি শুধু ছলাকলা।
বলিস কিরে মালতী!এতোদিন তবে কি দেখাইলি?
বাবু যার আশায় কাটাইলি অর্ধেক জীবন
তার জানিস তুই কতটুকু সমীকরন!
মালতীর কথায় নেশা কেটে যায়।বহুদিন থেকে যাওয়া হয় না শুরিখানায়।আজ দেখি তারে
রিকশায় সেই লোকটির সাথে যে তারে কিনে নিয়েছে নিলামে জিতে।
সেও কি আমার মতো জানে তার
ব্যাকারণ!
কিন্তু জানে না কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "বিজন দা"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনেক অনেক মুগ্ধতা কবিতায়!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় রাণা ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মালতীরে পাইলেন কই ?
আমারও একজন মালতী আছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
মালতী আমার চন্দ্রমূখী।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতাটা পড়ে জমিদার আমলের কিছু দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে।
তবে কবিতা ভাল হইছে!
শুভ কামনা!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয়"টাইগার ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
মিজানুর রহমান মিরান বলেছেন: মুগ্ধ হলাম। ভালো লাগলো, পথিক ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মিরান ভাই"।
পাঠে ও মন্তব্যে শুভ কামনা জানবেন।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার কথা মালা।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কল্লোল ভাই"।
অনেক শুভ কামনা জানবেন।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর, অনুসরণে নিলুম আপনাকে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "প্রোফেসর সাহেব"।
অনেক শুভ কামনা জানবেন।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: ওওও অসাধারণ, আমেজটাই ভিন্ন। দারুণ লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কবি আজাদ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ পথিক ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় অনেক ভাল লাগল । চন্দ্র মুখিরা কি শুধুই নৃত্য কুমারী ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "সুজন ভাই"।
না ভাই এরা ভালোবাসতোও জানে।
অনেক শুভ কামনা জানবেন।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
অগ্নি সারথি বলেছেন: এক কথা অসাধারন!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ"অগ্নি সারথি" ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন ।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
তানজির খান বলেছেন: এক কথায় অসাধারণ দারুণ শব্দে কবিতা ছুটে চলেছে মনের সব গলিতে। খুব ভাল লাগলো, সুখপাঠ্য ছিল কবিতা।
অনেক অনেক শুভকামনা রইল কবি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কবি তানজির খান ভাই"।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুর্দান্ত লেখনি। অসাধারণ হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
মাসুদ মাহামুদ বলেছেন: অসম্ভব ভাল লাগলো...
যে লোকটি কিনে নিলো তারে সে কি জানে
তার ব্যাকারণ
কোথায়,কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "মাসুদ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা। +
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "তনিমা আপু"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার পড়ে মুগ্ধ হলাম ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "শাহাদাৎ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
টোকাই রাজা বলেছেন: দারুন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "টোকাই রাজা"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
প্রামানিক বলেছেন: পড়ে মুগ্ধ হলাম। ধন্যবাদ কল্লোল ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভ কামনা জানবেন।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্বনাশ কল্লোল ভাই! আপনার লেখার শিরোনামেই অবাক আমি! দাড়ি, কমা, সেমিকোলন, চমৎকার ! ভিতরে তো আরো যাদু। কোন পাঠক এর সাধ্য আছে পড়া শেষ না করে ছাড়ে । ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহ্নদ প্রকাশ দাদা।
আপনাদের ভালবাসাই আমার লেখার অনুপ্রেরণা।
সতত শুভ কামনা জানবেন।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
এম.এ.জি তালুকদার বলেছেন: আপনার ছবি দেখে মনে হয়- আপনার নামটি সৌম্য হলে ভালো হতো। আপনার কবিতাখানি আপনার মতোই সুন্দর,ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০
কল্লোল পথিক বলেছেন: সৌম্য কেন ভাই?
ধন্যবাদ সুপ্রিয় "তালুকদার"ভাই।
আপনাদের ভালবাসাই আমার লেখার অনুপ্রেরণা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা
++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি"রুদ্র জাহেদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
আরণ্যক রাখাল বলেছেন: আজ আমি কী মনে করে লিখেছিলাম এটা-
তুমি ঐ যাদের সাথে কথা বলছ হেসে হেসে,
তারা বাৎস্যায়ন পড়েছে? খুলে দেখেছে কোনোদিন বাইবেল
সঙ্গমের? জানে হাউ টু কিস লাইক মি-
যেহেতু আমার চুম্বনেই তুমি মৃত্যু খুঁজে পেতে?
