![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
প্রদোষ কালে সঙ্গমরত যুবতী জোৎস্না
আঁধ ফালি চাঁদ ঝুলে থাকে কেউ জানে না।
রৌদ্রজ্জল দুপুর কিংবা
পৌঢ় অতীত পড়ে থাকে পোড়া বাড়ীর উঠানে
প্রগলভার অভিসার জমে অবাক বৃন্দাবনে!
ক্যাথলিক চার্চের ঘন্টা বাজে রবিবার সকালে
আমিও এসেছিলাম রাতে অথবা নিদারুন অকালে।
একটি স্বপ্ন খুন হয়ে যায় মধ্য দুপুর বেলা
সোনালী বিকেল চুরি করে রঙ্গের হোলি খেলা।
কৌটায় একটা ভোমর ছিল কেউ দেখেনি
যুবতী জোৎস্না গর্ভবতী হয়েছে মধ্য রজনী।
কদম তলায় এর পরেও কি বাঁশি বেজেছিল
রায় বাবুদের বৈঠক খানায় কে বলেছিল?
শুড়িখানায় মাতাল হয়ে ফিরছিলাম আমি কৃষ্ণ পক্ষের রাতে
পোড়া বাড়ীর উঠানে জোৎস্নার লাশ,চাঁদ ছিল না সাথে।
রাহুর গ্রাসে চাঁদ হারিয়েছে নিটোল জোৎস্না
বিরহী চাঁদ আছে তোমার কত যন্ত্রণা।
যমুনার জল ঘোলা যদি কোথায় যায় রাই
ও জোৎস্না ঘুমিয়ে থাক,চাঁদ আর নাই।
কৌটার ভোমর উড়িয়ে গেছে অন্য আরেক ফুলে
গল্পটা এখন সবাই বলে চোখের জল ফেলে!
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ বিজন দা।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: যেমন শিরোনাম তেমন কবিতা!!
অসাম অসাম।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
কল্লোল পথিক বলেছেন:
আবারও ধন্যবাদ।
৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
বিজন রয় বলেছেন: প্রদোষ কালে সঙ্গমরত যুবতী জোৎস্না, ???
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
কল্লোল পথিক বলেছেন:
সুপ্রিয় বিজন দা
আপনার অনুপ্রেরনা আমাকে সব সময় উৎস জোগায়।
৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: গল্পটা এখন সবাই বলে চোখের জল ফেলে।
এটাই জীবনের শেষ পরিণতি।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৫| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭
তার আর পর নেই… বলেছেন: মোটামুটি লেগেছে।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ"তার আর পর নেই"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
দুঃখিত আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯
মুসাফির নামা বলেছেন: চমৎকার কবিতা।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
কল্লোল পথিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ"মুসাফির ভাই"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
দুঃখিত আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
৭| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চমৎকার! চমৎকার!!
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ"শামীম" ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত ভাই।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
রাজু বলেছেন: বেসম্ভব সুন্দর কবিতা.
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ '"রাজু" ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি"সুমন" ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
১০| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২
তাসলিমা আক্তার বলেছেন: ভালো লাগলো।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"তাসলিমা"আপু।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত আপু।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
১১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দূর মিয়া! এইডা কোনো কথা কইলেন?
লেখা ভালো লাগলে মন্তব্য করবেন না লাগলে করবেন না। এতে দুঃখ প্রকাশ করার কি হলো?
তবে আপনি কি কারও পোষ্টেই মন্তব্য করতে পারছেন না? কোনো সমস্যা?
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
কল্লোল পথিক বলেছেন:
না ভাই আমি কারও পোষ্টেই মন্তব্য করতে পারছি না।
১২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে পথিক।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"রাজপুত্র"ভাই।
আপনার অনুপ্রেরনা আমাকে সব সময় উৎস জোগায়।
কিন্তু আন্তরিক ভাবে দুঃখিত ভাই।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
১৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
সোজোন বাদিয়া বলেছেন: যমুনার জল ঘোলা যদি কোথায় যায় রাই
ও জোৎস্না ঘুমিয়ে থাক চাঁদ আর নাই।
কৌটার ভোমর উড়িয়ে গেছে অন্য আরেক ফুলে
গল্পটা এখন সবাই বলে চোখের জল ফেলে!
-কাব্যময়, তবে বেদনার। যদি বুঝতে পেরে থাকি । বেশ কিছুদিন মিস করছিলাম গুরু। ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"সোজোন বাদিয়া "ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
হা ভাই বেশ কিছু দিন বাহিরে ব্যস্ত ছিলাম।
আন্তরিক ভাবে দুঃখিত ভাই
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
১৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
জুবায়ের ২০১৬ বলেছেন: দারুন !!
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"জুবায়ের"ভাই।
উপস্থিতি পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
১৫| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
যমুনার জল ঘোলা যদি কোথায় যায় রাই
ও জোৎস্না ঘুমিয়ে থাক,চাঁদ আর নাই।
চমৎকার!
+++++++
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"শাহরিয়ার কবীর"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত ভাই।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
১৬| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
মনজিত তালুকদার বলেছেন: দারুন দারুন ... +++
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"মনজিত"ভাই।
উপস্থিতি পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
১৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
মনজিত তালুকদার বলেছেন: দারুন দারুন ... +++
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ।
১৮| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮
রিপি বলেছেন: যমুনার জল ঘোলা যদি কোথায় যায় রাই
ও জোৎস্না ঘুমিয়ে থাক,চাঁদ আর নাই।
কৌটার ভোমর উড়িয়ে গেছে অন্য আরেক ফুলে
গল্পটা এখন সবাই বলে চোখের জল ফেলে!
