নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে তুমিও কাঁদবে

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২



বেলা শেষে তুমিও কাঁদবে
দখিনের জানালায় চেয়ে দেখবে
তোমার কিশোরী কন্যার হাতে লালগোলাপ।

স্মৃতির রেটিনায় কেঁপে কেঁপে উঠবে
বহু শতাব্দী পুরনো হারিয়ে যাওয়া একটি কিশোরের মুখ।
এখনও কি কোথায় দাড়িয়ে আছে?
সে তোমার পথ চেয়ে অঝোর ধারায় বৃষ্টিতে!
তোমার চোখের জল মুছে যাবে
কান্নার শব্দ তখনও চলবে অবিরাম।

অথচ তুমি নিঃসঙ্গ ছিলে না
সেই ছোট শহরে
অমৃত মিষ্টান্ন ভান্ডারের কেবিনে দুটো চেয়ারের একটি
তোমার জন্য খালি পড়ে থাকে এখনও
রন্তাই নদীর স্বচ্ছ জল আর দূর্গাপুরের আকাশ ছিল
তোমার অবারিত লীলভূমি।

আজও তোমার মনের বারান্দায় অবিরাম হেটে চলে এক জন
যার জন্য একটুখানি সময় খুঁজেনিতে নেই কোন আয়োজন।
তবুও সে আসে মধ্যরাতে ঘোড়া ছুটিয়ে
তোমার ঘুম ভাঙ্গা আধো জাগরণে।

সিঁথির পাকা চুলে কলপ লাগিয়ে তারে লুকিয়ে রাখ
একুশ বছরের পুরানো রুপোর কৌটায়।
দুপুর বেলা তোমার রেলিং জুড়ে যখন নামে নিঃঙ্গ নখগ্রাতর আঁচর
তখন কিছুটা রক্তক্ষরণ ঘটে পরাণের গহীন অন্তরালে।

মধ্য জুলাই এ আসে বিবর্ন সুদূর শেষ ডিসেম্বরের হাড় কাঁপানো শীতের রাত
তাকে তুমি আর কোথায়ও খুঁজে পাবে না এমনকি তার নিশ্বাসের শব্দ,
তবুও খুঁজবে ষ্টেশন রোডে,নয়তে পাবলিক লাইব্রেরীর মোটা বইয়ের পাতার মাঝে।

বৃদ্ধার পরিত্যাক্ত নির্জনতা আর অকালের বর্ষাই হয়েছে তোমার সহচর
অতঃপর ফুপিয়ে আসা কান্না হবে তোমার আপেক্ষিক কালের স্থব্দতা!


মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

কল্লোল আবেদীন বলেছেন:




স্মৃতি জাগানিয়া সুন্দর কবিতা।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

কল্লোল পথিক বলেছেন:





মন্তব্য পেয়ে প্রীত হলাম ভাই।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যান তোলে নাই?

অদ্ভুত। আপনি তো ভুল স্বীকার করে পোষ্ট দিয়েছিলেন।
ইউ ডিজার্ভ আ চান্স।

মডুদের কাছে অনুরোধ রইল। ব্যান তুলে নেওয়া হোক।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

কল্লোল পথিক বলেছেন:




ভাই অনেক মেইল পাঠিয়েছি,অনুনয় বিনুনয় করেছি।
এখন বলছে টেকনিক্যাল প্রোব্লেম।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ব্যান তোলার জন্য সামুর ফিডব্যাক ইমেইলে একটা ইমেইল করেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

কল্লোল পথিক বলেছেন:





ভাইয়া,বেশ কয়েক বার ফিডব্যাক ইমেইল পাঠিয়েছি।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: ব্যান তোলার জন্য অনুরোধ রইলো।

কবিতা ভালো হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই।
আপনাদের চির দিন মনে রাখবো।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এভাবে বলছেন কেন?
ব্যান তোলার জন্য সামুকে একটা মেইল দেন!
শেষ লেখা বলে এভাবে চলে যাবেননা ..........

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

কল্লোল পথিক বলেছেন:



সুপ্রিয় শামীম ভাই অনেক মেইল পাঠিয়েছি।
কোন ফিডব্যাক আসেনি।
অনেক ভাল থাকবেন।
আপনাদের চির দিন মনে রাখবো।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

রাজসোহান বলেছেন: শেষ লেখা কেন? এটা পড়েতো কবিতার আমেজটাই চলে গেলো :(

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

কল্লোল পথিক বলেছেন:



ভাইয়া লিখতে তো চেয়েছিলাম।
কিন্তু সহ ব্লগারদের পোস্টে যদি আমার মন্তব্য করার অধিকার টুকু নাই থাকে
সেখানে আমার লেখার আনন্দ কতটুকু?

