![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
যদি কখনও সকালের চায়ের টেবিলে
আমাকে মনে পড়ে
রুটি আর অমলেট টুকু ফেলে দিও না।
মধ্যরাতের ট্রেনের হুইসেল শুনে,ভেবো না
আমি ফিরে এসেছি।
আমার সব অভিমান শেষ রাত্রির কাছে জমা রেখে,আমি আছি,তুমি আর
তোমাদের থেকে অনেক দূরে।
উদাস দুপুরে জানালার পর্দা নামিয়ে রেখো
যাতে আসে না কোন স্মৃতির ধুলো।
শ্রাবণের বর্ষায় যদি ভুলেও চোখে জল আসে,আঙ্গিনায় নেমে করো বৃষ্টি স্নান
ধুয়ে যাবে সব মনের গহীনে জমানো বিষন্ন মেঘমালা।
সব ভুলে যেও তুমি সমুদ্র থেকে
ভাওয়ালের শাল মহুয়ার মায়াবী জ্যোৎস্না রাত।
কোন মাতালের
মাদকতা মেশানো কবিতায় হয়ে যেও না ব্যাকুল।
কখনও ফাল্গুনের রাতে
খুনসুটিতে মেতে উঠো না,
অনেক কথা মনে পড়বে,তার চেয়ে বরং তুমি স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়ো।
ভুলেও তুমি রেখ না,কোন পুরনো চিঠি
এখনি ছিড়ে ফেল
উড়িয়ে দাও বারোয়ারি আকাশে!
দূরন্ত বাইকের পিছনে উঠো না তুমি,ভেসে যাবে স্মৃতির ভেলায়
সুমি,প্রতাপ,সন্তোষের সাথে করো না দেখা
ওরা তোমায় কলংকিনী বলে,তাচ্ছিল্য করবে অবহেলায়।
লাল পেড়ে সাদা শাড়ি,কপালে লাল টিপ
পরো না পরবে না তুমি!বুক কাঁপবে ঢিপ ঢিপ।
ধনে পুত্রে বাড়ুক তোমার সংসার
এই নিয়ে কর তুমি অহংকার।
এ আমার অভিশাপ নয়,একান্ত আশীর্বাদ
সব ভুলে সুখে থেকো তুমি,
আমার মত জীবন করো না বরবাদ!
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুমন দাদা।
আন্তরিক শুভ কামনা জানবেন।
২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
মিজানুর রহমান মিরান বলেছেন: এইরকম, এই রকমই একটা কবিতা খুঁজছিলাম! ধন্যবাদ সুপ্রিয় পথিক ভাই।
কবিতায় +++++
প্রিয় তে নিলাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
আপনার ভাল লেগেছে জেনে হাজার কষ্টের মাঝেও।
একটু খানি সুখের ছোয়া পেলাম।
ভাল থাকবেন প্রিয় ভাই বন্ধু স্বজন।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২
সোজোন বাদিয়া বলেছেন: রূপকল্পগুলো খুবই কাব্যময় হয়েছে গুরু; এবং আমার কাছে খুবই বোধগম্য। প্রিয়তে রাখলাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শিষ্য সাজেন বাদিয়া ভাই।
আপনাদের ভাল লাগাই আমার কবিতা লেখার প্রেরণা।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার পথিক ভাই!!
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় অগ্নি কল্লোল ভাই।
সতত শুভ কামনা জানবেন।
৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: আপনার সব কবিতাই আমার ভাল লাগে। ধন্যবাদ কল্লোল ভাই।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় প্রামানিক ভাইয়া।
আপনাদের উৎস আমার লেখার প্রেরণা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২
আমিই মিসির আলী বলেছেন: Bah!
মুগ্ধ হইলাম ভাই!
+
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় মিসির আলী ভাই।
আপনার মত প্রিয় মানুষকে সর্বদা পাশে চাই।
৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন অনুভূতির কথা । দারুণ কবিতা । একেই তো বলে সত্যিকারের প্রেম ।
অনেক অনেক শুভেচ্ছা ।
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ গুলশান কিবরিয়া আপু।
যাকে নিয়ে লেখা এ কবিতা।তাকে আমি সত্যিকার অর্থেই ভালবেসেছিলাম।জানি আর আমার হবে না।
তার পরও আজও তার অপেক্ষায় কাটে দিন।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ ভাই
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শাহরিয়ার কবীর ভাই।
আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা।
সতত শুভ কামনা জানবেন।
৯| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯
শামছুল ইসলাম বলেছেন: কবিতার কথা গুলো মন ছুঁয়েছে।
১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় শামছুল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
মুসাফির নামা বলেছেন: প্রাঞ্জলতার জন্য সবসময় আপনার কবিতা ভাল লাগে।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
নাজমুস সাকিব রহমান বলেছেন: ভালো লেগেছে। সহজ, সুন্দর।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় নাজমুস সাকিব ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি দীপংকর চন্দ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
ফেরদৌস প্রামানিক বলেছেন: ভাই, আমিও প্রিয়তে না নিয়ে পারলাম না!
