নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

যখন তুমি সমুদ্র দেখনি

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬


যখন তুমি সমুদ্র দেখনি!বন্যার জল দেখে বলেছিলে"নাবিক এই বুঝি তোমার সমুদ্র"!
আমি বলেছিলাম ধূর বোকা"সমুদ্র সে তো নীল নোনা জলের সীমাহীন আধার।
যার বিশালতা তোমাকে মুগ্ধ করে রাখবে
তীরের অপেক্ষায় কতকাল চোখ পোড়াবে"।

তুমি এমন বিস্ময়ে
আমার দিকে তাকিয়েছিলে!
আমি সেদিন থেকে তোমার চোখে সমুদ্র দেখেছিলাম।সেই অথৈই নীল কষ্টে বিবর্ন,দিকহারা
নাবিক আমি,আমার জাহাজ আর ভীরে না কোন বন্দরে।
ঝড়ের পূর্বাভাস আসেনি কোন রেডিও সিগন্যালে,তবুও ঝড় উঠে পাল ছিড়ে ক্ষত বিক্ষত,
আমার হৃদয়ে ঘটে রক্তক্ষরণ।অথচ আমি ছিলাম এক দুঃসাহসী জাহাজী।

চোখ পুড়ে নোঙ্গরের অপেক্ষায়,কেটে যায় নিঃসঙ্গ রাত দিন।আশার দোলাচলে আমার হৃদয়
জাহাজ সহ কেঁপে,কেঁপে উঠে।ও চোখে ছিলো না তোমার মধ্য দুপুরের হাসি,ছিলো শুধু নীল জল রাশি।

হায়!আমি কেমন জাহাজী
জানি না নীল সমুদ্রের কুষ্টি পাঁজি।

চারদিকে থৈ থৈ করে নীল জলরাশি,মরুর তৃষ্ণায় বুক ফাটে,আকাশে উঠে না পূর্ণ শশী।
এখনও মধ্যরাতে
ঘুম ভেঙ্গে উঠি সেই সমুদ্রের গর্জনে,আমার বুকের ভেতর মোচর দিয়ে উঠে।

নীল কষ্ট বুকে আমার,চোখ ভেজে নোনা জলে
হারিয়ে যেতে বসেছি আমি সমুদ্রের অতলে।

তবুও আমি গল্পটা বার,বার তোমাকে শোনাই,তোমার চোখে সমুদ্র দেখি।সমুদ্র সঙ্গমে মেতে উঠতে চাই,
এক বুক পিপাসায় সমুদ্র পানে চেয়ে থাকি।নীল কষ্ট আমাকে খুড়ে,খুড়ে খায়।তার পরও তোমাকে ভালোবাসি
তোমার অতল গহবর থেকে সেচে আনতে চাই আমার সব হারানো ভালোবাসা।যে সমুদ্রের গল্প শুনে
একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান!

মন্তব্য ৮৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কবিতায় অনেক অনেক মুগ্ধতা। সাধু উত্তর দেন, আর কতকাল তীরের অপেক্ষায় চোখ পোড়াবো?

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাণা" ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: পরে কথা বলবো।
+++++

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "বিজন"দা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

মিজানুর রহমান মিরান বলেছেন: তুমি এমন বিস্ময়ে
আমার দিকে তাকিয়েছিলে!
আমি সেদিন থেকে তোমার চোখে সমুদ্র
দেখেছিলাম।

অনেক ভালো লাগলো কথাগুলো। পুরো কবিতা জুড়েই ভালোলাগা।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয়"মিরান"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

সোজোন বাদিয়া বলেছেন: মোহময়, নীল, স্বপ্নীল ভালবাসা অনুভব করা যায়। তবে আমার জন্য কিছুটা দুর্বোধ্য, গুরু।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সোজোন বাদিয়া"।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৫| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর । অনেক অনেক শুভ কামনা রইল কবির জন্য

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"সোহেল"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৬| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

মুসাফির নামা বলেছেন: সরল ভাষায় কাব্যিকতা।এই জন্য ভাল লাগে।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মুসাফির"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৭| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

ঘনায়মান মেঘ বলেছেন: বাহঃ দারুন।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"ঘনায়মান মেঘ"।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৮| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয়"কথাকথিকেথিকথন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৯| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

