নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয় ভালোর ভাল হও,নয়তো মন্দের শিরমনি।

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সঞ্জয়ওঝা

ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।

সঞ্জয়ওঝা › বিস্তারিত পোস্টঃ

মানব শরীরের কিছু মজার তথ্য....যা হয়তো আপনি জানতেন না।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩





১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা যা করে:(ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়।

(খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে।

(গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে।

(ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।

(ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে।

(চ) ১ সের ২ ছটাক পানি পান করে।

(ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোনো না কোনো কাজ করে।

(জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে।

(ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়।



২. মানব শরীরে ৭০% পানি ও ১৮% র্কাবন রয়েছে।



৩. একজন মানুষরে হৃৎপিণ্ড তার মুষ্টবিদ্ধ হাতের সমান।



৪. হৃৎপিণ্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়। এটা

মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।



৫. মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি।



৬. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।



৭. মাথায় প্রতিদিন প্রায় ১০০টি চুল গজায়।



৮. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।



৯. একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।



১০. স্বাভাবিক জীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।



১১. মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।



১২. একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্যগড়

হিসেবে ২৮ মিটার।



১৩. জন্মের প্রথম বছরে একটি মানবশিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।



১৪. জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব অতিক্রম করে।



১৫. একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

ছািব্বর বলেছেন: ৫ -৬ লিটার রক্ত আর ৬০% পানি হইবে

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬

সঞ্জয়ওঝা বলেছেন: বুঝলাম না....কত নম্বরে ভাই??

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

সঞ্জয়ওঝা বলেছেন: ;)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

ব্লগার রানা বলেছেন: নাহ পানি মনে হয় বেশি পান করে। তবে ফিচারটা সুন্দর!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.