মাই ডিয়ার লেডি, তোমাকে পড়েছি আমি
জন কিটসের কবিতার মতো যেভাবে মোল্লারাও
মুখস্ত করে না কোরানের আয়াত আর এই বসন্তে
তোমাকে আমি পূজা করতে পারি, উচ্চারণ করতে
পারি কিছু শ্লোক যা শোনেনি কেউই।
আর যাদের সাথে তুমি কথা বলছ হেসে,
তাদের সাথে আমি পাঞ্জা লড়তে চাই না,
বরং তাদের জন্য করুণা যেহেতু সহমরণে যেতে
তারা খুব আগ্রহী।
----
আপনার কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের মতো। স্ট্রেটকাট। গদ্য মনে হয় কিন্তু কাব্য অনন্য দক্ষতায় মিশে থাকে লেখাটার দেহের পরতে পরতে।
খুব ভালো লাগেছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় সুহৃদ "আরণ্যক রাখাল"ভাই।
আপনাদের ভালবাসাই আমার লেখার অনুপ্রেরণা।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব অন্যরকম ভাল লাগা স্বাদ পেলাম।
অনেক ভাল থাকবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "চন্দ্ররথা রাজশ্রী"।
অনেক শুভ কামনা জানবেন।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা গান মনে পড়লোঃ অামি নিঃস্ব হয়ে যাবো জানো না, যখন তোমাকে পাবো না!" লেখাটায় পশ্চাদভূমি খুঁজছি!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সাধু"।
আমারে কি রাখবেন শিষ্য করে?
আমি ও আপনার মতো বিবাগী।
অনেক অনেক ভালোবাসা জানবেন।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
দৃষ্টির সীমানায় বলেছেন: ভাল লাগলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ "দৃষ্টির সীমানায়"
অনেক ভালোবাসা জানবেন।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: কাহিণীনির্ভর কবিতা খুব ভাল লাগে । কবিতার বুননটাও বেশ শক্তিশালী । অর্থবহ তো বটেই ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপ্রিয় কথাকথিকেথিকথন।
আপনাদের ভাল লাগা আমার বেহমিয়ান জীবনের পথ চলা।
সতত শুভ কামনা জানবেন।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরণ্যকের কমেন্টে প্লাস।
ওর লেখাটা অসাধারণ সাথে করে আমার কথাগুলো বলে দিয়েছে। আপনার কবিতাগুলো গল্পের প্লেটেও সুঘ্রাণ ছড়াবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১১
কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন রাজপুত্র ভাই?
আপনার ভালোবাসায় আমার এই ছন্নছাড়া জীবনে আশার আলো খুঁজে।
সর্বদা পাশে থাকার জন্য চির কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৯
ম.র.নি বলেছেন: বিটার হতে পারলাম না
বাবু তুই বুঝি বিটে হেরেছিস
বিট মানে কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ম.ব.নি।
বিটার অর্থ নিলামে অংশ গ্রহন কারী বা নিলাম কারী।সেই অর্থে বিট মানে নিলাম।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শেষের লাইন গুলো বড্ড অদ্ভুদ ভালোলাগায় ছুঁয়েছে .........
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় ঈপ্সিতা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
পুলহ বলেছেন: সময় যত গড়িয়েছে, ভালো লাগার অনুভূতিটাও তত গাঢ় হয়েছে... কবিতার শেষে এসে তা মুগ্ধতার চূড়া স্পর্শ করে এককথায় চমৎকার!
শুভকামনা রইলো কবি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় পুলহ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
মুসাফির নামা বলেছেন: অসাধারণ।++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।
৩২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
বিল্রাল বলেছেন: সেও কি আমার মতো জানে তার
ব্যাকারণ!
কিন্তু জানে না কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন
অসাধারণ, আপনার অর্থবহতা আমাকে ................love you bro.
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় বিল্রাল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৩৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০
এম এইচ নাজমুল বলেছেন: এই কবিতাটাই কথা বলছে, আপনি একজন সত্যিকার কবি। কিছু লাইন সত্যিই চোখ ধাঁধানো!
বিশ্বাস করুন মিথ্যে প্রশংসা আমি করি না।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।সুপ্রিয় নাজমুল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
আন্তরিক শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: কমরেড বরাবরের মতো অসাম।
কিছু টাইপো আছে।