বিল্রাল বলেছেন: আমি সেদিন থেকে তোমার চোখে সমুদ্র দেখেছিলাম।সেই অথৈই নীল কষ্টে বিবর্ন হয়ে
দিকহারা নাবিক আমি,আমার জাহাজ আর ভীরে না কোন বন্দরে।
ঝড়ের পূর্বাভাস আসেনি কোন রেডিও সিগন্যালে,তবুও ঝড় উঠে পাল ছিড়ে ক্ষত বিক্ষত
আমার হ্ণদয়ে ঘটে রক্তক্ষরণ।অথচ আমি ছিলাম এক দুঃসাহসী জাহাজী....................
..........................................................আমি পারবো না এমন দুঃসাহসী জাহাজী হতে খুব ভালো লাগলো

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"বিল্রাল"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১০| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক সুন্দর হইছে। ভালো লাগলো।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"শামীম"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

১১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় "শামছুল"ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১২| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো। শুভকামনা।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"দূরবীন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

১৩| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মো: ইমরান আল হাদী বলেছেন: তীরের অপেক্ষায় কতকাল চোখ পোড়াবে"। অনেক ভাল লাগল, শুভেচ্ছা রইল কবি।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় "ইমরান"ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৪| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:




সমুদ্র সমান মুগ্ধতা। +

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাজপুত্র"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

১৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

তাসলিমা আক্তার বলেছেন: অনেক ভালোলাগাময় একটি কবিতা। সুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"তাসলিমা"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,



যখন তুমি সমুদ্র দেখনি ! বন্যার জল দেখে বলেছিলে"নাবিক এই বুঝি তোমার সমুদ্র"!

কবিতার খোলে এই একটি লাইনই হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে পড়ে থাকা এক দুঃসাহসী জাহাজীর সমুদ্রযাত্রার সবটুকু সম্বল।
এই লাইনটিই মনে হয় সমগ্র কবিতায় তুলে দিয়েছে পাল , ছেড়ে গেছে জাহাজ বন্দর ছেড়ে ...............।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"আহমেদ জী এস"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

১৭| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

রাফি বিন শাহাদৎ বলেছেন: ভাল ছিল ভাই :-)

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৯

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয়"রাফি"ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"জ্যোস্নার ফুল"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

সুমন কর বলেছেন: আপনার লেখা ইদানিং সময়ে বেস্ট কবিতা। ভালো লাগা রইলো।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"সুমন"দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সতত শুভকামনা জানবেন।

২০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২

মানসী বলেছেন: সমুদ্রে ডুবে যাওয়া, আবার সেই সমুদ্র থেকেই উঠে আসা। বুকের সমুদ্র আর নোনা জল গোপন ক'রে আর এক নোনাজলের সমুদ্রে হারিয়ে পাবার দুর্নিবার আকাঙ্খা। সমুদ্রের খোঁজ যার চোখে তার কাছ থেকেই সমুদ্র পাওয়া, সব মিলে "দিশেহারা রাজপুত্রের" মতোই

সমুদ্র সমান মুগ্ধতা। +

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মানসী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: "এখনও মধ্যরাতে
ঘুম ভেঙ্গে উঠি সেই সমুদ্রের গর্জনে,আমার বুকের ভেতর মোচর দিয়ে উঠে।
নীল কষ্ট বুকে আমার,চোখ ভেজে নোনা জলে
হারিয়ে যেতে বসেছি আমি সমুদ্রের অতলে।" বিরহ ছুঁয়ে গেলো ।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ আমার প্রাণের"মুর্শিদ"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব সুন্দর কবিতা। খুব ভাল লাগলো।
++++++++++

"আমি বলেছিলাম দূর বোকা"সমুদ্র সে তো নীল নোনা জলের সীমাহীন আধার। "

এখানে কি "ধূর" হবে?

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৫

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লেখনী প্রিয়।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"শুভ্র বিকেল"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

২৪| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৪

জুন বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা ।
+

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"জুন"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৫| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার এরচে ভাল লেখা আগে পড়িনি A+++++++ , তবে কবিতাটা আর কিছুটা ছোট করতে তবে বোধকরি আর ভাল হতো ।প্রথম দিকটা তো পেশাদার কবিদের মত

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"দেবজ্যোতিকাজল"দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

২৬| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!

মুগ্ধতা একরাশ....................

