নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

কেউ মনে রাখেনি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১


কেউ মনে রাখেনি
যৌবনের বসন্তে মাতাল করা চায়ের আড্ডায় ঝড় তুলে
খুনসুটি করে রফিক একদিন বলেছিল
বন্ধুত্ব চিরদিনের নকশাল বাড়ী হয়ে থাকবে
বছর বছর যার রেশনাই ছড়িয়ে পড়বে।
সে এখন ডানপন্থিদের লিডার
আমার কথা ভাবার সময় কোথায় তার!


এমনকি ফুলমনি পিসি
দেশ ছেড়ে যাওয়ার আগে বলেছিলো"তুই যবনের ছেলে হয়ে
আমাদের জন্য যা করেছিসরে খোকা
তোকে ভুলে যাবো এমন অকৃতজ্ঞ নইরে বোকা"।
মনে রাখা দূরের কথা একটা টেলিফোন আসেনি
রাশ মেলায় কোচ বিহারে দেখে
এমন ভান করেছিল মনে হয় কোনদিন আমাকে দেখেনি।


ব্যর্থ বিপ্লবে কমরেডের রক্তাক্ত দেহে টেনে এনেছিলাম গোপনে
বলেছিল যদি বেঁচে থাকি তোকে মনে রাখবে মনের গহীনে স্বযতনে।
কমরেড এখন থাকে অস্ট্রেলিয়ার সিডনি
কত কাজে ব্যস্ত থাকে আমায় মনে রাখেনি।


মুকতার লুবনার ঘর বাধবার তরে
কত কিছু করেছিলাম
ওদের কি আমার কথা মনে পড়ে!


দাঙ্গায় রাতের আধারে যাদের করেছিলাম পার বর্ডার
তারও কি মনে রেখে দিয়েছিল চিঠি একটি বার।
ছেলে বেলার বন্ধু বিলেতে আছে দেবেশ্বর
কি ভাবে বেঁচে আছি নেইনি আর খবর।

যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কল্লোল ভাই"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এইডা কোনো কবিতা অইলো ........??
দুর মিয়া .........!!!
কি লিখেন এই সব ..........??
চোখের পানি বাইর কইরা দিছেন .............

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
ভাই জীবনের কিছু কষ্টকে কবিতায় ব্যর্থ রুপ দেয়ার চেষ্টা করি।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

সোজোন বাদিয়া বলেছেন: না, না, এতো নিরাশাবাদী হবেন না। অন্তত আপনার কবিতারা তো মনে রাখবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "সোজোন বাদিয়া" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।

মিমু বুবুরা কি এমনি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
জী ভাইয়া ওরা এমনি হয়।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

মিজানুর রহমান মিরান বলেছেন: বয়স আমার কম হলেও, এখন পর্যন্ত যা অতীত হয়েছে, আপনার কবিতা পড়তে পড়তে সেই অতীতে ফিরে গেছি। পুরোপুরি না হলেও কিছুটা অন্তত অন্যভাবে মিলে যায়।

সত্যিই অনেক ভালো লেগেছে....
এই টাইপ আরো কবিতা কি পাবো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মিরান ভাই"।
এ শুধু আমার কবিতা নয় বাস্তবতাও অনেক খানি।
বেঁচে থাকলে লিখবো ভাই।
পাঠে ও মন্তব্যে শুভ কামনা জানবেন।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কেউ মনে রাখেনি :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় রাণা ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।


আপনি দেখি জীবনের অতীত কষ্ট তুলে ধরেছেন। চমৎকার কবিতা। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
আমিতো ভাইয়া অতীত কষ্টের অভিজ্ঞতায় লিখি।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভ কামনা জানবেন।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: কে কাকে মানে রাখে?

+++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "বিজন দা"।
ঠিক বলেছেন দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কল্লোল পথিক

কবিতায় মনে থাকবেন। অবশ্যই।
সুন্দর। +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় রাজপুত্র ভাইয়া।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
জানিনা মনে থাকবে কি না !
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনেক শুভ কামনা জানবেন।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

তানজির খান বলেছেন: কে বোঝে মনের ব্যাথা,
কারে শুনাবো মনের কথা?

