নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুল কেমিস্ট

কামরুল কেমিস্ট

কামরুল আলম চাদপুরী

কামরুল আলম চাদপুরী › বিস্তারিত পোস্টঃ

রসায়নের কিছু মজার তথ্য

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

রসায়ন মানেই অনেক মজা । চলুন দেখি আজকের মজাগুলো কি !!!

১.আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্চেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?





২.আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!!

৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের।

৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় ।

৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন (At ), সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে।

৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।

৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌল ই তরল ।

৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) এইচ টু ও , কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড।

১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯ % বায়ুমণ্ডল+ ভুমি+সাগর)

১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।

সূত্রঃ ইন্টারনেট ।



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

বোকামন বলেছেন: রসায়ন মানেই অনেক মজা !!!

মজা পেলাম ধন্যবাদ

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

কামরুল আলম চাদপুরী বলেছেন: মজা পাওয়ার জন্যে ধন্যবাদ

২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

নিজাম বলেছেন: মজা ! ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

কামরুল আলম চাদপুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

মিত্র বলেছেন: অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

কামরুল আলম চাদপুরী বলেছেন: পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

কামরুল আলম চাদপুরী বলেছেন: আমার এ লেখাটি প্রথম আমার ব্লগস্পট সাইটে http://www.banglar-kotha.blogspot.com প্রকাশ করেছিলাম। পরে Click This Link.
তখন ও সামুর সাথে পরিচিত হই নাই। এখন আমি সামুর সাথে পরিচিত। আর যা দেখলাম তা হল আমার লেখাটির হুবহু ( ছবি সহ ) অনেক গুলো নকল রয়েছে। খুব ই মজার ব্যাপার। একটি নকল
Click This Link

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কামরুল আলম চাদপুরী বলেছেন: এছাড়া লেখাটি Click This Link
প্রকাশিত হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.