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

রাজসোহান বলেছেন: ও আচ্ছা, কমেন্ট ব্যান খাইছেন? এইটা কোন ব্যাপারই না, কতো খাইলাম একসময় =p~

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ ভাই,আপনার পরামর্শ ভেবে দেখব।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

উল্টা দূরবীন বলেছেন: কমেন্ট ব্যান খাইছেন তাই বলে কবিতা পোস্ট করবেন না কেন?

ব্যান তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই।

কবিতায় অনেক ভালোলাগা রইলো।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ দূরবীন ভাই,আপনার পরামর্শ সাদরে গ্রহন করলাম।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । আর ব্যানও উঠে যাবে নিশ্চয়ই ।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

কল্লোল পথিক বলেছেন:





ধন্যবাদ নীলপরি আপু।
পাশে থাকার জন্য কৃতার্থ।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

অঘ্রান প্রান্তরে বলেছেন:

একে একে চলে যাবে সব দাঁড়কাকেরা
পোরে রবে সামুর বুকে এ যুগের কোকিলের ডিম কবিরা...
কাকের ডাক যেমন বন্ধ নয়, প্রকৃত কবির কলমও রুদ্ধ নয়...
দোষ যে করে, এব্লগে সে বিদুষী হয়
বিদুষীরে সামু কারারুদ্ধ রাখে হায়;
এসো তবে শপথ করি, শক্ত হাতে কলম ধরি
অদূরেতে প্রমান হবে... কে কবি আর কে সামুর ব্লগ জুড়ে পাড়িয়াছে কোকিলের ডিম রাশি রাশি ভরি ভরি.....
আমি কবি নই্‌, যেন আজীবন এক দারকাকি হই...

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

কল্লোল পথিক বলেছেন:






ধন্যবাদ ভাই।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

মুসাফির নামা বলেছেন: বরাবরই সুন্দর।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

কল্লোল পথিক বলেছেন:




আন্তরিক ধন্যবাদ সুপ্রিয়"মুসাফির ভাই"।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

১২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩২

কালনী নদী বলেছেন: সুন্দর কবিতা হইছে ভাই!
আরে ভাই এত অভিমান লইয়া কই যান? একটু সময় নিয়ে অপেক্ষা করেন।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কালনী নদী"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম।

কবিতাটাকে আপনি সহজ ভাষায় লেখেন, আমার মত কম বোঝা পাবলিক পড়ে কিছুটা আনন্দ পায়।
কিন্তু মনে হচ্ছে আপনি কোন ঝামেলায় পড়েছেন।

আমি শুধু একটা কথাই বলব, ধৈর্য্য ধরেন, সমস্যা এক সময় কেটে যাবে।

ভাল থাকুন। সবসময়।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শামছুল ইসলাম"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।
আপনিও অনেক ভাল থাকবেন ভাই।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

নকীব কম্পিউটার বলেছেন: দীর্ঘদিন ব্যান করে রাখলে তাদের কি লাভ?


আপনার কবিতাটি খুব ভালো লেগেছে।

---অনুপ্রেরণা যোগায় সত্যিই।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

কল্লোল পথিক বলেছেন:




মন্তব্যে অনুপ্রানিত হলাম ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইলো যেন আপনার ব্যান তুলে নেয়া হয়।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কান্ডারি"ভাই।
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

নিরল হৃদয় বলেছেন: পড়ে ভালো লেগেছে। দোয়া করি যেন খুব শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যায়।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

কল্লোল পথিক বলেছেন:





মন্তব্যে অনুপ্রানিত হলাম সুপ্রিয় সুহৃদ"নিরল হৃদয়" ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

আমিই মিসির আলী বলেছেন: স্মৃতির রেটিনায় কেঁপে কেঁপে উঠবে
বহু শতাব্দী পুরনো হারিয়ে যাওয়া একটি কিশোরের মুখ।
এখনও কি কোথায় দাড়িয়ে আছে?
সে তোমার পথ চেয়ে অঝোর ধারায় বৃষ্টিতে!
তোমার চোখের জল মুছে যাবে
কান্নার শব্দ তখনও চলবে অবিরাম।


