নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আমাকে মনে পড়ে

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪





আমাকে মনে পড়ে!
একুশ বসন্ত আগে করুনাময়ী বালিকা বিদ্যালয়ের সামনে
রংচটা জিন্স আর কালো টি শার্ট,মাথায় উস্কু খুস্কু চুল,ক্যাবলা কান্তের মত
রোজ তোমার ছুটির সময় দাড়িয়ে থেকে পৃথিবীকে হারিয়ে ফেলতাম ।

অথবা প্রতিদিন বিকেলে বাইসাইকেল নিয়ে
হারু বাবুর মোড় পেরিয়ে
তোমাদের বাড়ীর সামন দিয়ে চলে যেতাম অন্য একটা গ্রহে।

তোমার বান্ধবীরা আমাকে দেখে হাসাহাসি করত
তুমি সেটা উপভোগ করতে নাকি বিরক্ত হয়ে আমার চোখে নীল পদ্ম খুঁজতে!
আমি বুঝতে পারতাম না,তবে তোমার চোখে দিনে দিনে আমি পুরুষ হয়ে উঠেছিলাম।

তেরো ফেব্রুয়ারী তোমার বান্ধবী
সুমি আমাকে বলেছিল'তোমার নাকি পর দিন চৌদ্দটা গোলাপের দরকার"।
বিশ্বাস কর,বিশ্ব সংসার তন্ন,তন্ন করে নয়
রাতের আঁধারে রায় বাবুদের পোড়াভিটার অন্দর বাগানে টুকে
ভীমরুলের কামড় খেয়ে ছোট বড় মিলিয়ে
বারোটি গোলাপ এনে দিয়েছিলাম তোমার হাতে।
সেই গোলাপ তুমি তুলে দিয়েছিলে চৌধুরীদের ছোট ছেলে
তমালের হাতে!

যদিও আমি জানতাম আমি কোন মতেই তোমার যোগ্য নই
রফিক দের বাড়ীর লজিং মাষ্টারের কাছ থেকে
একটা চিঠি লিখে নিয়ে ছিলাম
সেই চিঠির পঁচাশিটা শব্দের বাইশটা বানান ভুল ছিল
বলে তুমি আমায় অপমান করেছিলে
কিন্তুু আমার ভালোবাসার ব্যাকারণে কোন ভুল ছিল না।

তুমি তো জানো আমি পাঠ্য বইয়ের চাইতে তোমাকে বেশী পড়েছি
তুমি স্কুল পেরিয়ে কলেজ চলে গেল।
আর আমি
হারু বাবুর মোড়ে হেলায়,হেলায় কাটিয়ে দিলাম একটা জীবন।

তার পর একদিন তুমি তমালের হাত ধরে হাওয়াই জাহাজে চেপে
চলে গেল তুষার পাতের দেশে।


আমি এখন দিন রাত শুড়ি খানায় পড়ে থাকি
আচ্ছা সেই চিঠিটার পঁচাশিটা শব্দের যদি বাইশটা বানান ভুল না হতো।
অথবা বারোটি গোলাপ যদি আমার হাতে তুলে দিতে!
তবে আমার আকাশেও কি উড়ে যেত একটি হাওয়াই জাহাজ!
অথবা আমার স্বপ্নগুলো ছুয়ে যেত মেঘের পালকে!

যদি কখনও সেই তুষার পাতের দেশে আমাকে মনে পড়ে
একটি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিও তোমার বারোয়ারি আকাশে
আমি সেই গোলাপের সুবাস নিয়ে চলে যাব আমার আটপৌরের জীবনে!

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

রাজসোহান বলেছেন: সুন্দর কবিতা, কিছু টাইপো আছে। ঠিক করে নিয়েন।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

কল্লোল পথিক বলেছেন:




মন্তব্য পেয়ে প্রীত হলাম ,রাজসোহান ভাই।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার কবিতা সত্যিই অনবদ্য!
অনেক অনেক শুভকামনা জানবেন প্রিয় কবি....

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

কল্লোল পথিক বলেছেন:





পাঠের জন্য শুভেচ্ছা নিবেন সুপ্রিয় মিরান ভাই।
পাশে থাকার জন্য অকৃত্রিম শুভকামনা জানবেন।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে কবিতার বর্ণনায়।
++++

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় বিজন দা ।
অনেক অনেক শুভকামনা জানবেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

মানবী বলেছেন: "ভীমরুলের কামড় খেয়ে ছোট বড় মিলিয়ে
বারোটি গোলাপ এনে দিয়েছিলাম তোমার হাতে।
সেই গোলাপ তুমি তুলে দিয়েছিলে চৌধুরীদের ছোট ছেলে
তমালের হাতে!"

B-)

ইন্টারেস্টিং কবিতার জন্য ধন্যবাদ কল্লোল পথিক।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

কল্লোল পথিক বলেছেন:




অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয় মানবী।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: ফিরে আসায় খুশি হলাম। !:#P

কবিতায় +...

