নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

ইউল্যাবিয়ান

ইউল্যাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

স্যালুট তোমায়

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭



শত খারাপ সংবাদের মাঝেও যখন কোন ভাল খবর দেখি তখনই মনটা ভাল হয়ে যায়। ঠিক তেমনি একটা খবর আজ ব্লগে পড়লাম। এতক্ষনে হয়তো আপনারাও জেনে গেছেন।



খবরটি হলঃ ধানমন্ডির ৯/এ তে একটি ছেলে আরেকটি মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। একদল বদমাশ একটি মেয়েকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেস্টা করলে সেই ছেলেটি এবং তার বন্ধুরা ইট হাতে ছুটে আসলে বদমাশগুলো গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এতে ছেলেটি আহত হয়।



এতটুকু পড়েই আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমার মনে হয় আমার মত আপনারাও একমত হবেন যে, আমাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভাল না। আর ঢাকা শহরে একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। সেখানে আজ আমাদের ঐ ভাইগুলি যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমরা স্যালুট জানাবো না তো কাকে জানাবো। এই অবস্থায় পুলিশের ভূমিকা ঠিক বাংলা সিনেমার মতই। সব শেষ হওয়ার পরে তাদের আগমন হয়। তাদের ডাকলেও বিপদ। উল্টা নিজেদেরই হেনস্তা হতে হয়। ঠিক এ যেন খাল কেটে কুমির ডেকে আনা। তাই, আমাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরই নিশ্চিত করতে হবে। শুধু তাই নয় ঐ ভাইগুলির মত অন্যান্যদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এই হোক আমাদের কামনা। ভাই আবারও তোমাকে স্যালুট। তোমার মত আমাদেরও উর্বর মস্তিস্কের পরিপুর্ণ বিকাশ হোক।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.