নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫


এই যে বাবু একটু দাড়াবেন!
মানিক চকোত্তিদের
বাড়ীটা কোথায়,দেখিয়ে দিতে পারেন?

কি মশাই চিনতে পারছেন নাতো
ঔ যে বাংলাদেশ থেকে এসেছিল
দেখতে ঠিক চাষা ভূষা বাঙ্গালদের মতো।

লোকটি ছিল মধ্য পঞ্চাশের বিপত্নীক
সাথে ছিল বিবাহ যোগ্য দুটি মেয়ে
ধনী নয়,ছিলেন ভূমিহীন প্রান্তিক।

সংসারী মোটেই নয়,একেবারে আলাভোলা
এবার চিনেছেন মশাই?
লোকটি কিন্তু ছিলেন,ভীষন দিল খোলা।

তবুও যদি চিনতে না পারেন আরও বলি
৭১ এ যোদ্ধা ছিল
পায়ে তার লেগেছিল একটা গুলি।

ক্রাচে ভর করে হেটে চলেন
আপনাদের দেশে থাকেন
কিন্তু পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলেন।

কথা বলেন কম বটে,মনটা বেজায় নরম
স্টেনগান,এসএমজি চালাতে পারেন
গোঁয়ার মেজাজী লোকটা তখন,ভীষন রকম গরম।

আবার ভাববেন না নকশাল
ভাসানীর ভাবশিষ্য
ছিলেন না তিনি বাকশাল।

বড় মেয়েটি মাধবীলতা আমারেই সমবয়সী
ছোট টি মধুরিমা
আমার দুক্লাশ নিচে পড়ত,কথা বলতো বেশী।

এখন ওরা কোথায় আছে কিছুই জানিনা
কোথায় হারিয়ে গেল
আমার ছেলে বেলার প্রেম মধুরিমা!

ওহ!আরও বলি,স্বাধীন দেশে ধর্মে শুধু হিন্দু ছিল বলে
হঠাৎ এক দিন
বাড়ীটা তার চলে গেল নব্য হানাদারদের দখলে।

বুকভরা অভিমান নিয়ে এখন তিনি রিফিউজী
মার্চ মাস এলে পরে
স্বাধীনতা দিবসে আমরা তারে খুঁজি?

কতটা কষ্ট নিয়ে আছেন নির্বাসনে
কি পেয়েছিল মুক্তিযুদ্ধ করে?
প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে!

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

তাসলিমা আক্তার বলেছেন: যথারীতি চমৎকার কাব্য। শুভেচ্ছা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "তাসলিমা আপু"।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

সুমন কর বলেছেন: কবিতা নয়, যেন গল্প।

কিছু টাইপো আছে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সুমন"দা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: এ তো কবিতা নয় যেন বাস্ততে জীবন কাহিনী পড়লাম। ধন্যবাদ কল্লোল দা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রামানিক" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসামান্য সুন্দর একটা কবিতা যা অনেক ক্ষেত্রে নির্মম বাস্তবতাকেই ধারণ করছে।


সোজা প্রিয়তে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০০

মুসাফির নামা বলেছেন: জীবন চিত্রের চমৎকার কাব্যিক চিত্রায়ন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

৬| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কি অসাধারণ একটা কবিতা লিখলেন!

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামীম ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৭| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতার আবেগটা মানুষের মধ্যে ছড়াক । কেননা ,আমরা বড়ই অসহিষ্ণু হয়ে পড়ছি ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ দাদা।
নিরন্তর শুভকামনা জানবেন।

৮| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: নির্মম সাহসী গল্পে দারুণ কবিতা । বেশ লেগেছে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কথাকথিকেথিকথন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৯| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: স্বদেশি কবিতা।
বিফল প্রশ্ন।

+++++ কমরেড।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"বিজন"দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১০| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা কথা বলে। বরাবর প্রমানিত।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মিরান"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সত্যিই! হৃদয় ছুঁয়ে গেল।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাণা" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