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ "সুমন" ভাই।
আপনাদের ভালোবাসায় আবার ফিরে এলাম।
কিন্তুু আমি এখনও নিষিদ্ধ ভাই।
পাশে থাকার জন্য নিরন্তর শুভকামনা জানবেন।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

সায়ান তানভি বলেছেন: ভাল লেগেছে কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

কল্লোল পথিক বলেছেন:





অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয় সায়ান তানভি ভাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: যদি বারোটির জায়গায় চৌদ্দটি গোলাপ দিতেন আর বাইশটা বানান ভুল না করতেন তবে হয়তো আজকে এ দশা না হয়ে.... ঘটনা হতো মিলনান্তক নাটকের মতই চমৎকার ।।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

কল্লোল পথিক বলেছেন:








অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয় প্রকাশ দাদা।
হয়তো হতে পারতো।




৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

কথাকথিকেথিকথন বলেছেন:

দুঃখ কাহিণী নির্ভর আক্ষেপের কবিতা, না পাওয়ার ইতিহাস হৃদয়ে রয়ে গেলো উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। ভাল লেগেছে ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয়"কথাকথিকেথিকথন"ভাই।
পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
সতত শুভকামনা জানবেন।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: না পাওয়ার ইতিহাস! বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

কল্লোল পথিক বলেছেন:



মুর্শিদ হারানোর বেদনা গুলো বুক চিরে বেরিয়ে আসে
জীবনের রাফ খাতায়।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

কালনী নদী বলেছেন: আহা রে, ভাইজানের কমেন্ট মনে হয় এখনও বন্ধ, আমার নিজের লাইগাও এখন ভয় হয়! গতরাতে দুঃস্বপ্ন দেখছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

কল্লোল পথিক বলেছেন:





জী ভাইয়া আমি এখনও নিষিদ্ধ ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

নেক্সাস বলেছেন: আমি এখন দিন রাত শুড়ি খানায় পড়ে থাকি
আচ্ছা সেই চিঠিটার পঁচাশিটা শব্দের যদি বাইশটা বানান ভুল না হতো।
অথবা বারোটি গোলাপ যদি আমার হাতে তুলে দিতে!
তবে আমার আকাশেও কি উড়ে যেত একটি হাওয়াই জাহাজ!
অথবা আমার স্বপ্নগুলো ছুয়ে যেত মেঘের পালকে!

অসাধারণ
স্যালুট প্রিয় কবি। আপনার লিখায় যেন এই ধারাটা অটুট থাকে।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ নেক্সাস ভাই ।
পাঠে ও মন্তব্যে আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
সর্বদা পাশে থাকবেন এই কামনা করি।
আন্তরিক শুভেচ্ছে গ্রহন করবেন।
সর্বদা ভাল থাকবেন এই প্রত্যাশা রইল।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: খুব ভাল লেগেছে।

কবিতা পড়ে হাসি পেল আবার ছেলেটার জন্য কষ্ট লাগলো।

তুমি তো জানো আমি পাঠ্য বইয়ের চাইতে তোমাকে বেশী পড়েছি
তুমি স্কুল পেরিয়ে কলেজ চলে গেল।
আর আমি
হারু বাবুর মোড়ে হেলায়,হেলায় কাটিয়ে দিলাম একটা জীবন।

তার পর একদিন তুমি তমালের হাত ধরে হাওয়াই জাহাজে চেপে
চলে গেল তুষার পাতের দেশে।


আহা কি কষ্ট।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

কল্লোল পথিক বলেছেন:







জী আপু,জীবনের অপূর্ণতাগুলোই শুন্য বুকে নেমে আসে কষ্ট হয়ে।



১৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১০

মহা সমন্বয় বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: না পাওয়ার ইতিহাস! বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস!

:-P

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয় মহা সমন্বয় ভাই।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: যদি কখনও সেই তুষার পাতের দেশে আমাকে মনে পড়ে
একটি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিও তোমার বারোয়ারি আকাশে
আমি সেই গোলাপের সুবাস নিয়ে চলে যাব আমার আটপৌরের জীবনে!

ভাল লাগল।
ধন্যবাদ,ভাল থাকুন।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শাহরিয়ার কবীর"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ +++++

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"কান্ডারি"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সুন্দর ++

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"শামীম"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
সতত শুভকামনা জানবেন।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লিখেছেন। :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

কল্লোল পথিক বলেছেন:




অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয় শোভন ভাই।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"চন্দ্ররথা রাজশ্রী"।
পাশে থাকার জন্য কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

কালনী নদী বলেছেন: :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ ভাই কালনী নদী।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"রাজপুত্র"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
আপনার অনুপ্রেরনা আমাকে বরাবরই উৎসাহিত করে।
অনেক ভাল থাকবেন ভাই।
আমি এখনও নিষিদ্ধ ভাইয়া।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"উল্টা দূরবীন"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
নিরন্তর শুভকামনা জানবেন।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

