নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রগ্রহন

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০


নাগরিক যন্ত্রনা শেষে চলে যাই নিষিদ্ধ পানশালায়।কঠিন তরল বায়বীয় সব হাহাকার ঢালি
সুরাপাত্রে।এক নিমিষেই মনের জমিনে জং ধরা কষ্টরা সব পালায়।স্বচ্ছ শরাবে ভাসে তোমার
মুখ,না পাওয়ার বেদনায় মোচর দিয়ে উঠে বুক।

মিমু,মিমু বলে নাম ধরে ডাকি
হা হা করে হাসে সব সাকী।

নগরে এসেছে নতুন মাতাল চার পেগ হয়নি,এখনও তাতেই হয়েছে বেতাল।সেখান থেকে
বেরিয়ে পড়ে,আপন মনে ফুটপাত ধরে হেটে চলি এমন দিন কি ছিল আমার! চার দিক ঘিরে
আছে কবরের অন্ধকার।রাত বাড়ার সাথে সাথে প্রশ্নটা মাথায় ঘুরপাক খায়।কেউ জানতে চায় না,
কিভাবে দিন যায়।

অমাবশ্যার রাতে আমার ঘরে আসে পূর্ণ শশী
খোয়াব নামা মেলে দেখি সুন্দরী অষ্টাদশী।

আমি চিনি সেই নিশীথিনীরে,যারে আমি দেখেছিলাম রত্নাই নদীর তীরে।খেজুর বনের শীতল ছায়ায়,
একদিন ভালবেসেছিলাম কি মায়ায়!

কি এক অজানা কারনে অর্ধযুগের ব্যাবধানে
সে আমায় পাঠিয়েছিল এই নগরে নির্বাসনে।

ট্রাফিক জ্যামে থমকে গেছে জীবন,বুঝতেই পারিনি নিঃশব্দে কবে হয়েছে মরণ।আমার দখিন দুয়ার
খোলা ছিল যার অপেক্ষায়,তার মুখ দেখি এখন খোয়বনামায়।

কত রাত কেটে যায় ঘুমহীনতায়
বুকের জমিনে ধরেছে আজব ঘুন পোকায়।

মরুর তৃষ্ণায় চৌচির বুকের ছাতি,নিকষ অন্ধকারে পড়ে থাকি জ্বলে না কোন বাতি।এই অন্ধকারে হারিয়ে
যেতে,যেতে হঠাৎ মনে পড়ে,যদি এসে আমাকে না পেয়ে ফিরে।মনে হয় নগর ছেড়ে পালিয়ে যাই,যেখানে
একটু প্রশান্তি পাই।এই কংক্রীটের নগরে ঘুরছে না জীবনের চাকা,সব কিছু কেমন যেন লাগে ফাঁকা,ফাকা।

কত কালে হবে আমার অকাল বোধন
নিকষ অন্ধকারে চলছে এখন চন্দ্র গ্রহন!

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: নগরে এসেছে নতুন মাতাল
চার পেগ হয়নি, এখনও তাতেই হয়েছে বেতাল।


দারুণ দারুণ। ধন্যবাদ কল্লোল ভাই।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রামানিক" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

তার আর পর নেই… বলেছেন: সুন্দর! +++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"তার আর পর নেই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: অন্যগুলোর মতো হয়নি। আরো গভীরে যেত চাই।
+++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "বিজন"দা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
কবিতা টা অফিসে বসে লিখেছি।
তাই গভীরে যেতে পারিনি
নিরন্তর শুভকামনা জানবেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতার জগতে হারিয়ে গেলাম। অসাধারণ!

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"মিরান"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

আমিই মিসির আলী বলেছেন: কত কালে হবে আমার অকাল বোধন
নিকষ অন্ধকারে চলছে এখন চন্দ্র গ্রহন


বাহ্! বাহ্।।
চমৎকার।
ভালো লাগলো ভীষন

++++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"মিসির আলী"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কত কালে হবে আমার অকাল বোধন
নিকষ অন্ধকারে চলছে এখন চন্দ্র গ্রহন!


