| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
েমাহাম্মদ কামরুল হাসান
কে আছে যে নিজে হাসতে চায় না কিন্তু অপরকে হাসাতে চায়-নিজের সুখের ফিকির করে না অপরের সুখের ফিকির করে-নিজে কাদতে চায় কিন্তু অপরকে কাদাতে চায় না-কে আছে এমন আমি যার সঙ্গি হতে পারি-ঠিক এমন কার্যক্রমে।
ইতিহাসে অমর হতে হলে জীবনে অন্তত ১ বার অসম্ভব সাহস দেখাতে হয় যে সাহস সচরাচর সবাই দেখাতে পারে ন। তোমাকে স্যালুট তোমার এই সাহসী পদক্ষেপের জন্য। মন্ত্রী/এমপি হয়ে ছাগলের ৩ নাম্বার বাচ্চা হয়ে পাগলা কুত্তার পা চাটার চাইতে নিজের সাহসী মতামত প্রকাশ করে বেচে থাকার স্বাদ কি বিভেকহীন নেতা-ক্ষেতারা বুঝবে? কক্ষোনো না। তাই পাতি মন্ত্রী আর এমপির পদ হতে ইস্তেফা দিতে সাহস লাগে। যা আছে সাহসী পিতার যোগ্য সন্তানের । American University in Bulgaria হতে । Business Administration বিষয়ে অনার্স আর Gordon University in the USA হতে masters করা পুলা প্রতি মন্ত্রিহতে ইস্তেফা দেওয়ার পরও সরকার তার একাউন্টে যে বেতন-ভাতা পাঠিয়েছিলো তা সরকারকে ফেরত দিয়ে আসলে বর্তমান নেতা-ক্ষেতাদের গালে বাম হাতের এক থাপ্পরই মেরেছেন। সাবাস তাজ !! তোমাকে অভিনন্দন!!!!! নিজের পকেটে সামান্য কয়টা টাকা জমানোর জন্য বর্তমান নেতারা যখন দেশের চদ্দুগোষ্টি উদ্দার করতেও সামান্য কুন্ঠাবোদ করে না তখন তুমি দেখিয়ে দিলে দেশপ্রেম কাকে বলে। যেমনটা পাকিস্থান সেনাদের চোখকে ফাকি দিয়ে তোমার বাবা মুজিব নগর সরকার গঠন করতে গিয়ে বলেছিলেনঃ স্বাধীনদেশের মানুষই ইতিহাস খুজে আমাদের অবদানকে জেনে নিবে। মিথ্যা-অহংকার আর ক্ষমতার অপব্যবহার মানুষকে ইতিহাসে অমর করতে পারে না। শেখ সেলিম+শেখ হেলাল গংরা নাকি তোমাকে অন্যায়ের প্রতিবাদ করাতে শাসায়? ভয় নাই তোমাদের সময় কখনোই তার সাহসী সন্তানদের অবদানকে অস্বীকার করে না। বরং সময়ের সাহসী সন্তানদের সে ইতিহাস বিখ্যাত করে তোলে অহতো তাতে সামান্য সময় লাগতে পারে। তাছাড়া নিজের বিভেকের সাথে প্রতারনা করে বেচে থাকা আর মানুষ নামের শুকুন হয়ে মরা-পচা পশুর মাংস খাওয়া একই কথা। যেখানে বিভেকের তাড়া নেই সেখানে মনুষ্যত্ব কোথায়। আর যার মধ্যে মনুষ্যত্ব নাই সে আবার মানুষ কিসের? সেতো চতুসপদ পশুই নয় বরং তার চাইতেও নিকৃষ্ট। নর্দমার পচা কিট। মানুষের ২৪ ঘন্টার মলমূত্রই তাদের প্রতিদিনকার খাবা র। কোন বিভেকবান মানুষই এই জীবনকে পছন্দ করতে পারে না । অভিন্দন তোমাকে!!!!!!!!!! হে সময়ের সাহসী সন্তান!!!!!!! তোমার সাহসী পদক্ষেক কে!!!!!!!!!!!!!!!
