নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম যার যার রাষ্ট্র সবার

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে,

কামাল আহমেদ

[email protected]

কামাল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় অংশ নিয়ে আইবিএ’র ছাত্রত্ব হারালেন সোমা

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১২ তে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারালেন মেধাবী ছাত্রী সোমা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষাক্রম থেকে বাদ পড়েছেন তিনি। সাদিয়া আর্জুমান্দ বানু সোমা এখন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২-এর সেরা ৫-এ রয়েছেন। সোমাকে মডেল করে লাক্স-এর বিজ্ঞাপনও বানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার আয়োজকদের একগুয়েমি ও গাফিলতির কারণেই মেধাবী শিক্ষার্থী সোমার শিক্ষাজীবনে নেমে এসেছে এই চরম হতাশা। এ ঘটনার পর সোমার অভিভাবক এবং আইবিএর শিক্ষকরা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার আয়োজকদের ওপর ভীষণ ক্ষুব্ধ। ইউনিলিভারের আচরণকে অনৈতিক উল্লেখ করে তারা বলেছেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ আয়োজক কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণের বলি হতে হলো মেধাবী ছাত্রী সোমাকে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে এসে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়টিকে গেলে তার নিয়মিত লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে থাকে। আইবিএর নিয়ম ভঙ্গ করায় শিক্ষা প্রতিষ্ঠানটি তাকে ড্রপ আউট হিসেবে চিহ্নিত করে নোটিশ দেয়। সোমার পরিবারের দাবি, আয়োজকদের গাফিলতি ও একগুয়ে নীতি প্রয়োগের কারণেই তিনি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম করতে বাধ্য হন। ‘লিভ বিউটিফুল বা লেখা পড়া বাদ দিয়ে সৌন্দর্যে বাঁচো’-এ স্লোগান চলছে এ প্রতিযোগিতা।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

দূর আকাশের নীল তারা বলেছেন: আয়োজকদের নিয়ম-কানুন গুলো নিশ্চয় সব প্রতিযোগীরই জন্যই সমান। প্রদিযোগীকে বেছে নিতে হবে, তার কাছে কোনটা বেশী প্রয়োজনীয়: মডেলিং না পড়াশুনা। আয়োজকদের দোষ দেয়া না নিছক ভাড়ামী ছাড়া কিছু মনে হয় নি।

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

কামাল আহমেদ বলেছেন: আয়োজনদের গাফিলতির জন্যই সে ছাত্রত্ব হারিয়েছে

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৬

শিপু ভাই বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: আয়োজকদের নিয়ম-কানুন গুলো নিশ্চয় সব প্রতিযোগীরই জন্যই সমান। প্রদিযোগীকে বেছে নিতে হবে, তার কাছে কোনটা বেশী প্রয়োজনীয়: মডেলিং না পড়াশুনা। আয়োজকদের দোষ দেয়া না নিছক ভাড়ামী ছাড়া কিছু মনে হয় নি।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

রোড সাইড হিরো বলেছেন: ‘লিভ বিউটিফুল বা লেখা পড়া বাদ দিয়ে সৌন্দর্যে বাঁচো’-এ স্লোগান চলছে এ প্রতিযোগিতা।

লেখাপড়ার জন্য অনেকে তাদের প্রতিভাকে বিসর্জন দেয় সারাজীবনের জন্য, আর এখন চলতেছে এর উল্টো সিসটেম B:-)

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১

কামাল আহমেদ বলেছেন: সেলকাস বিচিত্র এ দেশ!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

বুড়া শাহরীয়ার বলেছেন: লুজার!!!

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১

ডাব্বা বলেছেন:
তুমি জেনে শুনে বিষ করেছ পান। Enjoy!

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২

কামাল আহমেদ বলেছেন: মজা বুঝবা পরে

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২

শুক তারা বলেছেন: এই বোকা মেয়েকে ইউনিলিভার বাধ্য করেনি পার্টিসিপেট করতে, তার কাছে আই.বি.এর চেয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড বেশি প্রয়োজনীয় হয়েছে তাই সে পড়ালেখা ফেলে ঐসবে ইনভল্ভ হয়েছে এখানে মেয়েটিই দায়ী

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

কামাল আহমেদ বলেছেন: সোমার পরিবারের দাবি, আয়োজকদের গাফিলতি ও একগুয়ে নীতি প্রয়োগের কারণেই তিনি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম করতে বাধ্য হন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

অজানাবন্ধু বলেছেন: শুক তারা বলেছেন: এই বোকা মেয়েকে ইউনিলিভার বাধ্য করেনি পার্টিসিপেট করতে, তার কাছে আই.বি.এর চেয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড বেশি প্রয়োজনীয় হয়েছে তাই সে পড়ালেখা ফেলে ঐসবে ইনভল্ভ হয়েছে এখানে মেয়েটিই দায়ী ।

সে ছোট খুকী না। তারপর আবার মেধাবী ছাত্রী। যা করেছে নিশ্চয় ভেবে চিন্তে করেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

কামাল আহমেদ বলেছেন: ঠিক কইছে.........

