নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

অন্ধ নিরঙ্গম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩


ঘুমহীন চোখে কেটে যায় অমাবস্যার কাল রাত,স্বপ্ন দূর হস্ত একটু তন্দ্রা মেলানো দায়।ভদকার পেয়ালা
উল্টে গিয়ে মেঝেতে ভনভন করে মাছি,সব কিছু উগরে দিয়ে মনে হয় আরও একবার বাঁচি।
ফজরের আজান দরদ ভরা কণ্ঠে ডাকে ঘুম হতে প্রার্থনা উত্তম।কাসঁরের ঘন্টায় শুরু দিনের কীর্তন।
মাছের মত খোলা চোখে আসে সুপ্রভাত
দেয়ালে চিকা মারা সবার জন্য ডালভাত।


বিরক্ত মুখে অবিশ্বাসী আরজ আলীর সুতীব্র চিৎকার"নুহের নৌকা কত বড় ছিল"!বালাই ষাট! সিজদায় মাথা
নুয়ে পড়ি।প্রভু করি ফরিয়াদ,পরানের গহীনে এ কোন আর্তনাদ!
তারে কতদিন পর পাব ফিরে।দিন মাস বছর পেরিয়ে
তাবিজ ভেজানো পানি,চোখ পোড়ে অবিশ্বাসী মন জানে,কিছুই হবে না জানি।

মন দেয় উচাটান
গাঁজার ছিলিমে এক টান।

ধোঁয়া বুদ বুদ করে ঘোরে আকাশে উড়ে,যেখানে দেখেছিল অভাগী স্বর্গের রথ।
অবিশ্বাসী মনে আশার আলো এবার পেয়ে গেছি পথ।
আজ হোক অর্ধযুগের অবসান বিদায় তব নির্বাসন।

আহা!বিশ্বাসীর আশংকা নুহের প্লাবনে আবার ভেসে যাবে সব,মনে আশংকার দোলাচাল কি হবে রব!
তাসের ঘরের মত ভেঙ্গে পড়ি আজন্মের বিছানায়
ঝরা পাতায় মৃত্যুর মর্মর ধ্বনি কে আমায় শোনায়!


শীত নিদ্রায় পড়ে থাকি অসহায়,এতো প্রিয়নামে ডাকি তবু কেউ না বাঁচায়। তোমায় যে কত নামে ডাকি
সে শুধু আমি জানি,রাখে না গো বেলাশেষে অভিমান খানি।তবুও অবিশ্বাসের আশংকায় মন দোলাচাল হিজরত
না বৈরাগ্যে করি সাধন,নয়তো হবে পতন।

আমার অন্তরের গুরু কে জানাই প্রনাম
যার সান্নিধ্য ছাড়া বাঁচে না এ মন প্রান।


মনে মনে প্রভুরে বলি,তব কোন পথে চলি।কার অনুরনে বিবাগে কাটাই জীবন,কেন আসার পথ বন্ধ করে
যাওয়ার পথ খোলা!হাতে একতারা উদাস দুপুরে কাঁধে বহে ঝোলা। হেটে হেটে কত পথ কেটে যায়,কার নির্দেশ,
কোথা হতে আসে বিশ্বাস।


কবে আসে ঈসরাফিলের সিঙ্গায় ফুক,বুক করে ধুক,ধুক।প্রার্থনা,সাধন,প্রাণয়মান,আহ্ণিক,সঙ্গম ছেড়ে
হাজার বছরের পথ চলে খেয়ে ফেলি নিষিদ্ধ গন্ধম
উদাস সুরে বাউলিয়ানায় পথ চলি আমি অন্ধ নিরঙ্গম!