সোজোন বাদিয়া বলেছেন: মানুষ অসহায়, কিছু করার নেই। ব্যর্থ প্রেমের চিরন্তন যন্ত্রণা! হৃদয় ছুঁয়ে যায়। +++

আপনার মন্তব্য পাচ্ছিলাম না দেখে ভেবে নিয়েছিলাম কোথাও হয়তবা ব্যস্ত আছেন। আপনি জানেন নাকি যে আপনি আমার প্রথম পোস্টের প্রথম মন্তব্যকারী। এ্ই ধরনের বিষয় নিয়েই আমার নিজেরও মনও খারাপ কিছু দিন। কয়দিন আপনাকে খুবই মিস করছিলাম। আজকে ঢুকে দেখি এই ঘটনা। সমবেদনা জানাচ্ছি। কীই বা আর করতে পারি, আমরা তো ক্ষমতাহীনের দলে।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"সোজন বাদিয়া"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
ঠিক বলেছেন ভাই"আমরা তো ক্ষমতাহীনের দলে"।
অনেক শুভ কামনা জানবেন।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনি অনেক সহজ ভাষায় কবিতা লেখেন আর আমি এধরনের কবিতাই পছন্দ করি।
আপনি বরাবরই ভাল লেখেন শুভ কামনা রইল ।ভাল থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"মোস্তফা সোহেল"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
আপনার অনুপ্রেরনা আমাকে বরাবরই উৎসাহিত করে।
অনেক ভাল থাকবেন ভাই।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

সাথিয়া বলেছেন: দারুণ ++++++

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

কল্লোল পথিক বলেছেন:




মন্তব্য পেয়ে প্রীত হলাম "সাথিয়া" ভাই।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

দীপংকর চন্দ বলেছেন: কবিতা জীবন, জীবন কবিতা!!!

শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি"দীপংকর চন্দ"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
আমি এক কঠিন দুঃসময়ের মুখোমুখি দাড়িয়ে আছি কবি।

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটা খুবই হৃদয়স্পর্শী হয়েছে। কবিতা ভালো লেগেছে।
আমি বেশ ক'দিন ধরে আমার কোন লেখায় আপনার কোন মন্তব্য না পেয়ে ভেবেছিলাম, আপনি হয়তো কোথাও মহা ব্যস্ত। আজ এখানে এসে বুঝতে পারছি আপনার অনুপস্থিতির কারণ। সেটা জেনে ব্যথিত হ'লাম। আশাকরি, অচিরেই আপনাকে ফিরে পাবো আমাদের সকলের লেখায়, আগের মত।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ"খায়রুল আহসান"ভাই।পাশে থাকার জন্য কৃতার্থ।
আমি এক কঠিন দুঃসময়ের মুখোমুখি দাড়িয়ে আছি ভাই।
দুঃখিত ভাইয়া আপনাদের অনেক সুন্দর পোস্টেও কমেন্টস করতে পারছি না বলে।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: এই কবিতায় জীবনে অংশ মিশে আছে নাকি?

ভালো লাগা।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

কল্লোল পথিক বলেছেন:





মন্তব্য প্রীত হলাম "এহসান সাবির" ভাই।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

রিপি বলেছেন:
ভীমরুলের কামড় খেয়ে ছোট বড় মিলিয়ে
বারোটি গোলাপ এনে দিয়েছিলাম তোমার হাতে।
সেই গোলাপ তুমি তুলে দিয়েছিলে চৌধুরীদের ছোট ছেলে
তমালের হাতে!


সর্বনাশ। এ কেমন প্রেম!!! হা হা
কবিতা অসম্ভভ ভালো লেগেছে। অনেকগুলো প্লাস কবিতায়।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রিপি"আপু।
পাঠে,মন্তব্যে ও পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

কল্লোল আবেদীন বলেছেন:


অসাধারন কবিতা।
কবিতায় প্লাস।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

কল্লোল পথিক বলেছেন:




অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয়"কল্লোল আবেদীন" ভাই।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর আধুনিক বাংলা কবিতা , পড়ে মুগ্ধ হলাম,,
ভালবাসা জানবেন কবি,,

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮

কল্লোল পথিক বলেছেন: অকৃত্রিম শুভকামনা জানবেন সুপ্রিয় আরেফীন ভাই।

৩১| ০২ রা মে, ২০১৬ রাত ১২:০৬

আহা রুবন বলেছেন: আচ্ছা সেই চিঠিটার পঁচাশিটা শব্দের যদি বাইশটা বানান ভুল না হতো।
অথবা বারোটি গোলাপ যদি আমার হাতে তুলে দিতে!
তবে আমার আকাশেও কি উড়ে যেত একটি হাওয়াই জাহাজ!

উঁহু! তাহলে তো এত ভাল কবিতার জন্মই হতো না।

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৫০

কল্লোল পথিক বলেছেন: অনিঃশেষ শুভকামনা জানবেন সুপ্রিয় রুবন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.