+++++++++++++++++++++++++

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"বিদ্রোহী"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

২৭| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১২

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন ++++++

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয়"ডাঃ শরীফুল"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৮| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা
+++

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রুদ্র জাহেদ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

২৯| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রায় সব গুলো কবিতাই অনেকটা গল্পের মত লাগে। এই কবিতাটাও অনেক ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সাহসী সন্তান"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
আন্তরিক শুভকামনা জানবেন।

৩০| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "আরণ্যক রাখাল"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৩১| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "প্রামানিক"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৩২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: একটা লাইক ছিল আমার কাছে তা দিয়ে গেলাম। ধন্যবাদ ভাই

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শাহরিয়ার কবীর"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৩৩| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন: সমুদ্র অভিযান খুব ভাল লেগেছে। নাবিকের হাহাকার নাবিক বোঝে!


কবিতায় প্লাস +

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"ভ্রমরের ডানা"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৪| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মহা সমন্বয় বলেছেন: তবুও আমি গল্পটা বার,বার তোমাকে শোনাই,তোমার চোখে সমুদ্র দেখি।সমুদ্র সঙ্গমে মেতে উঠতে চাই,
এক বুক পিপাসায় সমুদ্র পানে চেয়ে থাকি।নীল কষ্ট আমাকে খুড়ে,খুড়ে খায়।তার পরও তোমাকে ভালোবাসি
তোমার অতল গহবর থেকে সেচে আনতে চাই আমার সব হারানো ভালোবাসা।যে সমুদ্রের গল্প শুনে
একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান!


:) :D B-)

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মহা সমন্বয়"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"নীল পরি"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

ধূলো জমা চিঠি বলেছেন: তবুও আমি গল্পটা বার,বার তোমাকে শোনাই,তোমার চোখে সমুদ্র দেখি।সমুদ্র সঙ্গমে মেতে উঠতে চাই,
এক বুক পিপাসায় সমুদ্র পানে চেয়ে থাকি।নীল কষ্ট আমাকে খুড়ে,খুড়ে খায়।তার পরও তোমাকে ভালোবাসি
তোমার অতল গহবর থেকে সেচে আনতে চাই আমার সব হারানো ভালোবাসা।যে সমুদ্রের গল্প শুনে
একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান!



তোমার অতল গহবর থেকে সেচে আনতে চাই আমার সব হারানো ভালোবাসা।

সেচেই না হয় নিয়ে আসুন ভাই। সাথে মুক্ত সহ ঝিনুক। ভালো থাকুন ভাই পথিক, শুভ কামনা।






০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"ধূলো জমা চিঠি"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিশেষ শুভকামনা জানবেন।

৩৭| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয়"কাবিল"ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৩৮| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

এমএইচডি বলেছেন: ভাল লাগলো ++++++++

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ।সুপ্রিয়"এম এইচডি"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

৩৯| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

আরাফআহনাফ বলেছেন: "একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান! "

সমুদ্রের অভিধান না জেনে কি এ ধরনের কবিতা লেখা সম্ভব?
হয়তো যায় কিন্তু আমি বিশ্বাস করি না।
++++++
ভালো থাকবেন কবি - নিরন্তর।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

কল্লোল পথিক বলেছেন:







ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"আরাফআহনাফ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।


৪০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

এম.এ.জি তালুকদার বলেছেন: আপনার লেখাগুলো আপনারই মতো সুন্দর ।- শান্ত শিষ্ট ভদ্র। আপনাকে এবং আপনার লেখাকে অনেক অনেক ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাজপুত্র"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৪১| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


তার পরও তোমাকে ভালোবাসি
তোমার অতল গহবর থেকে সেচে আনতে চাই আমার সব হারানো ভালোবাসা। যে সমুদ্রের গল্প শুনে
একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান!



কবিতা ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"সোনাবীজ:অথবা ধুলোবালিছাই"।
নিরন্তর শুভকামনা জানবেন।

৪২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

ফেরদৌস প্রামানিক বলেছেন: তবুও আমি এরকম কবিতার সমুদ্রেই যেতে চাই!

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"ফেরদৌস"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৪৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: একদিন তুমি আমায় করেছিল মাল্যদান
আমিতো জানিনা সখী সমুদ্রের অভিধান!

কিছু বলার নেই।
++++

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ বিজন ভাই।

৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: "নীল কষ্ট বুকে আমার,চোখ ভেজে নোনা জলে
হারিয়ে যেতে বসেছি আমি সমুদ্রের অতলে"।

অসাধারণ কবি। এত সুন্দর পরিচন্ন লেখা মন ভরে গেল। শুভ কামনা রইল প্রিয় কবি।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"আরেফীন"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.