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এই কবিতায় আপনার মুন্সিয়ানার ছাপ পেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: জটিলতা কবিতার প্রাণ। একটু জটিল লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় রাণা ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

মুসাফির নামা বলেছেন: হ্যালো নিরঙ্গম,
অন্ধ হলেও তোমার অন্তর দৃষ্টি ভালো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

মহা সমন্বয় বলেছেন: আগের কমেন্ট ডিলিট হবে।

আমি সক্ষ্য দিতেছি যে এ কোন সাধারণ কবিতা নয় এর প্রতিটি বাক্যে রয়েছে গভীর তৎপর্যময় জ্ঞান কিন্তু অনেকেই তা বুঝতে পারে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

কল্লোল পথিক বলেছেন: যা বলেছেন ভাই!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "দূরবীন ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

মিজানুর রহমান মিরান বলেছেন: মহা সমন্বয় বলেছেন:
আমি সক্ষ্য দিতেছি যে
এ কোন সাধারণ
কবিতা এর প্রতিটে
বাক্যে রয়েছে গভীর
তৎপর্যময় জ্ঞান কিন্তু অনেকেই তা
বুঝতে পারে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন: আপনিও কি মহা সমন্বয় ভাইয়ের মত সাক্ষ্য দিলেন
মিরান ভাই?
নিরন্তর শুভকামনা জানবেন।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মনে মনে প্রভুরে বলি,তব কোন পথে চলি।কার অনুরনে বিবাগে কাটাই জীবন,কেন আসার পথ বন্ধ করে
যাওয়ার পথ খোলা!হাতে একতারা উদাস দুপুরে কাঁধে বহে ঝোলা। হেটে হেটে কত পথ কেটে যায়,কার নির্দেশ,
কোথা হতে আসে বিশ্বাস।


কতটুকু বুঝেছি জানিনা, ভালো লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
বাবু ভাই।
একটু মনযোগ দিলেই বুঝবেন।
নিরন্তর শুভকামনা জানবেন।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

অগ্নি সারথি বলেছেন: মন দেয় উচাটান
গাঁজার ছিলিমে এক টান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "অগ্নি সারথি ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ ভাই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শাহরিয়ার কবীর ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: চোখ দুটো খুব ডিস্টার্ব দিচ্ছে । ডাক্তার দেখিয়েছি । এখন চশমা পরা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে ।
অামাকে প্রাণের মুর্শিদ বানিয়ে দিলেন? বড়ো সম্মানিত বোধ করছি । অামাদের দুজনের অনেক মিল ।
লেখাটা মন ছুঁয়ে গেছে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মুর্শিদ সাধু।
এই জন্য তো আপনি আমার মুর্শিদ।
আমি আপনার শিষ্য।
অনেক শুভ কামনা জানবেন।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,




অনেক ভাবের কথাই উদাস সুরে বলে গেছেন শীত নিদ্রায় পড়ে পড়ে।

শেষের স্তবকটি বেশী ভালো লাগলো ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "আহমেদ জী এস ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল।পাঠোদ্ধার প্রক্রিয়া চলছে ;)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি"রুদ্র জাহেদ ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "ঘুমহীন চোখে কেটে যায় অমাবস্যার কাল রাত,স্বপ্ন দূর হস্ত একটু তন্দ্রা মেলানো দায়।ভদকার পেয়ালা
উল্টো গিয়ে মেঝেতে ভনভন করে মাছি,সব কিছু উগের দিয়ে মনে হয় আরও একবার বাঁচি।"

বেশ ভাল লাগলো।
ভাল থাকবেন

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



দিনে দিনে বাড়ছে ভাবনা, লজিকের জয় হচ্ছে ক্রমে

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"চাঁদগাজী" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

এম.এ.জি তালুকদার বলেছেন: মহা সমন্বয় ভাইয়া সঠিক সমন্বয় করেছেন।আমি সহমত!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"তালুকদার" ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: বাউলিয়ার দিলে ভাল হয় ।ভাল আছো তো ? শোভ রাত

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ দাদা।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: অবারিত কাব্যের সমারোহ।
++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"বিজন"দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

মাসুদ মাহামুদ বলেছেন: আমার অন্তরের গুরু কে জানাই প্রনাম
যার সান্নিধ্য ছাড়া বাঁচে না এ মন প্রান।

