![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাঙ্গুয়েজ এ মেজর নিয়ে ইংরেজিতে পড়াশুনা করছি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গ্রাজুয়েশন শেষ জানুয়ারির শেষ নাগাদ। ফেব্রুয়ারির ১৫ তারিখ এর মাঝামাঝি সার্টিফিকেট হাতে পাব। ইচ্ছা আছে ব্যাংক এ চাকরি করার । আজকাল অনেক ব্যাংক দেখি মাস্টার্স চাচ্ছে। আবার বড় ভাইয়েরা বলে এমবিএ কর। এই এমবিএ আর মাস্টার্স নিয়ে আমি কনফিউজড। তাই সকল ব্লগারদের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর আমার ভবিষ্যৎ ক্যরিয়ার গড়তে সাহায্য করবে।
প্রশ্ন ১।
এমবিএ করব নাকি মাস্টার্স করব? কোনটা ভাল হয়?
প্রশ্ন ২।
সরকারি ভার্সিটিগুলোর এমবিএ বা মাস্টার্স ভর্তি কবে নাগাদ কেউ বলতে পারেন?
প্রশ্ন ৩।
এমবিএ এর জন্য বেসরকারি ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনটা ভাল হবে? আর খরচ কি রকম পরবে?
প্রশ্ন ৪।
মাস্টার্স এর জন্য বেসরকারি ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনটা ভাল হবে? আর খরচ কি রকম পরবে?
আপনাদের উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
ইউল্যাবিয়ান বলেছেন: DU এর ভর্তি পরিক্ষা কবে? একটু জানালে উপকৃত হতাম।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
প্রথম সকাল বলেছেন: বছরে ২ বার হয়। April and October
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
ইউল্যাবিয়ান বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
কাকচক্ষু বলেছেন: দুটো একসাথে করতে পারেন। আর ব্যাংক এর জন্য শিক্ষার চেয়ে আপনার পরিচিত লোক থাকা অধিক জরুরি। কাক বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ইউল্যাবিয়ান বলেছেন: আমিও তাই শুনছি অনেক বড় ভাইদের কাছে।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুটোই করেন।
আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স আর ফিন্যান্সে এম বি এ একসাথে করতেছি।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
ইউল্যাবিয়ান বলেছেন: আমিও তাই ভাবছি। ধন্যবাদ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: কিছুই করার দরকার নাই। এত কষ্ট করে কি হবে? তারচেয়ে ঘুমান :-< :-<
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
ইউল্যাবিয়ান বলেছেন: তা তো ভাই সম্ভব না। মাথার উপর একজন ছড়ি ঘুরাচ্ছে আর জিজ্ঞেস করছে "কবে চাকরি করবে আর কবে বিয়ে করবে?" বলুন তো এখন কি করি?
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
আউলা বলেছেন: ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকলে এমবিএম করতে পারেন বিআইবিএম এ। খরচ এক লাখ আশির মত। খুব অভাগা না হলে চাকরি নিশ্চিত। ভর্তি এপ্রিল-মে আর সেপ্টেম্বর-অক্টোবরে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
ইউল্যাবিয়ান বলেছেন: বিআইবিএম এর কথা অনেকের কাছেই শুনেছি। এর প্রস্তুতি সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুব ভাল হত। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
নােয়ফ চৌধুরী বলেছেন: পাগল হৈসেন নাকি , কোনো চোটো বয়াবসা কোরেন
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
ইউল্যাবিয়ান বলেছেন: লেখক বলেছেন: বস ব্যবসা করতে কাঁচা টাকা লাগে। ঐটাই তো নাই। ব্যবসার চিন্তা মাথায় আছে তবে পরে। আগে চাকরি করে কিছু টাকা জমাই তারপর একটা কিছু করব। ধন্যবাদ আপনার মতামতের জন্য
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
ইউল্যাবিয়ান বলেছেন: বস ব্যবসা করতে কাঁচা টাকা লাগে। ঐটাই তো নাই। ব্যবসার চিন্তা মাথায় আছে তবে পরে। আগে চাকরি করে কিছু টাকা জমাই তারপর একটা কিছু করব। ধন্যবাদ আপনার মতামতের জন্য
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
নােয়ফ চৌধুরী বলেছেন: সরি, উপরেরটি ভুল কমেন্ট মুছে দিন প্লিজ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
ইউল্যাবিয়ান বলেছেন: ব্যাপার না বস।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
নীড় ~ বলেছেন: এমবিএ করেন
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
ইউল্যাবিয়ান বলেছেন: সবাই বলছে তাই করতে।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ইথান মাহমুদ বলেছেন: যা করছেন করছেন ভালো। মনের শান্তির জন্য পরতে পারেন আর যদি মনে করেন পড়বো শুধু জীবিকার জন্য, তাহলে ব্যবসা করেন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
ইউল্যাবিয়ান বলেছেন: বস ব্যবসা করতে কাঁচা টাকা লাগে। ঐটাই তো নাই। ব্যবসার চিন্তা মাথায় আছে তবে পরে। আগে চাকরি করে কিছু টাকা জমাই তারপর একটা কিছু করব। ধন্যবাদ আপনার মতামতের জন্য
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
রিপন১৪২৭ বলেছেন: এমবিএ করব নাকি মাস্টার্স করব?
ব্যাক্তিগত অভিমত : যেটাই করেন না কেনো Mental Satisfaction টাই বড় । তার চেয়েও বড় কথা পড়াশুনা করার মত মন-মানসিকতা থাকলে করেন, না হলে এই পথে পা না বাড়ানই ভালো,কারন এই বয়সে পড়াশুনা করা যে কি জ্বালার সেটা করতে লাগলে হাড়ে হাড়ে টের পাবেন
এমবিএ করে ফেলতে পারেন,তবে Link ছাড়া সহজে চাকরী পাবেন কি না এইডা বড় প্রশ্ন
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
htusar বলেছেন: কি ঠিক করলেন??? এখন কি করতেসেন???
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
ইউল্যাবিয়ান বলেছেন: দুঃখিত ভাই। অনেকদিন পর ব্লগে আসলাম। আপনি জানতে চেয়েছেন কি করছি এখন?
আমি এখন সরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তির জন্য এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী জুন জুলাই পর্যন্ত সে চেষ্টাই করব। এর পাশাপাশি ব্যাংকগুলোতে চাকরীর জন্য পরীক্ষা দিব। দেখা যাক কি হয়। আল্লাহর রহমত, আমার চেষ্টা, আর আপনাদের দোয়া সব মিলে আশাকরি কোন না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব। ইন-শা-আল্লাহ। ভাল থাকবেন আর দোয়া করবেন আমার জন্য।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
প্রথম সকাল বলেছেন: MBA করেন। DU তে করতে পারেন। খরচ ২ লাখ