![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামো আমার সাথে একটু হাটো, এতো তাড়াহুড়ো করে কি লাভ বল। আসুক বৃষ্টি অথবা রোদ, আসুক ঘুম, ক্লান্তি অথবা ক্ষোভ, হাটতে থাকো পাশাপাশি আমার হাতটি ধরে। ধরেছি তোমার হাত এই জনমে, ছাড়ছি না আর, কথা দিলাম। সকল কবিতার মুল খুঁজে পাবে তুমি, থাকো আমার আলিঙ্গনে। এই সৃষ্টিশীল প্রণবন্ত পৃথিবী আর আলোময় সূর্যের মুখোমুখি দাঁড়াও তুমি। হবে কি তোমার একটুক্ষণ সময়? নাকি তোমার অনেক তাড়া? প্রিয়তমা! তৃতীয় পক্ষ থেকে গ্রহণ করো না কিছুই, জ্ঞানগর্ভ থেকে আলোচনা করব শুধু তুমি আর আমি।
আমার হাতে হাত রেখে এসো একটু শুন,পাশে এসে বসো, ভালোবাসাযুক্ত অনুভূতিগুলোকে ছেকে নাও তোমার আপন ছাকুনীতে।
তোমার আর আমার ‘এখনই শ্রেষ্ট সময়, এখন যৌবন আর সৃষ্টিশীলতা কম্পনে মাধুর্যময়। এখনকার চেয়ে শ্রেষ্ট সময় হয়তো আর পাবোনা আমরা, এখনই আমরা উপভোগ করতে পারি শ্রেষ্টতম বেহেস্ত অথবা দোজখ।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
ছেড়া বস্তা বলেছেন: খুব সুন্দর একটি গান মনে করিয়ে দিলাম?
তবে কিন্তু খুব সুন্দর "ধন্যবাদ" পাওনা রইলাম।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
নীল মনি বলেছেন: ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার চাদরে।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩
ছেড়া বস্তা বলেছেন: ভালোবাসা ভালো ছিলো, ভালো থাকবে সকলের আদরে।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই ভাবে জীবন চলুক চিরকাল।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: আহ কি দারুন আকুতি !!
০৫ ই মে, ২০১৮ রাত ১:২২
ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ নুর ভাই
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
" তুমি হাতটা যদি ধরো
আমি হব না কারো।"
ছবিটা দেখে গানটি মনে পড়ে গেল।