আহা!
স্মৃতির রেটিনায়........+++

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "মিসির আলী"ভাই।
পাঠে,মন্তব্যে ও পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

রিপি বলেছেন:
এখনও ব্যান তুলেনি আপনার ভাইয়া!! আজব তো।
কবিতা আমার কাছে একটু কঠিন লেগেছে। ভালো থাকুন অনেক।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রিপি"আপু।
কবিতা তেমন কঠিন কিছু নয়।
পাঠে,মন্তব্যে ও পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় আক্ষেপের ছাপ । ভাল লেগেছে ।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "কথাকথিকেথিকথন"ভাই।
পাঠে,মন্তব্যে ও পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২০| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক দিন আসা হয় না সামুতে। আপনাকে ব্যান করে রেখেছে?
অনুরোধ তারাতারি যেন ব্যান উঠিয়ে নেয়। ভুল হলে সংশোধন আছে কিন্তু স্থায়ী ব্যান করে রাখা ঠিক না।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

কল্লোল পথিক বলেছেন:

ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শুভ্র বিকেল"
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "শাহরিয়ার কবীর"ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ জাগানিয়া লেখা! অতলে ছুঁয়ে গেলো ।
শীঘ্রই ব্যান তুলে দেবে অাশা করি । অপেক্ষা করুন ।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "আমার প্রানের মুর্শিদ"
পাশে থাকার জন্য কৃতার্থ।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

আরাফআহনাফ বলেছেন: "বৃদ্ধার পরিত্যাক্ত নির্জনতা আর অকালের বর্ষাই হয়েছে তোমার সহচর
অতঃপর ফুপিয়ে আসা কান্না হবে তোমার আপেক্ষিক কালের স্থব্দতা! "

অনেক পরের কথা এখুনি ভেবে রেখেছেন কবি!
সময়কে একটু সময় দিবেন? জানি দুরাশা, তারপরও হয়তো সময় আবার সব এক করে দিবে !
আশা যেখানে ফুরোয়, দুরাশার সেখানে শুর - করলাম না হয় এক দুরাশা!

এক হোক সবি - অমৃত মিষ্টান্ন ভান্ডারের কেবিনে!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "আরাফ আহনাফ"ভাই।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

ফরিদ আহমাদ বলেছেন: বর্তমানকে পুঁজি করে মূল্যায়ন করি।
পাশে অতীতকে রাখলে হয়তো তাজা গোলাপের খুনের
মাত্রা কমে যেতো।
লিখাটা অসাধারণ লেগেছে, আমাকে উলটো ভবিষ্যতে নিয়ে গেছে।
শুভকামনা

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "ফরিদ"ভাই।
অকৃত্রিম শুভকামনা জানবেন।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০০

ফরিদ আহমাদ বলেছেন: কমেন্ট ব্লক কেটেছে জেনে খুশি হলাম।
আপনার প্রতি অবারিত ভালোবাসা।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ,ফরিদ ভাই।

২৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

মাহমুদা আক্তার সুমা বলেছেন: বৃদ্ধার পরিত্যাক্ত নির্জনতা আর অকালের বর্ষাই হয়েছে তোমার সহচর
অতঃপর ফুপিয়ে আসা কান্না হবে তোমার আপেক্ষিক কালের স্থব্দতা!......
আহা কি অসাধারন!!

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সুমা"আপু।
নিরন্তর শুভকামনা জানবেন।

২৭| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৫২

আহা রুবন বলেছেন: কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে রইলাম কবিতায়! কমেন্ট করতে পারছেন না তো কী হয়েছ?

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৫৪

কল্লোল পথিক বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয়"আহা রুবন"ভাই ।
এখন কমেন্ট করতে পারছি ভাই।

২৮| ২০ শে মে, ২০১৬ রাত ১০:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনি।

২৯| ২৬ শে মে, ২০১৬ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে কল্লোল ভাই! শুভ কামনা।

৩০| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৬

আরাফআহনাফ বলেছেন: "বৃদ্ধার পরিত্যাক্ত নির্জনতা আর অকালের বর্ষাই হয়েছে তোমার সহচর
অতঃপর ফুপিয়ে আসা কান্না হবে তোমার আপেক্ষিক কালের স্থব্দতা! "

++++্

অভিশাপ কি?


৩১| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১২

ওলিনোমান বলেছেন: চোখের জল.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.