| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কি নিয়ে বাঁচে?
সোনালী অতীতের কথা ভেবে ?
নাকি বর্তমানকেই অতীতের মত সাজিয়ে,
সেখানে চাওয়া পাওয়া হাতড়ায়।
এই শহরে, নিয়ন লাইটের তলে অস্পষ্ট ছায়ারা হেঁটে যায়,
সেখানে তুমি, আমি নিয়মিত ঘুরে আসি,
হাতড়ে ফিরি পরিচিত মুখ,
কোন প্রিয় গান,
কবিতা বা প্রিয় খাবার।
অস্পষ্ট আলো ছায়াতে,
মাঝে মাঝে ফিরে আসে পুরনো মুখ,
চাওয়া পাওয়া ও আনুসঙ্গিক ভাবনা।
তুমি, আমি খুঁজে পাই সান্ত্বনার ফানুস।
তবুও মনে হয় কি যেন নেই,
কোথায় যেন একটি ফারাক রয়েই যায়,
মুখে পুরোপুরি সেই স্বাদ পাওয়া যায় না,
মনের কোঠরে স্মৃতি গুলো অতৃপ্তি নিয়ে অপেক্ষা করে ,
আসলে সব আছে আগের মতই,
তুমি আমি বদলে গেছি,
পরিবর্তনের হাওয়ায় পাল তুলে নাও ভাসিয়েছি,
দিগিন্তের শেষ পানে।
----------------------------
অনেকদিন পরে আসলাম । দেশে গিয়েছিলাম, ভাল লেগেছে। নতুন বছরে কাজে এর চাপে আছি। তবু পুরনো সাথি সামুতে আসলাম। হাত নিসপিস করছিল, কিছু লিখা দড়কার, তাই লিখলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসলে সব আছে আগের মতই,

তুমি আমি বদলে গেছি,
..............................................................
দেশের জন্য ভালবাসা
স্বাগতম ...