![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দিন না হয় তোমাকেই দিলাম
তোমার একটা দিনও আমার হল
অপ্রস্তুত ছিলাম আমি কিছুটা
সাবলীল কি তুমিও ছিলে?
কাছে টেনে তোমার নিঃস্বাশের শব্দটা
নিঃশব্দে শুনতে ইচ্ছে করছিল খুব।
তোমার হাতে হাত রেখে
আঙুলের ভাজে-ভাজে
খুজতে ইচ্ছে করছিল
আমার সুখ গুলো কি সব ওখানেই।
চুলের গন্ধটা পাগল করছিলো আমায় বার বার,
দেখেছি তোমার নাদুস নুদুস বক্ষের লাজুকতা,
প্রতিদিনকার মত বার বার আংগুল ফুটাতে চাচ্ছিলাম
কিন্তু কেনো যেন হয়ে উঠে নি।
তোমার শরীরের গন্ধের যে মাদকতা
তা আমাকে আশ্চর্য ভাবে
তোমার আরও কাছে টেনে নিচ্ছিল।
তোমার রক্তের দাগ
এখনো লেগে আছে আমার চাদরে
সারা জীবন রাখব তোমায় এমনই আদরে
সময় গুলো আসলেই স্বার্থপর
তানা হলে সুখের সময় গুলো
এত সহজেই শেষ হয়ে যায়!
তবুও হল তো যেমন-তেমন করে
তোমার একটা দিন আমার
কিম্বা আমার একটা দিন তোমার।
©somewhere in net ltd.