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৮
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: বিভেকের তারনায় কিছু করতে না পারলে বরং সবে যাওয়া কি ভালো না?
২|
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৪
আবু বকর িসিদ্দক বলেছেন: তিনি কেন পদত্যাগ করলেন কেনই বা আবার শপথ নিয়েছিলেন কেন ই আবার সরে পরলেন তার রহস্য বিস্তারিত জানতে চাই
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৮
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: ব্যাপারটা আসলেই জটিল।
৩|
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১২
তোমোদাচি বলেছেন: দেশের এম পি হওয়ার চাইতে উনি বিদেশে সম্ভবত অনেক ভাল আছেন। কাজ না করে বেতন না নেওয়ার আদর্শের কারনে উনাদে ধন্যবাদ। কিন্তু স্যালুড দিতে হলে জানতে হবে উনি কেন পদত্যাগ করলেন।
পলায়ন পর সৈনিক আর যায় হোক স্যালুড পেতে পারেন না!!
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৩
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: সূত্র ব্লগঃ-বিমান বন্দরে বড় চুরাচালানি ধরা পরলে পুলিশকে সেলটার দেন প্রতিমন্ত্রী সোহল তাজ। কিন্তু শেখ সেলিম ফোনে চালান তার আত্নিয়র বলে ছেড়ে দিতে বললে তাজ সেটা না ছাড়ার কারণে তাজরে অফিসে শেখ সেলিম আর শেখ হেলাল এস শাষিয়ে যান এমনকি তাজ কে থাপ্পরও মারেন। আর তাজ প্রধান মন্ত্রীর কাছে গিয়েও তার সঠিক বিচার না পেয়ে রাগে দুঃখে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী হয়তো চেষ্টা করছেন কিন্তু নানান জটিলতার কারণে শেষ পর্যন্ত করতে পারেন নাই।
৪|
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৫
জারনো বলেছেন:
জনাব সোহেল তাঁজ অনেকের সাথে আমি আপনাকে স্যালুট করতে না পারার জন্য দুঃখিত। আপনারা সময়ের সাহসী সন্তান। রাজনীতির গৌরবময় ঐতিহ্য আছে আপনার পরিবারের। তাই জনগণ অনেক আশা নিয়ে আপনাকে তাদের প্রতিনিধি বানিয়ে তাদের কথা বলার জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য আপনাকে সংসদে
পাঠিয়ে ছিলেন। আপনি আপনার ইগোটাকে বড় করে দেখলেন। হয়তো আপনার পাওনাটা ঠিক মতো না পেয়েই আপনি সংসদ ছেড়েছেন দেশ ছেড়েছেন। সেই পাওনাটা হয়তো আর্থিক অথবা সম্মন অথবা ক্ষমতা। আপনার প্রাপ্য ক্ষমতা, সম্মন অথবা অন্যকোন অদৃশ্য কারনে জনগনের কথা না ভেবেই আপনি তাদের কাছ থেকে দূরে সরে গেলেন তাদের কথা ভাবলেন না, এর জন্য কী আপনি স্যালুট পেতে পারেন? জীবন যুদ্ধ থেকে পালানো কোন বীরের কাজ নয়। আপনি স্বার্থপর ও জনগণের সাথে প্রতারণার দোষে দোষী। জনগণের আস্থা নষ্ট করার জন্য আপনাকে আমি শ্রদ্ধার আসন থেকে সাধারনের কাতারে দাড় করিয়ে দিলাম। আশা করি আমাকে দোষারোপ করবেন না।
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: হয়তো তিনি অসহায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৮
পুংটা বলেছেন: সোহেল তাজের এই বিষয়টাকে আমি স্যালুট বলতে পারছি না। তার কাছে অনেক আশা ছিল। এটাকে পলায়ন ছাড়া আর কিছুই বলা যায় না।