নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও আমরা

৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩২




একেকটা দিন আসে বৃষ্টির মত, মসৃণ , নিশ্চুপ।
যেন মধু হয়ে ঝড়ে পরে, টুপ টুপ।

কর্মব্যস্ত মানুষেরা, একটু দমে যায়, ভেজা হাওয়ার পরশে,
ব্যাস্ত চড়ুই, কাক, দোয়েল, ঘুঘু পালক ফুলিয়ে বসে আয়েশে।

এমন বৃষ্টির দিনে, মন উতলা হয়ে যায় দূরে,
গতানুগতিক ধারার বাইরে চলে যায়, সব ছিড়ে।

রঙিন ভাবনা গুলো সত্যি হয়, দিনের মত প্রত্যয়,
দেখতে দেখতে একঘেয়ে জীবনে আসে বাত্যয়।

এসো এই জলধারায়, মন খুলে, দ্বিধা ভুলে,
ধুয়ে দিব তব দুঃখ সকল, আনন্দের জলে।

তবে এসো পুরনো জীবন ফেলে, এমন সুন্দর বৃষ্টির সকালে,
তোমার ব্যস্ততা আজ সিম্ফনি হোক, বাজুক সারাদিন, কাজ ফেলে।
----
আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। এজন্যই বৃষ্টি কাব্য নিয়ে এলাম।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

হোসনে আরা বেগম বলেছেন: কুয়াশাচ্ছন্ন দিনে বৃষ্টির কবিতা!
মন্দ লাগেনি কিন্তু।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫১

কালো যাদুকর বলেছেন: মন্দ না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪২

কালো যাদুকর বলেছেন: আবার আসার জন্যে অনেক ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৯

জনারণ্যে একজন বলেছেন: @ জাদুকর, খুব ভালো লেগেছে আপনার এই কবিতাটি। প্রথম দুটি লাইন পড়েই তো মন ভালো হয়ে গেছে - কল্পনা করার সূত্র পেয়ে।

এরকম দিন ছোটবেলাতেই থাকে, বড়ো হলেই সব নষ্ট হয়ে যায়। আর বড়ো হলে যদি এরকম দিন আসেই, তবে ছোট্টবেলার ওই দিনগুলোর সাথে রিলেট করে সুখস্মৃতি ফিরিয়ে আনার চেষ্টাই শুধু করি।নিরুপায়ের এছাড়া আর কিছুই করার নেই।

চমৎকার এক কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৫

কালো যাদুকর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রানিত হলাম। আমি এমন দিনে কাজ টাজ ফেলে বৃষ্টি দেখি। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

মিরোরডডল বলেছেন:




কেমন আছে যাদুকর?
বৃষ্টির কবিতা ভালো লেগেছে।

[link|আর্কাইভ থেকে মেইল পড়ে মুগ্ধ হলাম, যাদুকরের এমন লেখা সচরাচর পড়া হয়নি।

বৃষ্টি নিয়ে ব্লগার নস্টালজিকের লেখা আমার অনেক প্রিয় একটা গান।
এই গান আমাকে যে কোথায় নিয়ে যায়!!!





০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১২

কালো যাদুকর বলেছেন: আপনি কেমন আছেন।
অনেক দিন লিখছেন না। আমরা ব্লগে আসি পড়ার জন্য,এবং আড্ডা দেয়ার জন্য । কোনটাই হচ্ছে না।

আড্ডার কথা যেহেতু আসল, ধরেন আমরা সব ব্লগারা একটি ট্রেন দিয়ে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি। আমরা একে অপরের সাথে ব্লগে কথা বার্তা বলব। এবং সে কথাতে গভীরতা ও থাকবে। কিন্তু ,যেহেতু কেউ কাউকে চেনে না, একই সিটে পাশাপাশি বসলেও আমরা হয়তো আলাপ করবো না। ব্লগ একটি ম্যাজিকেল জায়গা। :)

আপনার কথা রাখার চেস্টা করব এবং আরো গদ্য লিখবো ।
গানটি অনেক সুন্দর।



ব্লগে লিখুন,

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




চমৎকার লেখা! এরকম আরও লেখা চাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৭

কালো যাদুকর বলেছেন: আমি ভাল আছি। এই গল্পটির কথা ভুলে গেছিলাম। আবার পড়লাম আজ। ঐ ছেলেটি আমার ছোটবেলার বন্ধু। আহা সেই নানা রংয়ের দিনগুলো।

আপনার ব্লগে যেয়ে আমি অবাক হয়ে গেলাম। আপনার লিখাগুলো আর দেখছিনা। ওগুলো আবার প্রকাশ করে দিন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: আহা কবিতা এবং সাথে ছবিতা দুই দেখেই মুগ্ধ হলাম!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২১

কালো যাদুকর বলেছেন: কবিতা ও ছবিতা, বেশ ছন্দ হয়েছে। পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১:২২

স্প্যানকড বলেছেন:



তুরস্কের একটি ফোক কবিতা

“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”

কবিতা ভালো লেগেছে। আপনার কবিতা পড়ে অনেক পুরনো স্মৃতি নিউরনে আচমকা ধাক্কা দিলো।
ভালো থাকবেন। :)

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০০

কালো যাদুকর বলেছেন: টার্কিশ কবিতাটি বেশ গভীর ও অর্থবহ । আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । পুরনো স্মৃতি গুলো ফেরানোর মধ্যেই এরকম একটি কবিতা সার্থকতা পায়।

১০| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর বৃষ্টিকাব্য। + +
পাঠকের স্থানে বৃষ্টি হোক কিংবা না হোক, এ রকমের ছবি ও কবিতা এক মুহূর্তে পাঠককে উদাস করে ফেলে। এখানে বেশ কয়েকজন পাঠকের মন্তব্যে এ কথাটার সত্যতা মেলে।
তৃতীয় স্তবকের লাইন দুটো যে কতটা সত্য, সে কথাটাই আমি বলেছি আমার একটি বর্ষণমুখর দিনের কিছু বিক্ষিপ্ত ভাবনা লেখাটিতে।

২০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৬

কালো যাদুকর বলেছেন: স্যার আপনাকে অনেক ধন্যবাদ । আপনার লেখাটি পড়ে আসলাম । ওখানেই মন্তব্য করবো । আমি একদিন কাজে যাছিলাম, পথে এমন বৃষ্টি শুরু হল, কি আর বলব । অফিসের মিটিং ক্যানসেল করে , পথের ধারে গাড়ি পার্ক করে লিখতে শুরু করে দিলাম । এখন বৃষ্টি নিয়ে লিখতে চাইলে ঠিক এমনটি আর হবে না।

১১| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: জনারণ্যে একজন এবং মিরোরডডল এর মন্তব্যগুলো ভালো লেগেছে। +

২০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৮

কালো যাদুকর বলেছেন: ওনারা অনেক ভাল পাঠক । আমাকে সব সময়ই উৎসাহিত করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.