নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

আগুন মৃত্যু

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৪

আমি বের হতে চাচ্ছিলাম,
ধোঁয়া ভরা এই ফ্যাক্টরি দালান থেকে,
এই চারতলার ঘর থেকে।
আমি দৌড়ে সিড়ির দরজা খুঁজছিলাম,
বহু লোকের ধস্তাধস্তিতে আমি পথ খুজেই পাচ্ছিলাম না।
তাছাড়া ম্যানাজার সিড়ির দরজা তালা দিয়ে রাখে-
ওরা যতই চেস্টা করুক এ দরজা খুলবে না।
আমার দুর্বল সতের বছরের রোগা শরীর কাপছিল,
আমার কাপড়ে আগুন জ্বলছিল,
দৌড়ানোর জন্য আগুন বেড়ে যাচ্ছিল,
চারদিক থেকে ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ আসছিল।

আমার মা্য়ের দুশ্চিন্তাগ্রস্থ চেহারা মনে পড়ছিল,
বাবা, ভাই আর বোনটির কথা মনে পড়ছিল খুব,
আর কোনদিন ওদের সাথে দেখা হবে না বলে ভীষন কান্না আসছিল।

আমাদের সামনে একটি সাটার দিয়ে বদ্ধ জানালা ছিল,
আমার সহকর্মী সবাই সেটা ভেঙ্গে ফেলতে চেস্টা করছিল।
আমারা সেই জানালার পাশে সবাই আস্তে আস্তে এলিয়ে পড়ছিলাম,
আমার ভাগ্য ভাল আমার উপর কেউ পড়েনি,
তবে আমার কাপড়ের আগুন বাড়ছিল।
পোড়া মাংসের গন্ধও বাড়ছিল।
অজ্ঞান হয়ে যওয়ার আগে বুঝেছিলাম,
আমার ভাগ্যে ছিল আগুন মৃত্যু।


মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী কঠিন মুহুর্ত ছিলো ।

১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৮

কালো যাদুকর বলেছেন: ঠিকই কঠিন ও শেষ মুহুর্ত ছিল ঐ মানুষদের। আমরা সেটা কখোনো বুঝবোই না।

২| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:



এরকম একটা অবস্থার কথা চিন্তা করতেই কিরকম বিভীষিকা ।
আর যারা এটা ফেইস করেছে, কি ভীষণ মর্মান্তিক !
কিছু ষ্টুপিডের জন্য কত মানুষের করুণ মৃত্যু !!!


১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৫০

কালো যাদুকর বলেছেন: বাংলাদেশে কল কারখানাতে অনেক সময়ই "ফায়ার কোড" মেনে চলা হয় না। একজন বা কয়েকজন দায়ী না, পুরো সিস্টেমটাই দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.