![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।
বিজ্ঞানে ‘আবিষ্কার’ শব্দটি আমরা বেশ ভারী একটা শব্দ হিসেবে ধরে থাকি। বিজ্ঞানী হবেন মোটা গোঁফ, ভারী ফ্রেমের চশমা পরিহিত একজন- ‘বিজ্ঞানী’ বললে এমন চেহারাই আমাদের কল্পনায় ফুটে ওঠে। আর তাই তার আবিষ্কারও হবে ভারী আর দুর্বোধ্য কিছু- এমনটাই ভাবি আমরা। কিন্তু নিচের আবিষ্কারগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। মারাত্মক মন খারাপ অবস্থায়ও আপনি হাসতে বাধ্য হবেন...
১. ধরুন আপনি আপনার কোলের শিশুটিকে নিয়ে কোথাও যেতে চাচ্ছেন তাড়াতাড়ি, কিন্তু পাচ্ছেন না কোনো পছন্দসই যানবাহন। অসুবিধা কি? নিচের বেবি স্ট্রলার এন্ড স্কুটার হাইব্রিড নামক বাহনটির দিকে একবার তাকিয়েই দেখুন না!
২. চা পানের অভ্যাস কম-বেশি আমাদের সবারই আছে। কিন্তু একদিন অফিসে গিয়ে হয়তো কাজের মারাত্মক চাপের কারণে চা পান করতে চাইলেও বাইরে যেতে পারছেন না অথবা অফিসের কর্মচারিদেরও খুঁজে পাচ্ছেন না- এমন সময় কি চা পানের ইচ্ছাটাকেই বিসর্জন দেবেন? মোটেও না। কারণ আপনার পরনের টাইয়ের ভেতরেই থাকতে পারে চা!
৩. টেবিল টেনিস খেলার খুব শখ আপনার, ছাত্রজীবনে এর জন্য খুব সুনামও কুড়িয়েছিলেন হয়তো। এখন আছেন কর্মজীবনে, নিজের বাসায়। হলের মতো আর নিজের বাসায় টেবিল টেনিস খেলতে পারেন না বলে মন খারাপ? চিন্তার কিছু নেই। নিচের ছবিটির মতো আপনার ঘরের দরজাটিকেই টেবিল টেনিস খেলার টেবিল হিসেবে ব্যাবহার করতে পারেন।
৪. প্রিয় মানুষটির সাথে আলিঙ্গনাবদ্ধ হতে ইচ্ছা করছে কিন্তু পারছেন না? নিচের ছবিটি দেখুন। দুধের স্বাদ যে ঘোলে মিটবে তা নিঃসন্দেহেই বলা যায়!
৫. ফুটবল খেলার মারাত্মক ভক্ত আপনি? ক্লাব ফুটবলের একটি খেলাও মিস দেন না তা যত রাতেই প্রচার করা হোক না কেন? যদি এমনই হয়ে থাকে তবে আপনার জন্যই নিচের চেয়ারটি...
৬. কুকুর দেখলেই কি ভয় পান? পাড়ার কুকুরগুলোর গরম গরম চোখের চাহনি কি আপনার ঘুম হারাম করে দেয়? তাহলে তাদের পড়িয়ে দিন নিচের মুখোশগুলো। ব্যস, আর চিন্তা নেই...
৭. যে রাঁধে সে চুলও বাঁধে- এ কথা তো সবাই জানে। কিন্তু নিচের ছবিটি দেখলে বলতে হবে- “যে রাঁধে সে ড্রামও বাজায়”!!!
৮. কলম কি শুধুই লেখালেখির জন্য? মোটেও না। নিচের ছবিগুলো কিন্তু তাই বলে...
৯. বাচ্চাকে গোছল করাচ্ছেন আর চোখে পানি যাচ্ছে বলে সে কান্নাকাটি করছে? তাহলে তাকে পড়িয়ে দিন নিচের ক্যাপটি!
১০. বৃষ্টি হচ্ছে মুষলধারে, ছাতা শুধু আপনার মাথা বাঁচাতে পারছে কিন্তু ভিজে যাচ্ছে শরীরের বাকি অংশটুকু? তাহলে ব্যবহার করতে পারেন নিচের ছাতাটি!
সূত্র: http://www.boredpanda.com
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
তামিম ইবনে আমান বলেছেন: ছবিতে যতটা সুন্দর দেখায় বাস্তবে ততটা না। এগুলো কে আবিষ্কার না বলে গ্যাজেট বলাই ভালো।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
জনাব মাহাবুব বলেছেন: শেষের ছবিটা সুন্দর হয়েছে।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
আহমেদ আলিফ বলেছেন:
এরকম একটা ছাতা আমার চাই.......
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
নীলতিমি বলেছেন:
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১
শাহরিয়ার খান রোজেন বলেছেন: এর আগে লেখাটা কোথায় যেন দেখেছিলাম। তবে ছাতাটাই খুবই সুন্দর হয়েছে।