![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে আজ প্রতিবাদী জনগনের জোয়ার
এখনো কি হয়নি সময় ময়লা মগজ ধোয়ার?
যুগের পর যুগ চলে যায় শুধু হুজুগ শুনি
কেমন করে পার পেয়ে যায় অত্যাচারী খুনি?
আর কতদিন দেখতে হবে রাজাকারের ফাঁসি
লাশ দাফনেও এই মাটি নয়, হোক না যতই গোঁয়ার।
শাহবাগে তাই উঠছে ফুঁসে নতুন জন-জোয়ার
জন্ম থেকেই সারা জীবন এই বাঙালি জাতি।
খাচ্ছি কেবল একাত্তরের ঘাতকদলের লাথি
সহ্য করা নয়, এসো বুকে বুক বাঁধি,
আর যেন পার না পায় এবার যুদ্ধাপরাধী।
ভাঙতে হবে অপরাধীর বেঁচে থাকার খোয়ার-
শাহবাগ ফের গর্জে ওঠো, লয়ে প্রতিরোধের জন-জোয়ার।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
কাল বিড়াল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
অণুষ বলেছেন: ভালো বলেছেন