নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

ইউল্যাবিয়ান

ইউল্যাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

এ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে মামলা করবেন রংপুরের মেয়র

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

সোয়া ১৪ লাখ টাকা চিকিৎসার খরচ নিলেও চিকিৎসায় অবহেলা করে হাড় ভাঙা রেখে ছাড়পত্র দেয়ার অভিযোগে ঢাকার এ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির বিছানায় শুয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন

বাকি অংশটুকু পড়তে ক্লিক করুন এখানে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

হেডস্যার বলেছেন: সোয়া ১৪ লাখ টাকা চিকিৎসার খরচ নিলেও চিকিৎসায় অবহেলা করে হাড় ভাঙা রেখে ছাড়পত্র দেয়ার অভিযোগে ঢাকার এ্যাপোলো হসপিটালের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির বিছানায় শুয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মেয়র ঝন্টু বলেন, “গত ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হই। এ সময় আমার সফর সঙ্গী ছিলেন ব্যবসায়ী খাজা আহমেদ। প্রথমে আমাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের স্থানীয় আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকার এ্যাপোলো হসপিটালে নেয়া হয়। এ্যাপোলো হসপিটালে আমি দীর্ঘ ১৯ দিন অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নান্দ কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করি। ১৬ আগস্ট এ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষ আমার চিকিৎসা বিল বাবদ ১৪ লাখ ৫৪ হাজার টাকা গ্রহণ করে ছাড়পত্র দিয়ে এক মাস বিশ্রাম নেয়ার পরামর্শ দেন।”

সংবাদ সম্মেলনে মেয়র ঝন্টু বলেন, “হাসপাতাল থেকে আসার কিছুদিন পর থেকে আমি ডান হাতে ব্যথা অনুভব করতে থাকি। এ অবস্থায় সোমবার আমি রংপুরের গুড হেলথ হসপিটালে শারীরিক পরীক্ষা করাতে যাই। এ সময় আমি আমার ডান হাতটি এক্সরে করতে বলি। এক্সরে রিপোর্টে আমার ডান হাতে ভাঙার বিষয়টি স্পষ্ট হয়। এটা দেখে আমিসহ গুড হেলথ হসপিটালের চিকিৎসকরা হতবাক হয়ে যাই।”

মেয়র বলেন, “এ্যাপোলো হসপিটালের মতো সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে আমার এক হাত ভাঙা রেখে কীভাবে ছাড়পত্র দিল তা অকল্পনীয়।” তিনি বলেন, “আমাদের দেশের স্বনামধন্য হসপিটাল বলে খ্যাত এ্যাপোলো হসপিটালে যদি একজন সিটি করপোরেশন মেয়রের প্রতি এমন অবহেলা করে তাহলে সেখানে সাধারণ রোগীদের কি সেবা দেয়া হয় তা মিডিয়ার মাধ্যমে আমি এ্যাপোলো কর্তৃপক্ষের কাছে জানতে চাই।”

মেয়র বলেন, “আমার চিকিৎসায় অবহেলা করে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার জন্য এ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষের উপযুক্ত বিচার দাবি করছি। একই সঙ্গে এ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ কোটি টাকার মামলা দায়েবের সিদ্ধান্ত নিয়েছি। মামলা প্রসেস হচ্ছে। খুব শিগগিরই এই মামলা দায়ের হবে।”

এ ব্যাপারে এ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.