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
লেখা পড়া কইরা গাড়ি ঘোড়ায় চরবে সে মডেলিং করে চড়বে -- তাতে সমস্যা কই !!

তার যথেষ্ট জ্ঞান দিয়েছে - যেটা ভালো মনে করেছে সেটা করেছে -- :)

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

কামাল আহমেদ বলেছেন: মদ, রুটি ফুরে যাবে, প্রিয়ার কালো চোখ সাদা হয়ে যাবে, কিন্ত শিক্ষা অনন্ত যৌবনা

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হায় রে বাঙ্গালী পড়ালেখা ছাড়া আর কিছু বুঝে না ---

আমি হেইট করি বাংলাদেশি পড়ালেখা সিস্টেম -- কারিগরি দিগ দিয়া আগায় না পড়ো সোনা পড়ো --

আই উয়ান্ট টু বি এ ডাক্তার -- এইম ইন লাইফ লিখতে থাকুন -- আপনার মেয়ে /ছেলে থাকলে শিখাতে থাকুন !!

গলঃগদ্ধন করে গিলাতেই হবে নিজস্বতা বলে কিছু থাকবে না হাহাহাহাহাহ ---


১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

জুনিয়র ফারুকী বলেছেন: আশ্চর্য ! এসব প্রতিযোগীতায় আছে কী ? গ্ল্যামার দিয়ে দেশের সমস্যার সমাধান হয় নি হবেও না ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩

শাহরিয়ার উসামা বলেছেন: এক হাতে তালি বাজে না।
মেয়েটা আর আয়োজক সবারই দোষ আছে।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

যাযাবর মানুষ বলেছেন: ভালই হইসে. :P আই বি এ থেকে পাস করলে পরে এমনি তেই ইউনিলিভার এ চাকরি পাইত।। এখন দেখা যাক কি করে উনি :)

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

ধূসর সময় বলেছেন: শুক তারা বলেছেন: এই বোকা মেয়েকে ইউনিলিভার বাধ্য করেনি পার্টিসিপেট করতে, তার কাছে আই.বি.এর চেয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড বেশি প্রয়োজনীয় হয়েছে তাই সে পড়ালেখা ফেলে ঐসবে ইনভল্ভ হয়েছে এখানে মেয়েটিই দায়ী ।

সে ছোট খুকী না। তারপর আবার মেধাবী ছাত্রী। যা করেছে নিশ্চয় ভেবে চিন্তে করেছে।
তার কাছে সম্মানের চেয়ে গ্ল্যামারের নোংরা জগত বেশি পছন্দ

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

অয়োময় বলেছেন: এই মেয়েগুলা খ্যাতির জন্য নিজের সব বিলিয়ে দিতে পারে, আর এতো মাত্র পড়ালেখা...!

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৪

sohagamin বলেছেন: লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী তৈরির নামে যা করে .......... আবার তারাই দেশীয় সংস্কৃতি বাঁচানোর আন্দোলন করে সত্যিই সেলুকাস..............................

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

আগে নাকি ভালো ছিলাম বলেছেন: শিপু ভাই বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: আয়োজকদের নিয়ম-কানুন গুলো নিশ্চয় সব প্রতিযোগীরই জন্যই সমান। প্রদিযোগীকে বেছে নিতে হবে, তার কাছে কোনটা বেশী প্রয়োজনীয়: মডেলিং না পড়াশুনা। আয়োজকদের দোষ দেয়া না নিছক ভাড়ামী ছাড়া কিছু মনে হয় নি।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: ধুর লেখাপড়া দিয়া কি হইব! এই জামানায় নিজেকে ভালো রেটে বেচতে পারটা হইল আসল কথা। আর একটু গ্লামারস থাকলে শোবিজের চাইতে ভালো রেটে একজন মেয়ে আর কোথায় বিক্রি হইতে পারে! এখন শোবিজে মন দিক, ভালো ভালো কর্পোরেট হাউজের কর্তা আর মিডিয়া জায়ান্টদের সাথে নিয়মিত ডিনার যাক। ব্যাস !! তার টাকা খায় কে!!

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

নাট-বল্টু বলেছেন: মরুক না !!!!!! গেলামার নিয়া থাকুক। নিজের বুঝ না বুঝলে কি আমরা গিয়ে বুঝামু। :P :P B-)) B-))

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২

ভদ্র পোলা বলেছেন: লাক্স এর হাতছানি তে ঝাপসা হয়ে গিয়েছে iba এর স্বপ্ন


লাক্স এর ছোঁওয়ায় আমি স্টার হয়ে যাই !!!


কয়দিন পর রাস্তা ঘাটে স্টার আর স্টার এ ভরে যাবে , তখন কি হপে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.