নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

ছেড়া বস্তা

My life my choice, My mistakes my lessons, Not your Business

ছেড়া বস্তা › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণধারা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

সেদিন ঢাকায় এসে তোমায় দেখায় কেমন যেন এক অতৃপ্ত সুখের অনুভূতির দোলা দিয়ে গিয়েছিলো আমার এই হৃদয়ে। বিশ্বাস করো হে নারী তোমায় দেখে সেদিন আমি নতুন করে প্রেমে ডুব দিয়েছিলাম। কি অপরুপ সৃষ্টি তুমি।তোমার ঠোঁটে আমি যেনো এক অমৃত শুধা খুজে পেয়েছিলাম সেদিন।
শীতলক্ষ্যার মেয়ে তুমি,
তুমার প্রেমে পরেছি আমি।
আমার চোখে তুমি শ্রাবণ মাসের চাঁদের মতই সুন্দর।তোমার ওই সৌন্দর্যে আমি প্রায়ই চমকিয়েছি।
কেমন যেনো এক সুখ পাই,
শুধু তোমায় দেখায়।
দ্বিতীয় দিন তোমার সাথে দেখা করার পর আমি চলে এসেছিলাম আমার খালি দেহটাকে নিয়ে। সত্যই যেন মনটাকে খুবলে রেখে দিয়েছিলে সেদিন তোমার কাছে।
আমি দেখতে চাই। আমি আবার দেখতে চাই আমার নিজস্ব চোখে। আমি দুই হাতে তোমায় ধরতে চাই ।শুধু একটাই চাওয়া।
পর করে দিয়ে ফেলে যেওনা কখনো আমায়,
অনেক বেশি ভালোবাসিযে তোমায়।
তোমার ওই কলিজায় আমায় আঁকড়ে ধরে রেখো জনম ধরে। জানিনা শক্তি আছে কিনা আমায় ধরে রাখার। তবুও বলব গেঁথে রেখো কলিজায়।
অনেকেই পছন্দ করে না আমাদের সম্পর্কটা। সামনা সামনি না বলুক তবে পেছনে পেছনে যে কটু কথার প্রকাণ্ড ঝড়ের তান্ডব বয়ে যায়, সেটা ঠিকই আচ করতে পাড়ি। কেউ কারো ভুল শুধরে দিতে পারে না, বরংচ ভুল ধরতে মানুষ খুব পটু। কেউ কোন ভুল করলে তা অন্যের সাথে হাসিঠাট্টা করে তাকে আরো নিচে নামাই, অথচ তাকে জিজ্ঞাসাও করি না যে সে কেনো এমন করল,কি কারনে করল।কারো কোন সমস্যার সমাধান আমরা দিতেতো পারিই না বরংচ তাকে লজ্জা আর খোচা দিতে আমাদের কটু কথার তুবড়ির বিস্ফারণ ঘটিয়ে দেই।
আমাদের অমুক, তমুক, মন্দ যে যাই বলুক না কেনো তাতে কিছুই আসে যায় না। শুধু তাদের উত্তরে আমি বলতে চাই আমাদের সুখ আসবে একদিন, হয়তবা কাল অথবা পরশু, তবে আসবে একদিন এটুকুই জানি।
আমার মনটাতো পড়ে আছে তার পানে। আর তার মনটাও... এটুকুই যথেষ্ট। জীবন তো একটাই। এ জীবনে ভালোবেসেছি তোমায়। এতো সহজেতো আমাদের ভালোবাসাকে মুল্যহীন হতে দিতে পারি না। শুধু অন্ধের মতো চাই তোমায়।
আমি বুঝতে পারি অনেকেই আমাদের আড় চোখে দেখে । ভেতরে কি হচ্ছে কে জানে । তারপরে? তারপরেই কি? কোনটা হর্ষ কোনটা বিষাদ সেটা বোঝার ক্ষমতা আজ আমার নেই । যুদ্ধ করছি আমার সমস্ত জীবন ভুল ভ্রান্তি অপরাধ নিয়ে ফিরে যাচ্ছি । তারপর কি? তারপরেই কি? জন্মান্তরের বিচ্ছেদ। যৌবন থেকে বিদ্রোহ টুকু বাদ দিলে প্রেম হয়ে যায় বিবেকহীন। প্রেম হয়ে যায় স্বার্থপর। থাক এই বিষয়টা না হয় চল্লিশ বছর পরেও ভাবা যাবে।
হাজারো লোকের হাজারো কথায় আজ আমার কানে ঘুনে ধরেছে। ধীরে ধীরে আমি, আমরা, আমাদের সমাজ আধুনিক হচ্ছি, শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হওয়া থেকে দূরে সরে যাচ্ছি। তবুও চাইব অলৌকিক কোন প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটাকে শিথিল করে দিক। আমি প্রার্থনা করছি, ভাগ্য নিয়ন্তা যেন কোন ভাবে কয়েকটা বছর পার করে নিয়ে যায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনার মনের ইচ্ছা পূরন হোক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.