কেউ কথা রাখেনি অনুপ্রেরণায় কেউ মনে রাখেনি, ভাল লেগেছে সুন্দর অভিব্যক্তি কবি।
দারুণ এক অনুভূতি ছুয়ে গেলো মন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কবি তানজির খান ভাই"।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা চমৎকার । বেশ ভাল লেগেছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপ্রিয় কথাকথিকেথিকথন।
আপনাদের ভাল লাগা আমার আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা দিন দিন আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি।

শুভকামনা জানবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

মারুফ তারেক বলেছেন: সত্যি খুব
++
শুভকামনা জানবেন কবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মারুফ তারেক ভাই"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মনে রাখার মত হয়েছে।
+++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "চন্দ্ররথা রাজশ্রী"।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

উল্টা দূরবীন বলেছেন: এক কথায় অসাধারণ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনির আদলে লেখা। তবে নিজস্বতা আছে ঢের। বেশ ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় দূরবীন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: কেউ মনে রাখেনা। |-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় মৃদুল শ্রাবন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মান্নাদের 'কফি হাউজের সেই আড্ডা' গানটার কথা বড্ড মনে পড়ছে। পুরো কবিতাটাই মন খারাপ করে দেওয়ার মত! শেষটাতো হৃদয়ের হাহাকারময় মনে হলো!

শুভ কামনা জানবেন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় টাইগার ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "মাসুদ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।
:((

চমৎকার লিখেছেন। ভাললাগা রেখে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "ভুত ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

আহসানের ব্লগ বলেছেন: +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "আহসান ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা জানবেন।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় সুহৃদ "আরণ্যক রাখাল"ভাই।
আপনাদের ভালবাসাই আমার লেখার অনুপ্রেরণা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ কবিতা --- অনেক দিন পরে এমন কবিতা পড়লাম, প্রাণ জুড়িয়ে গেল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় সুহৃদ "লায়লা"আপু।
আপনাদের ভালবাসাই আমার লেখার অনুপ্রেরণা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: করুণ ইতিহাস পড়লাম । অাসলে কেউ মনে রাখে না!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সাধু আমার প্রানের মুর্শিদ।
আমি এক কুলমান হারা পথিক।কেউ মনে রাখেনি আমারে তাইতো
হেটে চলেছি এক বুক অভিমান নিয়ে।
অনেক শুভ কামনা জানবেন।

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: মর্মস্পর্শী । ভালো লাগলো । +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

অন্তু নীল বলেছেন: সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।


অসাধারণ। খুব ভালো লাগল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতার্থ অন্ত নীল ভাই।
অনিঃশেষ শুভ কামন জানবেন।
অনেক অনেক ধন্যবাদ।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

সুদীপ কুমার বলেছেন: ব্যর্থ বিপ্লবে কমরেডের রক্তাক্ত দেহে টেনে এনেছিলাম গোপনে
বলেছিল যদি বেঁচে থাকি তোকে মনে রাখবে মনের গহীনে স্বযতনে।
কমরেড এখন থাকে অস্ট্রেলিয়ার সিডনি
কত কাজে ব্যস্ত থাকে আমায় মনে রাখেনি-সহমত ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুদীপ দাদা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নীলসাধু বলেছেন: ভালো লেগেছে।
বেশ লিখেছেন।

ভাল থাকবেন। নিরন্তর শুভকামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

কল্লোল পথিক বলেছেন: আন্তরিক অভিনন্দন জানবেন সুপ্রিয় কবি।
আপনার মত এক জন মহাজনের অনুপ্রেরনা আমার জীবনে মাইল ফলক হয়ে থাকবে।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।
ভাল থাকবেন সর্বদা।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন:
"কফি হউজের সেই আড্ডাটা আজ আর নেই'""
সেই গানটির , মতদর্শে আপনার কবিতাটি আসলে খুব সুন্দর হইছে।
তারন্য ভরা যৈবন চলে গেলে বুঝা যায় জিবন কতটা মুল্যবান,
আসাধারন শব্দের ঝুংকার,
জিবন আপন গতিতে চলে ।
নতুন বন্দুদের মাঝে পুরনো বন্দুকে খুজে পাইনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নাজরুল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শাহাদাত হোসেন বলেছেন: জীবন তরীতে কারো হাতে সময় নাই সবাই নিজের তরী বাচাঁতে ব্যস্ত ।
কবিতা চমৎকার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় সুহৃদ "শাহাদৎ"ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