আহরে। বেশ ভালো লাগলো ভাইয়া। একটা কবিতার মধ্য একটা ছোট গল্প।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"রিপি"আপু।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত আপু।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
১৯| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আরণ্যক রাখাল"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত ভাই।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না বলে।
২০| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ কল্লোল পথিক....তবে কি আপনি কি কমেন্ট ব্যান খাইছেন? কারণ কি? কোন নোটিশ পান নাই?
কবিতা দারুন হয়েছে....+++++++++++++++++
২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১
কল্লোল পথিক বলেছেন: জী বিদ্রোহী ভাই।
তনু হত্যা নিয়ে যে পোস্টটি স্টিকি করা হয়েছে সেখানে একটি মন্তব্য করেছিলাম এ জন্য।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০
রাবেয়া রাহীম বলেছেন: অপরূপ রুপ ফুটেছে কবিতার প্রতিটা লাইনে ----
কৌটায় একটা ভোমর ছিল কেউ দেখেনি
যুবতী জোৎস্না গর্ভবতী হয়েছে মধ্য রজনী।
কদম তলায় এর পরেও কি বাঁশি বেজেছিল
রায় বাবুদের বৈঠক খানায় কে বলেছিল?
খুব ভাল লাগা রইল কবিতা জুড়ে ।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি"রাবেয়া রাহীম"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
কৌটার ভোমর উড়িয়ে গেছে অন্য আরেক ফুলে...
ভোমরের চরিত্র...
কবিতায় ভালো লাগা রইল।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আরজু পনি"।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সতত শুভ কামনা জানবেন।
২৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
আর নাই চাঁদ, জোৎস্না গেছে ঘুমিয়ে কী ভুলে,
এই অকাল অন্ধকারে -
কৌটার ভোমর যাবেই তো উড়ে অন্য আরেক ফুলে ।
সঙ্গমরত যুবতী জোৎস্না তাহলে এলো কিসের ছলে ?
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি"আহমেদ জী এস"ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
সতত শুভ কামনা জানবেন।
২৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
সুজন কুতুবী বলেছেন: অনন্য প্রকাশ ।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"সুজন"ভাই।
উপস্থিতি,পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
২৫| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৮
সাগর মাঝি বলেছেন: বাহঃ! চমৎকার লিখেছেন!!!
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"সাগর মাঝি"ভাই।
উপস্থিতি,পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২৬| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৯
নীলপরি বলেছেন: ক্যাথলিক চার্চের ঘন্টা বাজে রবিবার সকালে
আমিও এসেছিলাম রাতে কিংবা নিদারুন অকালে।
একটি স্বপ্ন খুন হয়ে যায় মধ্য দুপুর বেলা
সোনালী বিকেল চুরি করে রঙ্গের হোলি খেলা।
খুব ভালো লাগলো ।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"নীল পরি"আপু।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত আপু।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না।
২৭| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৬
মো: ইমরান আল হাদী বলেছেন: খুব সুন্দর, অনেক অনেক ভাললাগা।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"ইমরান আল হাদী"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২৮| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ শব্দমালা।
পড়ে আনন্দিত হলাম।
কমেন্ট ব্যান খাইছেন নাকি? সামুর নিয়ম ভঙ্গ করসেন মনে হয়। না হলে তো কমেন্ট করতে পারতেন।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
কল্লোল পথিক বলেছেন:
জী ভাই।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
২৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
রানার ব্লগ বলেছেন: ভাই মানুষটা আমি সাদা সিধা তাই এত্ত জটিল কবিতা পড়ে এর মর্ম উদ্ধার করতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে। তারপরও বলবো ভালো লাগছে আসলেই ভালো লাগছে।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ ভাই সুপ্রিয়"রানার ব্লগ"।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩০| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: চমৎকার
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
কল্লোল পথিক বলেছেন:
অনেক ধন্যবাদ "জুন"আপু।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৩১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: এক কথায় অসাধারণ। ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"প্রামানিক"ভাইয়া।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আন্তরিক ভাবে দুঃখিত ভাইয়া।
আমি আপনাদের পোস্টে মন্তব্য করতে পারছি না।
৩২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা! অসাধারণ হয়েছে!
শুভকামনা কল্লোল ভাই।
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০১
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"ভ্রমরের ডানা"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বরাবরের মতই খুব ভাল হয়েছে কল্লোল দা।
+ না দিয়ে উপায় দেখছি না।
ভাল থাকবেন সবসময়।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"চন্দ্ররথা রাজশ্রী"।
উপস্থিতি পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
আপনিও সর্বদা ভাল থাকবেন এই প্রত্যাশা করি।
৩৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
নেক্সাস বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা প্রিয় কল্লোল ভাই
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"নেক্সাস"ভাই।
উপস্থিতি পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৩৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে ।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
কল্লোল পথিক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"কথাকথিকেথিকথন"ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
৩৬| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লাগল কবিতাখানা, অনেকটা ব্যতিক্রম আয়োজন , অসম্ভব ভাল লাগা জানবেন,,,
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়"আরেফীন"ভাই।
উপস্থিতি পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
আন্তরিক শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: ওয়াও!!!