![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈ য় দ কা ম রা ন আ হ ম দ
আজ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি
বাংলার মুক্ত আকাশে শকুন শকুনীর প্রাসারিত ডানা
সুর্য রশ্মির সাথে বিবাদ-সমঝোতা শেষে
সবুজ বাংলার মাটিতে তাদের অপছায়া।
চারদিকে ভূখা নাংগা মানুষের স্রোত
রক্তে রক্তে ডাংগুলি খেলা;
তবুও বলবে তুমি, আমাদের মাঝে
এসেছ, হে স্বাধীনতা!
তোমার স্তুতি গেয়ে চলছে আজ
চারপাশে সুবিধাবাদীদের উলঙ্গ নৃত্য,
আমিও দেই হাততালি তাদের সাথে,
খারাপ কি তাতে, কিছু যদি ঢুকে আমার পকেটে?
মিছিল মিটিঙ্গে তোমার নামে বুক ফাটানো স্লোগান
গুলি-টিয়ারসেল, হরতাল অবরোধ, আগুনে পুড়ে মৃত্যু
হে স্বাধীনতা, এটাই কি তবে আমার
লূলা সংবিধান থেকে প্রাপ্ত গনতান্ত্রিক অধিকার?
দ্ধন্ধ আর হিংসার অগ্নীতে পুড়ছে-
ছা’পোষা কৃষক শ্রমিক, সমগ্র জাতি;
এই যদি হয় তোমার থেকে আমার শেষ প্রাপ্তি
তবে কেন, হে স্বাধীনতা, ডাষ্টবিনে পরে কাঁদ
দুমুটো অন্নের জন্য?
কোন পাট ক্ষেতে তুমি হলে ধর্ষিত
হাড়ালে তোমার সম্ভ্রম-
কার উপর তোমার এত ক্ষোভ,
যার কারনে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে-
আজ কেবলই তোমার নষ্ট ভ্রূণ?
©somewhere in net ltd.