নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরুষ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কালপুরুষ

জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।

কালপুরুষ › বিস্তারিত পোস্টঃ

কবিতাকে নিয়ে অ-কবিতা

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৬

কবিতাকে নিয়ে অ-কবিতা



কবিতা লিখতে লিখতে একদিন হঠাৎ কবিতাকেই হারিয়ে ফেলি।

শব্দের পর শব্দ জুড়ে নিপূণ হাতে অন্য এক কবিতার ছবি আঁকি।

একদিন চেয়ে দেখি বাক্যহীন ধুসর ক্যানভাসে এক অচেনা ছায়া,

কবিতা সেখানে নেই। আমার ঘরে, বারান্দায়, উঠোনে কবিতার

পায়ের নূপুর আর বেজে ওঠেনা। হরিনীর মতো চঞ্চল, ঝর্ণার মতো

উচ্ছল, প্রকৃতির মতো নির্মল কবিতা আমার বৃষ্টির ছন্দে, পাখীর

কলরবে, মায়াবী জোছনায় আর হেসে ওঠেনা। প্রাঞ্জল শব্দে, মুগ্ধ

বাক্যে, অনুপম ছন্দে সে আর উদ্বেলিত হয়না। কবিতা আজ নীরব।

এক কবিকে ভালবেসে আজ তার নিঃসঙ্গ জীবন, অন্য এক কবিতা

কেড়েছে তার স্বপ্নময় সুখ। কবিকে হারায় কবিতার মাঝে, অথচ

শূন্য খাতার পাতা হেসে ওঠে পাওয়ার আনন্দে। হায় কবিতা! সুখে

তার বিঁধে রয় শব্দের কাঁটা, ভালবাসা কুড়ে খায় বাক্যবিলাসী যত

ঘুণপোকা। কবিতাকে ভুলে আজ ডুবে থাকি কবিতায়। কবি হবার

নেশায় ভুলে যাই সবকিছু। প্রেম-ভালবাসা সবই যে আমার কবিতা,

কল্পনায় ভাসি আমি স্বপ্নের ঠিকানায়। কবিতা নামের মানবী এক

ডুকরে কাঁদে অবহেলায়। আমি সৃষ্টির নেশায় বুঁদ হয়ে পড়ে থাকি

রাত্রির মাদকতায়, ভুলে যাই জীবন্ত এক কবিতা আমারি বিছানায়।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-৪

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: এইটা অ-কবিতা হলে কবিতা কোনটা?
এত সুন্দর করে শব্দগুলো কেমন করে যে সাজান!
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা রেখে যাই।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৫

কালপুরুষ বলেছেন: অ-কবিতাকে কবিতায় রূপ দেবার জন্যেই তোমাদের লেখা কবিতাগুলো নিয়মিত পড়তে থাকি। তবুও কবি হতে পারিনা। তাই নিজের অ-কবিতাগুলোকে সম্বল করে পুনরায় কবিতা লেখার চেষ্টা করি। কবিতা হয়না কিছুতেই।

২| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪১

সুখী মানুষ বলেছেন: কবিতাকে ভুলে আজ ডুবে থাকি কবিতায়...

অ-কবিতা কবিতার মতই এনজয় করলাম, রখে দিলাম মনে।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৬

কালপুরুষ বলেছেন: ভাল লাগলেই লেখার সার্থকতা।

৩| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪২

নাজনীন খলিল বলেছেন:
বেশ চমৎকার কবিতা হয়েছে দাদা। শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮

কালপুরুষ বলেছেন: দিদি, তুমি যখন চমৎকার বলেছো, তাহলে বুঝে নিচ্ছি কিছু একটা হয়েছে। খুশী হলাম।

৪| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: "একদিন চেয়ে দেখি বাক্যহীন ধুসর ক্যানভাসে এক অচেনা ছায়া,
কবিতা সেখানে নেই। "



দাদা, প্রতিদিন কবিতা চাই। শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৫

