নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

ছেড়া বস্তা

My life my choice, My mistakes my lessons, Not your Business

ছেড়া বস্তা › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমিকের ব্যর্থ ভালোবাসা

২৩ শে মে, ২০১৭ রাত ৮:২২

ইচ্ছে ছিল আজ পুরো সময় টুকু তোমার সাথেই কাটাব। তাই সব কাজ ফেলে এসেছিলাম তোমার সাথে থাকব বলে। খুবত বলে ছিলে আমায় "তোমার আর আমার সময়ের ভাগ তুমি আর কাওকেই দিতে চাও না" আমিও এমন করেই ভেবেছিলাম আমাদের সময়ের ভাগ আমিও কাওকে দিব না, দিতে চাইও না। তুমি কাল, পরশু চলে যাবে বাড়ি, আবার কবে দেখা হবে জানিনা। অনেক কিছু বলার ছিল কিন্তু বলা হলনা কিছুই। আমিও একটা মানুষ সব সময় সব কিছুতে শুধু তোমাকেই রাগিয়ে দেই। তোমার বিষয় গুলো আমি একদমই বুঝতে চেষ্টা করি না। কিন্তু কি করব বল, তোমার ওই ভ্রু কুচকানো চেহারাটার দিকে আমি যখন তাকাই আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। মনে হয় যেন আমার কোন ব্যাবহারে তুমি কষ্ট পেয়ে এমন করে আছ। খুব আশা নিয়ে তোমার দ্বারে এসেছিলাম একটু 'সময়' ভিক্ষা পাব বলে। তোমারইবা কি দোষ? আমি তোমায় রাগিয়ে দিলাম বলেইত তুমি চলে গেলে। হয়তবা তোমার অনেক কাজ ছিল বলেই তুমি চলে গেলে। জানি জোর করে প্রেমের শিল্পী হওয়া যায় না কখনো, শিল্পী হয় মনের আনন্দে সেক্রিফাইসের মাধ্যমে।
শিল্পী তার ঘাম ঝরিয়ে নিজেকে গলিয়ে যে ভালোবাসা তৈরি করে সেটাই মূলত খাটি ভালোবাসা। কিন্তু আমিতো তার ধারে কাছেও নেই। আমিতো উদাসীন, খোঁচা দিয়ে কথা বলি, কথায় কথায় রাগিয়ে দেই তোমায়, শুধু ঝগড়াই করি। আমিতো কোনপ্রকার ভালোবাসার যোগ্যতাও রাখি না। তবে কি করে ভালোবাসবো আমি তোমায়? জানি অযোগ্য এই প্রেমিকের আর্তনাদ শোনার মত সময় কারোরই নেই। কিন্তু কি করব বল আমিওত তোমার মত করে সময় গুলোকে আমার করে পেতে চেয়েছিলাম। কাওকে এই সময়ের ভাগ দিতে চাইছিলাম না তবুও তুমি একটা ফোন আসার পর কিছু না বলেই চলে গেলে। কোথায় গেলে, কেনো গেলে সেটাও হয়ত জানার অধিকারও আমার নেই। অনেক কিছু বলে তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি নিরুপায়। অনেক কিছু বলেও তোমায় আটকে রাখতে পারলাম না। তুমি চলে গেলে, হয়ত আমায় সময় দেয়ার চাইতেও খুব জরুরী কাজ ছিলো তোমার।
মানুষ সম্পর্ক নিয়ে বাচে না
বাচে সম্পর্কের স্মৃতি নিয়ে
আমিও একটা সুন্দর স্মৃতি চাই। কিন্তু আমি সেই সুন্দর স্মৃতি তৈরি করতে বার বারই ব্যর্থ হয়ে যাচ্ছি। মাফ করে দিও আমায়।
যখন চলে আসছিলাম খুব একা লাগছিলো নিজেকে। জানি একা থাকার অভ্যাসটা এখন থেকেই করতে হবে। রাস্তার এক কোনে বসে ভাবতে লাগলাম আমার সময়টাতে তোমাকে বেধে রাখতে পারলাম না। আমি ব্যর্থ প্রেমিক। ভালোবাসার মানুষটাকে আটকে রাখতে পারলামনা আমার সময়টাতে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

ইস ! বাহিরে যা গরম পড়ছে , তাতে এমনিতে মাথাটা চরম গরম B-)

২৩ শে মে, ২০১৭ রাত ৯:৫৬

ছেড়া বস্তা বলেছেন: জ্বি ভাই, তাহলে মনে হয় সব প্রকৃতিরই কারসাজি।

২| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

নাদিম আহসান তুহিন বলেছেন: আহা ছ্যাঁকা

২৩ শে মে, ২০১৭ রাত ১০:৪৭

ছেড়া বস্তা বলেছেন: আমি অবহেলায় অবহেলিত।

৩| ২৩ শে মে, ২০১৭ রাত ১১:৪৭

নাদিম আহসান তুহিন বলেছেন:
আপনার আগের পোস্টগুলোতে অনেকেই মন্তব্য করেছেন দেখলাম, আপনি অবশ্যই ভালো লিখেন। নতুন ব্লগারদের জন্য খুব জরুরী অ্ন্যদের পোস্ট পড়ে মন্তব্য করা, এতে ইন্টার‍্যাকশনের সাথে সাথে অনেক কিছু জানা যায়। আপনি যদি অন্যদের পোস্ট করে মন্তব্য করা শুরু করেন(আপনার আগের পোস্ট যাঁরা মন্তব্য করে গেছেন তাঁদের দিয়ে শুরুটা হতে পারে) তাহলে অন্যদেরও সুযোগ হবে আপনাকে জানার, আপনার লেখা এমন মজাদার সব পোস্ট পড়ার।

অযাচিতভাবে পরামর্শ দেবার জন্য দুঃখিত!

২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫২

ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ ভাই ভালো পরামর্শ দেয়ার জন্য।

৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ব্যর্থতাই উন্নতির সোপান।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৫

ছেড়া বস্তা বলেছেন: সেই উন্নতির অপেক্ষাতেই রইলাম।

৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ের পর এটা বেশী হয়...

২৪ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

ছেড়া বস্তা বলেছেন: এই ভয় কতদিন বয়ে বেড়াতে হবে কে জানে।

৬| ২৪ শে মে, ২০১৭ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: প্রেমের সফলতা নাকি না পাওয়ায় , হিসাবে তো আপনি ব্যার্থ নন আপনিই সফল ।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:১২

ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমায় উৎসাহ দেয়ার জন্য।

৭| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:৪১

সিনবাদ জাহাজি বলেছেন: :) সময় সবচেয়ে বড় ঔষধ।
আপনার ব্যর্থতার ক্ষতে সময় ই আবার প্রলেপ লাগিয়ে দেবে

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:১৪

ছেড়া বস্তা বলেছেন: সেই সময়ের অপেক্ষাতেই রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.