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় ফেরদৌস ভাই।
আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা।
সতত শুভ কামনা জানবেন।
১৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪
জেন রসি বলেছেন: ভালো লেগেছে।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় জেন রসি ভাই।
আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা।
আন্তরিক শুভ কামনা জানবেন।
১৫| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৮
রাফি বিন শাহাদৎ বলেছেন: পূজনীয় :-)
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় রাফি ভাই।
সতত শুভ কামনা জানবেন।
১৬| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন:
মধ্যরাতের ট্রেনের হুইসেল শুনে ভেবো না
আমি ফিরে এসেছি।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম...... দোয়া সব সময়।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন
১৭| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
শ. ম. দীদার বলেছেন: উস্তাদ! খুব চমৎকার হয়েছে। যেস সময়টায় পড়ছিলাম সে সময়ের সাথে কবিতায় উঠে আসা কিছু সময়ের মধ্যে মিলা থাকায় বোধয় আরো খুব কাছে থেকে অনুভব করলাম। ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় দীদার ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
রিপি বলেছেন:
ধনে পুত্রে বাড়ুক তোমার সংসার
এই নিয়ে কর তুমি অহংকার।
এ আমার অভিশাপ নয় একান্ত আশীর্বাদ
তবুওতুৃমি দিও না আমায় অপবাদ
খুবই চমৎকার লিখেছেন কল্লোল পথিক ভাইয়া।
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় রিপি আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন
১৯| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উড়ে দাও বারোয়ারি আকাশে!
উড়িয়ে হবে নাকি?
কবিতায় বিশুদ্ধ প্রেমস্পর্শানুভূতি। দারুণ। অনেক অনেক ভালোলাগা।
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "রাজপুত্র" ভাই।
পাঠে,মন্তব্যে ও পরামর্শে কৃতার্থ।
আন্তিরক শুভ কামনা জানবেন
২০| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে ছবিটার সফেন ঢেউ এর দিকে তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টিটা ঝাপসা হয়ে এলো। বুকটাও মোচড় দিয়ে উঠলো। শেষ স্তবকটা রীতিমত নাড়া দিয়ে গেলো। এখানেই কবিতার সফলতা।
এ আমার অভিশাপ নয় একান্ত আশীর্বাদ
তবুওতুৃমি দিও না আমায় অপবাদ। -- খুব সুন্দর!
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "খায়রুল আহসান" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আন্তিরক শুভ কামনা জানবেন।
২১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
তাসলিমা আক্তার বলেছেন: এত সুন্দর যার অনুভূতী সে কেন ছেড়ে চলে গেলো তার প্রিয়তমাকে। আহা, মন খারাপ হয়ে গেলো। কবিতা ভালো লেগেছে। কস্ট কস্ট ভালোলাগা।
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "তাসলিমা"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আমার কপালটাই এমন আপু,
আন্তরিক শুভ কামনা জানবেন।
২২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭
দিয়া আলম বলেছেন: সত্যি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে কবিতা কল্লোল ভাইয়া,
ঐ আপুটাকে আর দেখিনা কেন? উনি আসেনা কেন?
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "তাসলিমা"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সে চলে গেছে আমায় ছেড়ে
ফিরে আর আসবে না ঘরে।
২৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "নীলপরি"আপু।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আন্তিরক শুভ কামনা জানবেন।
২৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কবিতাগুলো বড় নচ্ছার হয়, শেষ হয়েও আবেশটা থেকে যায় অনেকক্ষণ।
খুব বেশি ভাল, শুধু লাস্ট লাইনটা একটু কম ভাল লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় "চন্দ্ররথা রাজশ্রী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ইস আপনার মত যদি কবিতা লিখতে পারতাম। আপনার কবিতা পড়লে এটাই মনে হয় আমার।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সোহেল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৬| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
মহা সমন্বয় বলেছেন: ছবিটা অনেক সুন্দর, মুখ দেখা যাচ্ছে না কিন্তু নাক দেখা যাচ্ছে।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"মহাসমন্বয়" ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন
২৭| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় মুগ্ধতা। ছবিটা কার ভ্রাতা ?
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"কান্ডারি" ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন ।
ভাই ছবিটা আর যাই হোক,তার ছবি দিতে পারলাম না।
২৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
বিজন রয় বলেছেন: আপনার কবিতা এত টানে কেন জানিনা।
মুগ্ধ হই সবসময়।
লেখা ছেড়ে দিবেন না কখনো।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"বিজন"দাদা।
আপনাদের ভালবাসা,আর আমার ব্যাক্তি জীবনের ঘাত প্রতিঘাত আমার কবিতা লেখার অনুপ্রেরনা।
অকৃত্রিম শুভ কামনা জানবেন ।
২৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:২৬
রুদ্র জাহেদ বলেছেন: ধনে পুত্রে বাড়ুক তোমার সংসার
এই নিয়ে কর তুমি অহংকার।
এ আমার অভিশাপ নয়,একান্ত আশীর্বাদ
সব ভুলে সুখে থেকো তুমি,
আমার মত জীবন করো না বরবাদ!
অসাধারন সুন্দর। মানুষকে ভালোবেসে এমনটাই প্রার্থনা করতে হয় কী'বা করার থাকে একসময়!