ভালো লেগেছে। তবে বিজন রয়ের সাথে একমত। আপনি যে মানদণ্ড দাঁড় করিয়েছেন আপনার তা স্পর্শ করে নি।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রাজপুত্র"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
ভাই কবিতা টা অফিসে বসে লিখেছি।
তাই অনেক কিছু দিতে পারিনি।
নিরন্তর শুভকামনা জানবেন।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

তাসলিমা আক্তার বলেছেন: কবিতা মূর্তীর মত সামনে দাড়িয়ে আছে। বাক্য, শব্দে, উপমায় মূর্ত। ভালো লাগলো। পানাশালায় নাকি পানশালায় হবে শব্দটি। শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "তাসলিমা"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনেক শুভকামনা জানবেন।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার লিখেছেন।

+++++++++++++

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সুপ্রিয় সুহ্ণদ চন্দ্ররথা রাজশ্রী।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৯| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

সোজোন বাদিয়া বলেছেন: আপনার কবিতায় ওমর খৈয়ামের আঁচ পাচ্ছি। তবে খৈয়াম বড় দুঃখজাগানীয়া।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ সাজেন বাদিয়া ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: এই কংক্রীটের নগরে ঘুরছে না জীবনের চাকা,সব কিছু কেমন যেন লাগে ফাঁকা, ফাকা। -- সুন্দর হয়েছে !!

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সুমন"দা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এমনিতে আপনি অসাধারণ লিখেন। কিন্তু ইদানীং আপনার কবিতায় মদের গন্ধ বেশী পাচ্ছি।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামীম"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভকামনা জানবেন।

১২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

কানিজ রিনা বলেছেন: হা হা হি হি আমাও তাই মনে হচ্ছ।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২০

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

ফারিহা নোভা বলেছেন: অসাধারণ ++ :)

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "নোভা"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভকামনা জানবেন।

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: না পাওয়ার কবিতায় সাধারণত ভাবের মধ্যে হতাশা ডুবে থাকে । কিন্তু আপনার কবিতা কাহিণীরূপে যন্ত্রণার প্রতিটি পদক্ষেপ অঙ্কিত হয়েছে । ভাল লেগেছে ।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কথাকথিকেথিকথন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভকামনা জানবেন।

১৫| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

মাসুদ মাহামুদ বলেছেন: চমৎকার লাগছে কবি

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মাসুদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৬| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

আরাফআহনাফ বলেছেন: "কত কালে হবে আমার অকাল বোধন
নিকষ অন্ধকারে চলছে এখন চন্দ্র গ্রহন!"
চন্দ্র গ্রহন কেটে যাক সহসা!
কবি, এতো ভালো ভালো লিখেছেন যে, আপনার কাছে প্রত্যাশার পারদটা উর্দ্ধমুখীই হয়ে থাকে সবসময়।
তারপরও যথারীতি চমৎকার।

শুভ কামনা।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "আরাফ আহনাফ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভকামনা জানবেন।

১৭| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"কান্ডারী"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৮| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

খোলা মনের কথা বলেছেন: আমি চিনি সেই নিশীথিনীরে,যারে আমি দেখেছিলাম রত্নাই নদীর তীরে।খেজুর বনের শীতল ছায়ায়,
একদিন ভালবেসেছিলাম কি মায়ায়!


লেখাটি সুন্দর হয়েছে ভাই।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "খোলা মনের কথা"।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৯| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন, ভাল লাগল।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "ঢাকাবাসী"ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

২০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

মুসাফির নামা বলেছেন: ব্যাপক ভাল লেগেছে।শুভ কামনা রইল।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

কল্লোল পথিক বলেছেন:








ধন্যবাদ সুপ্রিয় মুসাফির ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল কবিতা। পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেছিলাম

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় সোহেল ভাই ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

অভ্রনীল হৃদয় বলেছেন: অন্যরকম লাগল। শুভকামনা কবি!

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় "অভ্রনীল" ভাই ।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

রিপি বলেছেন:
কত কালে হবে আমার অকাল বোধন
নিকষ অন্ধকারে চলছে এখন চন্দ্র গ্রহন!


বাহ ভাইয়া মন ছুয়ে গেল। :)

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রিপি"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.