নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যদি দেখা হত এমন করে-

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫১


ঘন নীল সন্ধ্যায় তারায় তারায় খচিত আকাশ,
পথ রেস্তোরায় শোভিত ডিনারের প্রস্তুতী ৷
নিস্তরঙ্গ রাতের অন্ধকারে নেই অস্থিরতা, হতাশা ,
যেন জীবন থেমে গেছে মধ্য যুগের রোমান্টিকতায় ৷
এখানে শুধুই পাওয়ার ও বেঁচে থাকার রসদে পরিপূর্ণ গলি ৷
জ্বলজ্বল তারারা জোনাকী হয়ে জ্বলছে ,
যেন আনন্দধারা ঝড়ছে অনবরত ৷



খবরের কাগজ বা সোশাল মিডিয়াতে আজকাল কোন ভাল খবর নেই ৷ যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ , দুর্যোগ কি নেই বলুন ৷ এত অশান্তি যে কবে শেষ হবে কেউ যদি জানত ৷ তাই মাঝে মাঝে মধ্যযুগের ছবিগুলো দেখে ভাবি আমাদের জীবন যদি ছবির মত এত নির্ভাবনার হত ৷ যদি ছবির ঐ তরুণীদের মত আনন্দের হতো ৷ কোন কোন চিত্রকররা যত সুন্দর করে জীবন দেখেন, হয়ত জীবন তত সুন্দর নয়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



চিত্রটি কার আঁকা, কোন সময়ের?

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

কালো যাদুকর বলেছেন: প্রথম চিত্রটি ভ্যানগগের - " দি ক্যাফে ট্যারেস "(১৮৮৮)। দ্বিতীয়টি এ্যাডগার ড্যাগেস এর "ড্যানসার ইন ব্লু "(১৮৯০)।

২| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: কালো যাদুকর,




জীবন ছবির মতো নয়! ছবিরাই জীবনের মতো কথা কয়!

জীবনের ভালো-মন্দ সব কিছুই ক্ষনেকের । যদি তেমন ভালোলাগার ক্ষন আসে , উপভোগ করুন কারন কিছুক্ষন পরে সে ক্ষন ফুড়িয়ে যাবে । আর যদি সময়টি মন্দ হয় তবে ঘাবড়াবারও কিছু নেই কারন সে সময়টিও চলে যাবে ক্ষনেক বাদে ।

১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৭

কালো যাদুকর বলেছেন: আহমেদ জী এস ভাই,
এই ইম্প্রেশনিস্ট চিত্রগুলো আমার প্রিয় ৷ এখানে একটি অপটিকস সেন্টারে এগুলো দেয়ালে ঝুলানো দেখেছি ৷ ব্যক্তিগত ভাবে অসুবিধা না থাকলেও সোশ্যাল মিডিয়াতে কেবলই নেগেটিভ নিউজ চোখে পড়ে ৷ যদিও এগুলো পাত্তা দিলে চলে না, তবুও ভাবায় ৷
ঠিকই বলেছেন ~ আজকে নিয়ে বাঁচ , কালকের চিন্তা করে আজকের সুখটুকু জলাঞ্জলি দিয়ো না ৷ অনেক ধন্যবাদ উৎসাহজনক মন্তব্যের জন্য ৷

৩| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৯

কালো যাদুকর বলেছেন: রাজীব ভাই কেমন আছেন ? আজকাল আমিও কম ব্লগে আসি | আপনার সাথে মন্তব্য বিনিময় ও হয় না ৷ ভাল থাকুন৷

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, মনোমুগ্ধকর কবিতা, কবিতায় প্লাস। + +
দু'জন বিখ্যাত শিল্পীর প্রায় ১৩০/১৪০ বছরের দুটি পুরনো তৈলচিত্র থেকে সে সময়ের নির্ভাবনার এবং নির্ভার জীবনের পরিচয় পাওয়া যাওয়া যায়। আর সে সুখময় দৈনন্দিন জীবনের প্রতিফলন দেখা যায় কবিতায়।

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৪

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ স্যার কবিতা পাঠে ৷

৫| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি দুটো দারুণ, কবিতাও।

২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৯

কালো যাদুকর বলেছেন: সত্যই ছবিগুলো মনমুগদ্ধকর ৷ কবিতা পাঠে কৃতজ্ঞতা ৷

৬| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

অপ্‌সরা বলেছেন: জীবন তো ছবির চেয়েও সুন্দর!!
ছবি তো শুধু একটা মুহুর্তের অংশ।

০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৩

কালো যাদুকর বলেছেন: জীবন সুন্দর তাতো অবশ্যই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.