নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

ছেড়া বস্তা

My life my choice, My mistakes my lessons, Not your Business

ছেড়া বস্তা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে ছিলো!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৫

তোমার গভীরে বাসা বাধব বলে ভালোবাসার খুটি গাঁথতে চেয়েছিলাম, তোমার মনের অতল গহ্বরে।
তোমায় কাছে পাবার আশায় দূরে সরিয়ে দিয়েছি হজারো রঙ।
তোমার মনের দিগন্তে মিলাতে চেয়েছিলাম আমার মনের দিগন্তে।
নিজ হাতে সূর্য ঝরাতে চেয়েছিলাম তোমার মনের আঙিনায়।
ভোরের শিশির গড়িয়ে ফেলতে চেয়েছিলাম তোমার চোখে ঠোঁটে।
প্রহরী এই হৃদয়টা তোমার হৃদয়টাকে পাহারা দিতে চেয়েছিলো সারাজীবন।
বিশ্বাস কর খুব সাধ হত,
নয়নে নয়ন রাখি,
খুঁজি :এমোন কিসের মায়া?
খুব চেয়েছিলাম, তুমি অধরে জড়াবে হাসি,
নয়নে লুকাবে লাজ।
আমি তপ্ত হাতে ছুঁয়ে দেব কালোকেশ,
নিরবে গুনব তোমার শরীরের কারুকাজ!
ভেবেছিলাম কতনা গৌধুলি ভিঁড়বে আমাদের মোহনায়,
রাতের আঁধার ঘিরে রাখবে আমাদের দুজনকে খুব মায়ায়।
খুব উচ্চস্বরে সময় বাঁজাবে তার কর্কশ গলার ধ্বনি;
তোমাতে থাকব আমি,
আমাতে থাকবে তুমি,
দুজনেই খুঁজে নেবো আমাদের সুখ খানি!
চাওয়া গুলো চাওয়াতেই রয়ে গেলো,
পাওয়া আর হলো না।
ভালো থেকো নিজের খেয়ালও রেখো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

পাপেল মাহমুদ বলেছেন: অনেক ভালো হয়েছে ভাইয়া

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.