![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# ebay থেকে পণ্য (যেমনঃ একটা ঘড়ি) ক্রয় করে বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চাইলে কি করতে হবে?
# পেমেন্ট কিভাবে করতে হয়?
# কাস্টমস এর কোন ঝামেলা আছে কিনা? থাকলে তা সমাধান কিভাবে করতে হয়?
# LC খুলতে হয় কিনা?
বিশেষজ্ঞদের মূল্যবান মতামতের অপেক্ষায়।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৭
ইউল্যাবিয়ান বলেছেন: ধন্যবাদ নীলাবেশ। আপনার মতামতের জন্য। ক্রেডিট কার্ড তো ইন্টারন্যাশনাল হতে হবে। আপনার জানা মতে কোন ব্যাংক এর ক্রেডিট কার্ড হলে ভাল হয়। যদি জানান তাহলে উপকৃত হব।
২| ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭
স্বপ্ন বাংলা বলেছেন: বাসার ঠিকানা দিয়ে দিবেন, কাস্টমস এ কোন ঝামেলা নেই, বিল আপনার বাসায় পৌছে যাবে মালের সাথে। যা হয় দিয়ে দিবেন । ২ টাকার জিনিসের জন্যে এলসি লাগেনা । পেমেন্ট অনেক ভাবেই করা যায়, ক্রেডিট কার্ড থাকলে বেশি সহজ
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৯
ইউল্যাবিয়ান বলেছেন: ধন্যবাদ স্বপ্ন বাংলা আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য। আপনি কি কোন নির্দিস্ট ব্যাংককে সাজেস্ট করতে পারেন যেটা এই কাজের জন্য ভাল হবে?
৩| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৩
নতুন বলেছেন: যদি ই-বে বা আমাজন বাংলাদেশে ডেলিভারী না দেয় তবে
http://www.borderlinx.com/ এর সুবিধা নিতে পারেন...
আমি নিজে ব্যবহার করেছি ( দুবাইতে ডেলিভারি নিয়েছি... কোন সমস্যা হয়নি)
দেশে কাস্টমসের সমস্যার কথা বলতে পারিনা...
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫০
ইউল্যাবিয়ান বলেছেন: ধন্যবাদ নতুন ভাই/বোন। এই বিষয়টি আমার মাথায় আসেনি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭
নীলাবেশ বলেছেন: ইবে থেকে যে কোন কিছু কিনতে পারেন। তবে কেনার আগে ভাল করে দেখে,বুঝে নিবেন। চাইনিস জিনিস কেনার সময় আরও বেশি সাবধান থাকবেন।
১। ভাল মতো দেখে নিন ওরা বাংলাদেশ এ ডেলিভারি দিবে কিনা। দরকার হলে সাপ্লাইয়ের সাথে সরাসরি ইমেইল এ কথা বলেন।
২। ইবে থেকে কিছু কিনতে হলে প্রথমে আপনাকে ইবে তে নিবন্ধন করতে হবে।সাথে আপনার ব্যাংক দিটাইলস দিতে হবে।
আপনি ইবে তে দুই ভাবে পে করতে পারেন, ১। ক্রেদিত কার্ড ২। পে পাল ।
৩। কাস্টমস এর ঝামেলা আছে, আপনাকে ট্যাক্স পে করতে হবে।
৪। কোন এলসি খুলতে হবে না।