কিরমানী লিটন বলেছেন: তবুও তো কিছু কথা ছিল, কেউ একজন, সে কথা রাখেনি অথবা রাখার যোগ্যতা রাখেনা। কারো কারো কোন কথাই থাকে না, মনে রাখার দায়ও... B:-)

প্রিয় কবি, তাদের থেকে অন্তত ভালো আছেন =p~ , শুভকামনা অনেক, সুন্দর ছুঁয়ে যাওয়া নান্দনিক কবিতায় নান্দনিক ভালোলাগা... .. .

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কবি কিরমানী লিটন ভাই"।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

তাসলিমা আক্তার বলেছেন: আমি অনেক পরে কেন? পরে এসেছি বলেই কি অসম্ভব ভালো লাগা নিয়ে গেলাম। লিখতে থাকেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "তাসলিমা আপু"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

নীল কান্না বলেছেন: ভালো লাগলো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় "নীল কান্না"।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


নিম্ন-মধ্যবিত্তরা কচুরী পানার মত স্রোতার টানে দুরে চলে যায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় "চাঁদগাজী ভাই"।
অনেক শুভ কামনা জানবেন।

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

মেজদা বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। সুন্দর লেখনী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।
সুপ্রিয় কবি"মেজদা" ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

এম.এ.জি তালুকদার বলেছেন: প্রখাত সাহিত্যিক সুনীল বাবুর কথা রাখেনি বরুনা,আপনার মিমু! জানিনা কে আগে ? আপনি, নাকি সুনীল বাবু!!! ধন্যবাদ ভাইয়া,ভালো থাকেন!!! আমাকেও দোয়া করবেন।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "তালুকদার ভাই"।
কোথায় সুনীল বাবু!আর কোথায় আমি অধম।

যাক আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

মহা সমন্বয় বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।


সময় আর সময়, সময় পরিবর্তনের সাথে সাথে কতকিছুই না পরিবর্তন হয়ে যায়!!! কিন্তু অনেকেই তা মেনে নিতে পারে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "মহা সমন্বয়" ভাই।
হয়তো ঠিক বলেছেন।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

কালের সময় বলেছেন: বেশ লেখেছেন ভাল লাগল ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "কালের সময়"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

খোলা মনের কথা বলেছেন: লেখাটি ভাল লাগল ভাই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় "খোলা মনের কথা"।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

অগ্নি সারথি বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।
- এমনই হয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "অগ্নি সারথি ভাই"।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

আরাফআহনাফ বলেছেন: কবি,
কেউ মনে রাখে না - চিরন্তন সত্যি। আপনিও ব্যতিক্রম নন।
কমরেড - নিজেকে যেন না ভুলে যান, আপনার স্মৃতি কবিতায় অনুদিত হোক যেন বা জীবনগল্প।

ভালো থাকুন অহর্নিশ।
শুভ কামনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আরাফ আহনাফ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানাবেন।

৪১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

রুদ্র জাহেদ বলেছেন:
যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি।

শেষে এসে আরো বেশি ভালো লাগল।চমৎকার সুন্দর কবিতা
+++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি"রুদ্র জাহেদ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৪২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০০

জেন রসি বলেছেন: সময়ের স্রোতে মানুষও পরিবর্তিত হয়ে যায়। জীবন বাজি রাখা বিপ্লবী হয়ে যায় শোষকের দালাল!

অসাধারন একটি কবিতা পড়লাম।

++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "জেন রসি" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

৪৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

মৌমুমু বলেছেন: যৌবনে ভরা উত্তাল প্রেম যমুনায় পাল তুলে
মিমু বলেছিল এই জীবনে তোমায় কেমনে যাব ভুলে।
সে এখন সুখে আছে হয়ে অন্যের ঘরনী
সব ছিল কথার কথা আমারে মনে রাখেনি। [/sb

দারুন লিখেছেন লাইনগুলো!!
অনেক ভাললাগা রইল আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.