নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয় ভালোর ভাল হও,নয়তো মন্দের শিরমনি।

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সঞ্জয়ওঝা

ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।

সঞ্জয়ওঝা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সেরা দশ দর্শনীয় স্থান.......

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩

আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থানের একটি ছবিব্লগ। আমি আমার মত করে সাজিয়ে দিলাম। আপনাদের মতে সেরার তালিকাটা আপনারা কমেন্টস করে যানাতে পারেন।



১| কক্সবাজার সমুদ্রসৈকত,চট্টগ্রাম বিভাগে অবস্থিত। যার একপাশে আছে পাহাড় আর এক দিকে আছে বিস্তীর্ন জলাভুমি। এই দুই সৌন্দর্যই এখানে একত্রে দেখা যায়।







২| সুন্দরবন,খুলনা বিভাগে অবস্থিত। যেখানে আছে আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের অবাধ বিচরন। এ বনটি বাংলাদেশের ফুসফুস হিসেবে আমাদের সকলকে বাচিয়ে রেখেছে।







৩| কুয়াকাটা সমুদ্রসৈকত,বরিশাল বিভাগে অবস্থিত। পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান। এখান থেকে সমুদ্রের বুকে সূর্য উদয় ও সূর্য অস্ত দুটোরই দেখা পাওয়া যায়।







৪। মাধপকুন্ড জলপ্রপাত, এখানে দেখা মেলে পাহাড় থেকে গড়িয়ে পরা পানি। যাকে আমরা ঝর্না নামে জানি।







৫। সেন্ট মার্টিনস দ্বীপ,এখানে চারপাশে বিপুল জলরাশির মাঝখানে জেগে আছে সারি সারি দ্বীপ। পাথর আর ঝিনুকের মিলনমেলা এখানে দেখা যায়।







৬। চা বাগান, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দেখা জায়। তবে সিলেটেই বেশি দেখা যায় পাহাড়ের পর পাহাড় জুড়ে বিস্তীর্ণ চা বাগান।







৭। সোমপুর বিহার, পাহাড়পুরে অবস্থিত এই বিহারটি দেশের একটি অতি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন।







৮।ষাট গম্ভুজ মসজিদ, খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত দেশের এই অনন্য পুরাকীর্তিটি। এর পাশেই রয়েছে হযরত খানজাহান আলির মাজার।







৯। লালবাগ কেল্লা, ঢাকা শহরের ভিতরে দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম। বিশাল এলাকা জুরে অবস্থিত এটিও বাংলাদেশের আরেকটি পুরাকীর্তি।







১০। রবিন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত। চমৎকার এই বাড়িটির পাশেই রয়েছে পিকনিক স্পট।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ছবি ও বর্ণনা
মোহিত করে হৃদয়
আমরা এ দেশ
মনোরমা দৃশ্যময়

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৮

সঞ্জয়ওঝা বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি....
সকল দেশের রানি সে যে আমার জন্মভুমি।

২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল পোস্ট +++

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

সঞ্জয়ওঝা বলেছেন: ধন্যবাদ.... B-) B-)

৩| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

েবনিটগ বলেছেন: +

৪| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট । :)

৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

কাউসার রানা বলেছেন: অসম্ভব সুন্দর অসম্ভব।
ধন্যবাদ পোষ্টের জন্য।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

সঞ্জয়ওঝা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

সোহাগ সকাল বলেছেন: চমৎকার পোস্ট! ছবিগুলো অনেক সুন্দর!

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

সঞ্জয়ওঝা বলেছেন: আপনাদের সুচিন্তিত মতামতই আমার পরবর্তী লেখার অনুপ্রেরনা... ;) ;)

৭| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

মুঘল সম্রাট বলেছেন: এখনও ৭ টা বাকি।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

সঞ্জয়ওঝা বলেছেন: মানে কি?? বুঝলাম না..... X(

৮| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

চারশবিশ বলেছেন: আপনি যদি বলতেন বাংলাদেশের কোন কোন জায়গা অত্যন্ত দর্শনীয়

তাহলে ৬৮ হাজার গ্রামের লোক জন বলত, আমাদের গ্রাম বেশি সুন্দর


এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি....
সকল দেশের রানি সে যে আমার জন্মভুমি

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২

সঞ্জয়ওঝা বলেছেন: সহমত... :) :) ;)

৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

লজিক মানুষ বলেছেন: ৪বার হোলো সেন্টমার্টিন গেলাম, তাউ মন ভরে না। ইচ্ছা আছে নেক্সট টাইম বোউ কে নিয়ে যাবো।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৬

সঞ্জয়ওঝা বলেছেন: ভাই একবার কষ্ট করে আমাদের কুয়াকাটা যাবেন...... আশা করি ভাল লাগবে।

১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৪

দুরন্ত সাহসী বলেছেন: খুব সুন্দর

ভালো লাগা

ধন্যবাদ

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

সঞ্জয়ওঝা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১,৪,৫,৬ তে গেছি - বাকিগুলাতে যাই নাই! তবে যাওয়ার ইচ্ছে আছে!

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮

সঞ্জয়ওঝা বলেছেন: ভাই একবার কষ্ট করে আমাদের কুয়াকাটা যাবেন.....আপনার নিমন্ত্রন রইল, আশা করি ভাল লাগবে।

১২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মেংগো পিপোল বলেছেন: ভালো পোষ্ট এবং কাজের। ভালো থাকবেন।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১১

সঞ্জয়ওঝা বলেছেন: ধন্যবাদ,আপনাকে।

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

ভুং ভাং বলেছেন: ৭ টি তে গেছি -বাকিগুলাতে এখনো যাওয়া হয়নি। দেখি সামনে কোন সময় যাওয়া হয় কিনা । পোস্টে +++++++

১৪| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো। প্লাস দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.