বেশ ভাল লাগলো।
ভাল থাকবেন

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মাসুদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

দিয়া আলম বলেছেন: আমার কি সাধ্য এসব বুঝার তাই চুপ :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
সুপ্রিয় সুহৃদ"দিয়া আলম" ।
একটু মনযোগ দিলেই বুঝবেন।
নিরন্তর শুভকামনা জানবেন।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটা আনকমন কবিতা, তবে পড়তে বেশ ভালই লাগলো!
শুভ কামনা জানবেন!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
সুপ্রিয় "টাইগার ভাই" ।
আপনি ও অনেক শুভকামনা জানবেন।

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

তার আর পর নেই… বলেছেন: অন্য কোথাও কি পোস্ট করেছিলেন? ফেসবুকে?

ভাল্লাগছে! +

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

কল্লোল পথিক বলেছেন: না এই প্রথম ।
ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"তার আর পর নেই"।
নিরন্তর শুভকামনা জানবেন।

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: দারুন কবি কল্লোল। এত ভাল লেগেছে প্রকাশ করার ভাষা নেই। কবি হিসেবে পুরাই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আমার পড়া আপনার সেরা লিখা।

বাউলিনায় = বাউলিয়ানা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ নেক্সাস ভাই ।
পাঠে ও মন্তব্যে আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
সর্বদা পাশে থাকবেন এই কামনা করি।
আন্তরিক শুভেচ্ছে গ্রহন করবেন সুপ্রিয় স্বজন।
সর্বদা ভাল থাকবেন।

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মাঝে একটু এলোমেলো লাগল। পড়ার অমনোযোগিতাও হতে পারে। তবে শুরু আর শেষ দারুণ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাজপুত্র"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার পড়লাম।

খুব ভাল লিখেছেন। পড়ে কিছুক্ষণের জন্য অন্য জগতে চুলে গিয়েছিলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"ফেরদৌসা রুহী"।
কষ্ট করে পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সোজোন বাদিয়া বলেছেন: পড়তে খুবই সুন্দর লাগল, কিন্তু অর্থটা তেমন বুঝতে পারিনি। দেখুন তো টাইপো নাকি - 'ঝড়া পাতায়' নাকি 'ঝরা পাতায়'?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"সোজোন বাদিয়া"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আন্তরিক শুভকামনা জানবেন।

২৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর সুদীর্ঘ কবিতা। ভাল লেগেছে ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কথাকথিকেথিকথন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৮| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

ফেরদৌস প্রামানিক বলেছেন: কবিতাটি এমন যে, প্রতিটা লাইনই বলছে, এটি দিয়ে একটি গল্প বানানো সম্ভব। অসম্ভব সুন্দর একটি কবিতা!

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ ফেরদৌস ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভকামনা জানবেন।

২৯| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অত বুঝি না।
তবে মন ছুয়ে গেছে । বুঝিনি অনেক কিছু তারপরও কতকিছু বুঝেছি বুঝিয়ে বলা মুশকিল

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মোস্তফা সোহেল" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩০| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: জটিল কবিতার

বলেছিলাম না
আওনার দার অতি নিকটে
+++++++++++

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "চৌধূরী" ভাই সাহেব।
অনেক দিন পর যে ভাই?
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
আন্তরিক শুভকামনা জানবেন।

৩১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার মান অনেক ভালো।

+++++

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"সাজ্জাদ" ভাই।
আন্তরিক শুভকামনা জানবেন।

৩২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ! খুব ভাল লাগল।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয়"অভ্রনীল" ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৩৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

অর্বাচীন পথিক বলেছেন: সর্বনাশ !!! আপনি তো মহা সুন্দর কবিতা লেখেন :-B

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয়"পথিক" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: মন ভরে পড়ার মত লেখা, খুব ভাল লেগেছে।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি "রাবেয়া রাহীম"।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রামানিক" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:




অনবদ্য +++++++

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.