+++
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"রুদ্র জাহেদ" ভাই।
ঠিক বলেছেন ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন ভাই।
৩০| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার সব অভিমান শেষ রাত্রির কাছে জমা রেখে,আমি আছি,তুমি আর
তোমাদের থেকে অনেক দূরে।
কি গভীর অভিমান কবি! অসাধারণ! মুগ্ধ হলাম।
চোখে কি যেন একটা পড়েছে!!!
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"শামীম" ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩১| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: কবি! এই ভালবাসার খদ্দেররা বরই বোকা! মসলিন চিনে না তবে পাখি ড্রেস চিনে!
হা হা হা!
জমজমাট কবিতায় প্লাস!
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"ভ্রমরের ডানা"।
ঠিক বলেছেন,আমিওএই ভালবাসার খদ্দের।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৫
নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ! বেশ বেশ + + +
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ বোন সুপ্রিয়"নান্দনিক নন্দিনী"।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৩৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০
কালনী নদী বলেছেন: এ যেন শ্বাসত প্রেমের কাব্য!
অনেক সুন্দর হইছে ভাইয়া
তবে কবিতার চেয়েও সুন্দর আপনার মন, তাইত প্রেমের সুন্দর্য আসছে আপনার লিখনিতে-
ধনে পুত্রে বাড়ুক তোমার সংসার
এই নিয়ে কর তুমি অহংকার।
এ আমার অভিশাপ নয়,একান্ত আশীর্বাদ
সব ভুলে সুখে থেকো তুমি,
আমার মত জীবন করো না বরবাদ!
ভালো থাকেন আমাদেরকে আর সুন্দর কবিতা উপহার দেন। এই কামনায়!
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই সুপ্রিয়"কালনী নদী"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩৪| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১০
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
যে ঘোরলাগা কথামালা সাজিয়ে শুরুটা , শুরু করেছিলেন ; হেটে গেছেন মাঝের পথটুকুও সে ঘোরলাগাটুকু আর থাকেনি শেষের স্তবকটিতে । ( একান্তই আমার বিবেচনা )
কেমন যেন জোর করে ঢুকিয়ে দিয়েছেন এখানে । অন্য স্তবকগুলোর ষ্টাইলে লিখলে মনে হয় সর্বাঙ্গ সুন্দর হতো ।
ভালো লাগা ।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আহমেদ জী এস"ভাই।
ঠিক তা নয়।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন
৩৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
এম.এ.জি তালুকদার বলেছেন: ভাইজান, ভালোলাগা রইলো।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"তালুকদার"ভাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৩৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
আরাফআহনাফ বলেছেন: "এ আমার অভিশাপ নয়,একান্ত আশীর্বাদ
সব ভুলে সুখে থেকো তুমি,
আমার মত জীবন করো না বরবাদ!"
কবি আপনার জীবন বরবাদ কে বলে? এমন সুন্দর করে যে প্রকাশ করতে পারে সে তো অসামান্য।
ত্যাগ সবসময়ই কঠিন তবে অনেক কিছু দিয়েও যায় - জীবনে।
সাযুজ্যতার কারণে:
আজ থেকে ২২ বছর আগের লেখা নিচের এই কথামালা যেন আপনার কবিতা ভাব।
(এ কথামালা পরবর্তীতে গান এ রূপান্তরিত হয়েছিলো)
"তুমি সুখে আছ জেনে আমি সুখী হলাম
নিয়তির এ খেলায় না হয় হেরে গেলাম
তবুও সুখী তুমি - জেনে গেলাম
এখনো ভুলিনি তোমায় জানিয়ে গেলাম।
সারাটা জীবন ভালোবেসে তোমায়
সুখেরি স্বপ্ন দেখেছিলাম
তুমি সুখ পেলে - আমি না হয় দু:খ পেলাম
স্বপ্ন আমার স্বপ্নই রইলো
দু:খ আমার চির সাথী হলো
আছো তুমি সুখে - সান্তনা এটুকুই পেলাম। "
ভালো থাকবেন অনেক অনেক - সব দু:খ দূরে সরিয়ে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আরাফআহনাফ"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩৭| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০
নিলিমার নীল বলেছেন: সুনদর কবিতা ।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ নিলিমার নীল
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় কল্লোল পথিক ভাই
"আমার সব অভিমান শেষ রাত্রির কাছে জমা রেখে,
আমি আছি,তুমি আর
তোমাদের থেকে অনেক দূরে"।
খুব সুন্দর আবেগের সুন্দর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। খুব ভাল লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ "আরেফীন"ভাই
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫
ফরিদ আহমাদ বলেছেন: ৩৬ তম কমেন্টে বলা হয়ে গেছে সব।
আহা, ভালো রাখার কত প্রচেষ্টা!
মুগ্ধতা রেখে গেলাম কবি।
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮
কল্লোল পথিক বলেছেন:
কি করবেন ভাই।
একটা সময় মনের মানুষকে ভালোবেসে এমনটাই প্রার্থনা করতে হয়।
কী'বা করার থাকে একসময়!
৪০| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।