নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ রাতে,
বালু বেলায় এই নীল জোছনায়
তুমি এলে ঘাঘরা উড়িয়ে।
ঐ চোখে ছিল বিশ্ব,
ঐ চোখে ছিল আনন্দ ,
ঐ কালো গভীর আঁখিতে,
তাঁরা জ্বলছিল।
সে রাতে নিয়মের বাঁধ ভেঙ্গে
উৎসবে মেতেছিলে এ সাগর বেলায়,
প্রচন্ড ঢেউ যেভাবে আছড়ে পরে বারে বারে,
নিয়ম করে সেভাবেই,
উজাড় করেছ ঘন ভারী শ্বাস
এই অধরে, এই শবে।
দুরে লক্ষ্মী পেচাঁ ডেকেছিল
ক্রমাগত,
তুমি নির্মোহ ছিলে।
মোহিত ও অসার অঙ্গে
নিথর ও শক্ত আপীনে কাঁপছিলে,
ক্রামগত।
উঁচু প্লাবনে ভাসিয়ে দিয়েছিলে,
আমার নবীন সৈকত।
নীরব সেই রাত
জেগেছিলে আনন্দে ও ভালবাসায় ।
এখন চাইলে ও,
এই রাত ফিরিয়ে নিতে পারবেনা।
যে ভালবাসার দাহ্য জ্বেলেছ হৃদয়ে,
সে আগুনে-
তুমি ও আমি পুরে ছাই হয়ে গেছি।
তুমি আয়নাতে ভাল করে চেয়ে দেখ,
তোমার কালো আঁখিতে ,
সে আগুণ এখনো জ্বলছে,
নক্ষত্রের আলো হয়ে।
প্রতি রাতে-
এ বালুকা বেলায় তুমি আস,
ঘাঘরা উড়িয়ে,
তোমার তৃষ্ণার্ত চঞ্চু খুঁজে ফিরে
জলে ডুবে যাওয়া,
হারানো ভালবাসা আমার।
---------
অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমক দিচ্ছে। কাল ইলেকশন, মন ভাল নেই। যেই জিতুক, আমাদের তাতে কোনই লাভ নেই। শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি , ঘুম আসছে না, তাই লিখতে বসলাম। এই রকম কবিতা লিখা কি ঠিক হল? মনে হয় না। লিখা হয়ে গেছে, এখন তো আর ফিরিয়ে নেয়া যাবে না। আপনারা পড়ুন, মন্তব্য করুন, যা মনে হয় করুন , আপনাদের ব্যাপার।
ছবিঃ ঘাস ফড়িং, বা ড্রাগন ফ্লাই। আমার তোলা না। অনুমতি নিয়েছি ফটোগ্রাফারের।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ মায়া।
২| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
আজব লিংকন বলেছেন: সুন্দর।
আচ্ছা ঘাস ফড়িং মানে গ্রাস হোপার
আর গঙ্গা ফড়িং মানে ড্রাগন ফ্লাই না ?
০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৫
কালো যাদুকর বলেছেন: আমিঠিক জানি না কি বলে। পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১০
ক্লোন রাফা বলেছেন: ভালো হয়েছে কোবতে ‼️ ঘাঘরা উড়িয়ে এসেছিলো নাকি কেউ
০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭
কালো যাদুকর বলেছেন: কবিতা ভাল করে পড়ুন। শুধু ঘাঘরা না আরো অনেক কিছু আছে। এধরনের কবিতা সাধারণত আমি লিখি না।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭
মায়াস্পর্শ বলেছেন: ভালো হয়েছে ।