![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
----
চাঁদ কে ধরে এনে ঘরে এনে সাজিয়ে রেখেছি যত্ন করে,
তাই তোমাদের রাত সবসময় অন্ধকার,
আমার ঘর কেবলই আলোময় সবসময়।
আজ রাত অতীতে ফিরে যাওয়ার রাত,
সেখানে সব সুখের বসবাস,
অতীতের আনন্দ গুলো ধরে এনে
সিন্দুকে বন্দি করেছি,
তাই তোমাদের থেকে আমারই সুখ বেশি।
মন ছুটি চেয়েছে সব কিছু থেকে
আন্দোলন থেকে, চাকুরী থেকে ,
বউয়ের বকুনি থেকে, চিড়ে মুড়ির ইফতারি থেকে,
তাই মনকে ছুটি দিয়ে দিয়েছি
সে আকাশ থেকে চাঁদ নামায়,
অতীতের ছবি এঁকে দেয়াল রাঙ্গায়।
মন ছুটছে -
দেহ থেকে, ঘর থেকে,
এই সমাজ সংসার থেকে।
কি এক অজানার খোজে,
তাকে কে বোঝাবে,
দিন শেষে সেও ক্লান্ত হবে ,
বন্দি হবে গতানুগতিক বৃত্তে।
২
-----
মাঘের ঘন শীত পেরিয়ে
ফাগুনের ডাক,
শুকনো ধূসর পাতা মাড়িয়ে
কচি পাতারা নিষ্পাপ ও আবাক ।
শিমুল , পলাশের বনে
রংয়ের আয়োজন,
আবার এলো বসন্তের
আগমন।
তবে-
এ মন দেখতে পেল
"রোদন ভরা এ বসন্ত" র অনুবর্তন।
১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০২
কালো যাদুকর বলেছেন: জানি।এজন্যই কবিতাতে ছুটি দিয়ে দিলাম।ধন্যবাদ।
২| ১৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
এম ডি মুসা বলেছেন: সুন্দর
২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪১
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো।
২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪২
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: "দিন শেষে সেও ক্লান্ত হবে" - হুম!
কাজী ফাতেমা ছবি বলেছেন: "মনকে ছুটি দেয়া যায় না কিন্তু" - তিনি চমৎকার বলেছেন।
১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২১
কালো যাদুকর বলেছেন: স্যার ভাল আছেন ? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ দারুন দুটি কবিতা।
মনকে ছুটি দেয়া যায় না কিন্তু