কালপুরুষ বলেছেন: চেষ্টা করি- পেরে উঠিনা।

৫| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪

চিটি (হামিদা রহমান) বলেছেন: অ-কবিতা যদি এমন হয়, তাহলে কবিতা কেমন হবে? দাদা।

আপনার অ-কবিতা চমৎকার ।

৬| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৫

হিমালয়৭৭৭ বলেছেন: আপনার চেনা ফরম্যাট এবং বিষয়বস্তু থেকে বেরিয়ে off-trackএ এসে লেখাটাকে একজন চৌকস দাবাড়ুর মত মনে হল, যে কিনা আগে থেকেই জানে তার পরবর্তী ১০টি চাল কী হতে যাচ্ছে, এবং এটাও জানে তার প্রতিপক্ষের সম্ভাব্য চাল কী হতে পারে।।। শুধু একটি ব্যাপার খেয়াল করলাম , এই কবিতার বাক্যগুলোকে যদি গদ্যাকারে লেখা হয় তাহলেও পঠন সামান্যতম বিঘ্নিত হবেনা।।।। আপনার প্রতিপক্ষ দাবাড়ু যদি গদ্যাকারে লেখাটিকেই আপনার বিপক্ষে চাল হিসেবে দেয়, আপনার বিশপ, নাইট, ক্যাসল, কুইনের সমণ্বয়ে গঠিত দাবাড়ু কবিতাটি পাল্টা কী চাল দেয়, সেটি দেখার জন্য হলেও আমি এই দাবা ম্যাচের দর্শক হতে রাজী আছি।।।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪

কালপুরুষ বলেছেন: হিমালয়, একদম আমার মনের কথাটি আপনি ধরে ফেলেছেন। এটা কবিতার ফরম্যাটে লেখার পরও গদ্যের ছায়া থেকে বের করতে পারিনি। পোস্ট দেবার আগেও ভেবেছি ফরম্যাটটা ভেঙ্গে ফেলি- গদ্যাকারে পোস্ট করি। কিন্ত এতো কষ্ট করে ফরম্যাটটা ধরে রাখার খাতিরে আর ভাঙ্গতে ইচ্ছে হলোনা। তাই "অ-কবিতা" আদলেই পোস্ট করলাম। আমার কথাগুলো আমি বলে গেছি- তাই গদ্য বা কবিতা বিষয়টা নিয়ে আর ভাবলাম না। অনেকেই আমার মতো চালে ভুল করতে পারে- এটা আসলেও কবিতা নাকি অ-কবিতা? কিস্তি সামলানোর দায়িত্বটা পাঠককেই দিলাম। আমি রাজা সামলানোতে ব্যস্ত।

৭| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৭

সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: ভালোইতো লাগলো।
ভাল থাকবেন।

৮| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬

ম্যাকলাভিং বলেছেন: মাইনাস

৯| ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

অদৃশ্য বলেছেন: কালপুরুষ দা, একটিকে সৃষ্টি করতে গিয়ে যেন আর একটি অভেলিত নাহয়।

অনেক ভালোলাগা জানালাম।

১০| ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

নম্রতা বলেছেন: জীবন্ত এক কবিতা আমার ভাবনায়......প্রতিদিন খেলা করে আনমনে।

দাদা, অনেক শুভেচ্ছা।

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

কালপুরুষ বলেছেন: সেইতো! আমার প্রেরণার উৎস। যার দর্শনে ভাব উথলে ওঠে মন নদীতে।

১১| ১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৮

সৈয়দ নাসের বলেছেন: ভালা লাগলো কবি । আপনার শব্দ চয়নে সব সময় একটা মাধুর্য্যতা তাকে । ভারা থাকবেন

১২| ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

চাক্ষিক বলেছেন: "কবিতাকে ভুলে আজ ডুবে থাকি কবিতায়।" -এই না হলে কবি! ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

কালপুরুষ বলেছেন: কেমন আছেন আপনি। বেশ কিছুদিন হলো আপনাকে ব্লগে দেখছিনা। ভুলে যাননি নিশ্চয়ই। আপনার নিয়মিত উপস্থিতি কামনা করি। ভাল থাকুন।

১৩| ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮

ঝুমী বলেছেন: "কবিতাকে ভুলে আজ ডুবে থাকি কবিতায়। কবি হবার
নেশায় ভুলে যাই সবকিছু।" দারুণ! কবিরা এমনই হয়!!! +:)

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

কালপুরুষ বলেছেন: এইগুলো সব ডাঁহা মিথ্যে কথা। আমি এখনো কবি হতে পারিনি তাই কবিতাকে ভুলতে পারিনা কিছুতেই। কিছু একটা লিখতে হয় বলেই লেখা।

১৪| ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১০

শায়লা হক বলেছেন: খুব সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.