![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর কেউ শাসনের সুরে বলেনা আমায় এই খাইছ?
তুমি বলতে আর আমি হাসতাম। আচ্ছা এত রাগ করার কি আছে? দু'এক বেলা না খেলেতো আর মানুষ মরেনা। তুমি রেগে যেতে আর বলতে, দেখ আর একথা বলবেনা ভাল হবেনা কিন্তু।
এখন তুমি নেই, আর সেই আদর মাখা শাসনের কথাগুলো আর শুনতে পাইনা।
এখন খাবার খেতে বসলে, খাবারের দিকে তাকালে আমি তোমার ফোনের অপেক্ষায় থাকি। সারাদিন তুমি কতবার বলতে, এই খাইছ?
তুমি হয়ত জানোনা তোমার মুখের ঐ দুটি কথা আমার কত ভালো লাগত। আজ খাবার দেখলে খেতে ইচ্ছে করেনা, চোখের কোনে জমা হয় অশ্রুর ফোঁটা। সব কিছুই বিরক্ত লাগে। এই বুঝি তুমি বললে খাইছ?
এখন আর শরীরের যত্ন না নিলে কেউ বলেনা এই জংলীভুত, চুলগুলো এত উস্খুখুস্ক করে রেখেছ কেন? এখানে কি পাখি ডিম পারবে? বাসায় কি তেল জাতীয় কিছুই নেই। আমি শুনতাম আর হাসতাম। আর তুমি তোমার কোমল হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করে দিতে। তখন এত যে ভাল লাগতনা আমার। এখন শত চুল জট পাকানো থাকলেও কেউতো একথা বলেনা।
কেন দিলে তখন এত ভালবাসা আর এখন কেন সব ছেড়ে চলে গেলে? তোমার সেই শাসনগুলো এখন বড় বেশী মনে পরে।
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
উঠতি বুদ্ধিজীবী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৫
অণুষ বলেছেন: কেন দিলে তখন এত ভালবাসা আর এখন কেন সব ছেড়ে চলে গেলে? তোমার সেই শাসনগুলো এখন বড় বেশী মনে পরে।