![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।
আমাদের অনেকেরই অভ্যাস আছে, কাজের ফাঁকে, প্রয়োজনে বা অপ্রয়োজনে,আঙ্গুল ফোটানোর। আঙ্গুল ফোটালে একধরনের জোড়ালো “ক্র্যাকিং”, শব্দও হয় । সাধারণত ধারণা কারা হয়, আঙ্গুল মোচড়ানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে বুঝি শব্দ হয়। ব্যাপারটা আসলে সে রকম নয়। সেখানে হাড়ের মধ্যে ঘষা লাগেনা। আমরা যখন আঙ্গুল ফোটাই, আঙ্গুল গুলোকে আমরা সাধারনত এমন পরিমান বেন্ডিং করি, যেটা সাধারন ভাবে আঙ্গুলের পক্ষে…হওয়া সম্ভব নয়। আমাদের জয়েন্ট গুলোর চারপাশে একধরনের ফ্লুইড থাকে, যেটাকেfinger.jpeg বলা হয়, সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা এভাবে আঙ্গুল গুলোকে তাদের স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনি, এই ফ্লুইডে একধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং একটা বাবল তৈরী হয়, যেটা একদম সাথে সাথেই ভেঙ্গে যায়, এই বাবল ফাটার শব্দটাই হচ্ছে, আঙ্গুল ফোটানোর শব্দের উৎস। আঙ্গুল ফোটানো ভাল না খারাপ? সাধারনত আঙ্গুল বা পিঠের হাড় ফোটালে আমাদের হাত বা পিঠ সাময়িক কিছু আরাম পায়, ঐ অঞ্চলের জড়তাটা কাটিয়ে উঠানো যায়,,এই অর্থে আঙ্গুল ফোটানোটা ভাল। আঙ্গুল ফোটানোর সাথে বুড়ো বয়সে আর্থারাইটিস হবারও কোন সম্পর্ক নেই। তবে যার…া অনেক বেশি আঙ্গুল ফোটান, আস্তে আস্তে তাদের জয়েন্ট কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেজন্য কাজের ফাঁকে হাত বা পিঠ-কে আরাম দেবার জন্য মাঝে মধ্যে আঙ্গুল ফোটানো যেতে পারে,কিন্তু সেটা যেন বদভ্যাসে পরিণত না হয়।
২| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৭
ত্রিভকাল বলেছেন: ভালো লাগলো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি চাইলেও আমার আঙ্গুল বেশিরভাগ সময় ফুটাতে পারি না, ধরেন সপ্তাহে একবারের বেশী ফুটে না। কেন পারি না তা কি বলতে পারবেন?
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৪
সঞ্জয়ওঝা বলেছেন: না ভাই,এব্যাপারে আমার জানা নাই।
৩| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
স্বপ্ন পথের পথিক বলেছেন: পোস্ট পড়তে পড়তে একবার ফোটালাম
৪| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
িনহাজ রিমন বলেছেন: পিলাচ
৫| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:১০
শফিউল আলম চৌধূরী বলেছেন: পোষ্টে ঢোকার আগে একবার ফুটায় নিছিলাম। ভয় ছিল, যদি আঙ্গুল ফুটানোরে খারাপ কন
৬| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:২২
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: জানতাম না।জানলাম .।
৭| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
আমার ছোটবেলায় বদভ্যাস ছিল আঙ্গুল ফোটানোর কিন্তু এখন আর নেই
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৫
সঞ্জয়ওঝা বলেছেন:
৮| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৭
অবাক-পৃথিবী বলেছেন: আমার আছে আনেক । দুই হাত মিলিয়ে প্রায় ২৫টার উপরে ফোটাতে পারি
৯| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
মনে নাই বলেছেন: সারাদিন ফোটাতে পারিনি, আপনার পোষ্ট দেখে কয়েকবার ফুটিয়ে নিলাম, এখন ভালো লাগছে।
১০| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪০
মা-বাবার বেকার সন্তান বলেছেন: ভালো লাগলো।
১১| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আগে করতাম। এখন আর করিনা।
১২| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৩
একজন আরমান বলেছেন: শুধু কি আঙ্গুল ফোটানোর অভ্যাস? আঙ্গুলের সাথে সাথে হাতের কব্জি , পায়ের গোড়ালি, পিঠের হাড়, আর ঘাড় ফোটানোর বদ অভ্যাসও আছে।
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
সঞ্জয়ওঝা বলেছেন: খুব খারাপ।
১৩| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৯
মুক্তকণ্ঠ বলেছেন: স্বপ্ন পথের পথিক বলেছেন: পোস্ট পড়তে পড়তে একবার ফোটালাম
আমিও
১৪| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১:০৩
এলে বেলে বলেছেন: জেনে ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
সঞ্জয়ওঝা বলেছেন:
১৫| ৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++
১৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯
সঞ্জয়ওঝা বলেছেন: ৪৬৮/৪/১৬/৩/১৬
১৭| ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা পোস্ট পড়েই একবার ফোটাবো,নরমালি ফোটাই না
মজা পেলাম+
২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
সঞ্জয়ওঝা বলেছেন:
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
চড়ুই পাখির ডিম বলেছেন: আঙ্গুল ফোটালে ওই জয়েন্ট গুলো মোটা হয়ে যায়, ফলে বিসদৃশ দেখায়। আমার এই কুঅভ্যাসের জন্য এখন আংটি পরতে পারিনা। আঙ্গুল চিকন, কিন্তু গিটগুলো মোটা।
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২১
সঞ্জয়ওঝা বলেছেন: খুবই খারাপ কথা।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪২
লিন্কিন পার্ক বলেছেন: ++++++