![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী।
পবিত্র রমজান মাসই হচ্ছে নেকি কামানোর মাস যদিও ঈমানী দুর্ভলতার কারণে আমরা রমজানকেই অতিরিক্ত মুনাফা করে ব্যাবসা করার মাস হিসাবে বেচে নিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন।
রোজাদার ভাইদের জন্য একটি দরূদশরিফ পড়ার অনুরোধ করতেছি যার ফাজায়েল অনেক-----------------------।
দরূদ: জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। (মোটামোটি অর্থঃ হে আল্লাহ আপনি আমার পক্ষ্য হতে মোহাম্মদ (সাঃ) এবং তাহার পরিবারবর্গের প্রতি উপকার পোছান।)
ফায়েদাঃ
১. যদি কোনো ব্যাক্তি এই দুরূদ একবার পাঠ করেন তাহলে ৭০ জন ফেরেস্তা ১০০০ দিন তার জন্য নেকি লেখতে লেখতে ক্লান্ত হয়ে যায়।
২. কোনো ব্যাক্তি এই দরূদশরীফ পড়ার সাথে সাথেই একদল ফেরেস্তা এই দরূদকে নবী (সাঃ) নিকট পাঠকারীর নাম বাপের নাম সহ পেশ করেন। এবং নবী (সাঃ ) নিজেও পাঠকারীর নাম বাপের নাম সহ এই দরূদের জবাব দেন।
আল্লাহ আমাদের আমল করার তেীফিক দান করুন।
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৪
মোসাফির বলেছেন: নেকির হাদিস নিয়া দুর্ভল সবল হাদিসের তুলনা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় বলে বুজুর্গানে দ্বীন বলে থাকেন। কারণ এতে শরীয়তের তেমন কোনো ক্ষতির কারণ নাই। তাছাড়া আল্লাহর খাজানায়তো আর কম নাই যে বান্দাকে অনেক বেশি দিলে কমে যাবে। আশা করি ব্যপারটা বুঝতে পারবেন।
০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১১
মোসাফির বলেছেন: "মুমিনের দোয়া ও আমল" লেখক:- মোহাম্মদ জিয়াউর রহমান। কিতাবে উক্ত দরূদশরীফটির ফাজায়েল "মাজমাউল জাওয়ায়েদ" নামক বিখ্যাত হাদিসের কিতাবের সূত্রে উল্লেখ করিয়াছেন। ছিহা সিত্তার বাহিরে হলেও "মাজমাউল জাওয়ায়েদ" হাদিসের কিতাবটি হাদিস বিশারদরের কাছে খুবই বিখ্যাত একটি হাদিসের কিতাব।
আশা করি আমল করবেন।
২| ৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫
মিনহাজুল হক শাওন বলেছেন: ছোট্র উপহার পেয়ে ধন্য হলাম
০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৪১
মোসাফির বলেছেন: এখন কষ্ট করে আমল করে আখিরাতে জন্য কিছু নেকি কইরা নিলেই ভালো হবে ইনশাআল্লাহ।
৩| ৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২১
ণত্ববিধান বলেছেন: ভাই, মনে হচে আপনি ফজিলে আমোল ঠেকে এই হাদিস বরনণা করেসেন, ভাই, তবলিগ ছাইরা সঠিক পঠে আসেন, সয়াব না খুজে কাজ করেন, ওলসতা কমান, আমরা তবলিগ মুক্ত বাংলাদেশ চাই।
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:২০
মোসাফির বলেছেন: বন্দুকে কে কেউ যদি শত্রু মনে করে তবে সেটা নিজেকে ধ্বংশ করার সব চাইতে বড় বোকামী। আল্লাহ আমাদের সহি বুঝার তেীফিক দান করুন।
০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১২
মোসাফির বলেছেন: না ফাজায়েলে আমলের কিতাবে উক্ত দরূদশরীফটি আমি পাই নাই। যে কিতাবে পাইছি সেটি হলোঃ
"মুমিনের দোয়া ও আমল" লেখক:- মোহাম্মদ জিয়াউর রহমান। কিতাবে উক্ত দরূদশরীফটির ফাজায়েল "মাজমাউল জাওয়ায়েদ" নামক বিখ্যাত হাদিসের কিতাবের সূত্রে উল্লেখ করিয়াছেন। ছিহা সিত্তার বাহিরে হলেও "মাজমাউল জাওয়ায়েদ" হাদিসের কিতাবটি হাদিস বিশারদরের কাছে খুবই বিখ্যাত একটি হাদিসের কিতাব।
এবার কি বলবেন।?
৪| ৩১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
মিশনারী বলেছেন: মিথ্যা হাদিস না বলা ভালো । আপনার হাদিস দেখে বুঝা যায় এইটা তাবলীগি মার্কা হাদিস । হাদিস যদি জানতে চান, তাহলে আপনি নিজে পড়ুন, অন্যকে পড়ান, ব্লগে হাদিস দেন ভাল লাগবে ।
আপনি কি মনে করেন, মিথ্যা হাদিস বলে আপনি নেকি কামাবেন ? তাহলে কেন সঠিক হাদিস বলে নেকি কামাতে ইচ্ছুক না ?
০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১০
মোসাফির বলেছেন: "মুমিনের দোয়া ও আমল" লেখক:- মোহাম্মদ জিয়াউর রহমান। কিতাবে উক্ত দরূদশরীফটির ফাজায়েল "মাজমাউল জাওয়ায়েদ" নামক বিখ্যাত হাদিসের কিতাবের সূত্রে উল্লেখ করিয়াছেন। ছিহা সিত্তার বাহিরে হলেও "মাজমাউল জাওয়ায়েদ" হাদিসের কিতাবটি হাদিস বিশারদরের কাছে খুবই বিখ্যাত একটি হাদিসের কিতাব।
৫| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ৭:৫৮
ঠোটকাটা বলেছেন: মিশনারী ভাই হাদিস আবার তাবলীগ মার্কা হয় ক্যামনে?
Click This Link
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:২১
মোসাফির বলেছেন: আমিও জানি না।
৬| ০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৬
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: এইডা কি আল্যার তরফ থেইকা ঈদের বোনাস? তাইলে আর কাম কি? সক্কাল সক্কাল ঘুম থে্ইকা উইঠা এইডা ৩ বার পইড়া ফালাইলে মোটামুটি ৩ বছর (৩* ৩৬৫) নিশ্চিত। এত নেকী কি ভাজি কইরা খামু?
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৩
মোসাফির বলেছেন: আল্লাহ আমাদের সত্য সুন্দর জীবন দান করুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৭
আমি কে ! আমি কে বলেছেন: মনে হচ্ছে দূর্বল হাদীস.............।প্রমান চাই