১২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: অসাধারণ ।

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"নীলপরি"।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একটা ছুরি প্রতিনিয়ত বুকটা ফালাফালা করে। আর আমি তৃপ্তি নিয়ে হাসি।

উপমাটা মুগ্ধতা প্রকাশে যথেষ্ট হয় নি।

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রাজপুত্র ভাই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
একটা ছুরি প্রতিনিয়ত বুকটা ফালাফালা করে। আর আমি তৃপ্তি নিয়ে হাসি।
উপমাটা মুগ্ধতা প্রকাশে যথেষ্ট হয় নি।
অনুগ্রহ করে একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

আরাফআহনাফ বলেছেন: "প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে! " এ আমাদেরই ব্যর্থতা, স্বাধীনতার এত বছর পরও।
গল্পের মতো কবিতা নাকি কবিতার মতো গল্প বলবো?
অনেক কথাই বলে গেলেন এক লহমায়।
++++++

অনিঃশেষ ভালো লাগা জানবেন।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"আরাফআহনাফ" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা! ঋজু বক্তব্য, সাবলীল বর্ণনা। লাইক দিলাম।
ছবিটা কার?

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"খায়রুল আহসান"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৬| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

সোজোন বাদিয়া বলেছেন: প্রশংসা করার ভাষা নেই। অসম্ভব সুন্দর এবং জ্বলন্ত একটা থিম। অপরাধ নেবেন না দয়া করে, কয়েকটা টাইপো আছে। ছন্দের কবিতা তো, তাই টাইপো থাকলে খচ করে বেধে ওঠে।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"সোজোন বাদিয়া"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৭| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

মাসুদ মাহামুদ বলেছেন: বুকভরা অভিমান নিয়ে এখন তিনি রিফিউজী
মার্চ মাস এলে পরে
স্বাধীনতা দিবসে আমরা তারে খুঁজি?

কতটা কষ্ট নিয়ে আছেন নির্বাসনে
কি পেয়েছিল মুক্তিযুদ্ধ করে?
প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে!

দারুন লাগছে কবি

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মাসুদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৮| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

নুরএমডিচৌধূরী বলেছেন: মাসুদ মাহামুদ লিখেছেন-
বুকভরা অভিমান নিয়ে এখন তিনি রিফিউজী
মার্চ মাস এলে পরে
স্বাধীনতা দিবসে আমরা তারে খুঁজি?

কতটা কষ্ট নিয়ে আছেন নির্বাসনে
কি পেয়েছিল মুক্তিযুদ্ধ করে?
প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে!
সহমত


দারুন লিখেছেন কবি

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"চৌধুরী"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৯| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ফেরদৌস প্রামানিক বলেছেন: অনেক ভালো একটি কবিতা ! ধন্যবাদ, অনেক অনেক !

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ ফেরদৌস ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:০৩

জুন বলেছেন: অসম্ভব ভালোলাগা কল্লোল পথিক।
+



০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় জুন আপু।
আন্তরিক শুভ কামনা জানবেন।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:১৩

মহা সমন্বয় বলেছেন: বুকভরা অভিমান নিয়ে এখন তিনি রিফিউজী
মার্চ মাস এলে পরে
স্বাধীনতা দিবসে আমরা তারে খুঁজি?

কতটা কষ্ট নিয়ে আছেন নির্বাসনে
কি পেয়েছিল মুক্তিযুদ্ধ করে?
প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে!


:(

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় মহা সমন্বয়।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২০

শায়মা বলেছেন: খুব ভালো লেগেছে ভাইয়া।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪২

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় শায়মা আপু।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

সাহসী সন্তান বলেছেন: ঠিক কবিতা নয়, যেন বাস্তব ঘটনা নিয়ে একটা গল্প পড়লাম! অনেক ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ সুপ্রিয় সাহসী ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

আমিই মিসির আলী বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা।
অনেক ভালো লাগলো।
+

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫২

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় মিসির আলী ভাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

২৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ। +++

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

অযাচিত কালিদাস বলেছেন: সহজ - সুন্দর - সাবলীলতায় অমোঘ সত্য।

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয়"অযাচিত কালিদাস" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.