![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!
ইরাকে যে লক্ষ লক্ষ নারী শিশু নিহত হয়েছে আমেরিকান সন্ত্রাসী হামলায় এর দায় কার????
যখন ইরাকে হামলা করে মার্কিন সন্ত্রাসী যৌথ বাহিনী, সারা মুসলিম জাহানের মানুষ তখন কেদেছে!!
আল্লাহ্র কাছে দোয়া করেছে জাতে এই সন্ত্রাসী বাহিনী ধ্বংস হয়!
মিডিয়াতে প্রতিনিয়ত আসতো মৃত শিশুর ছিন্ন- ভিন্ন দেহ।
পবিত্র মসজিদের প্রাঙ্গন থেকে হয়েছে অবিরত দোয়া। কিন্তু মুসলিম জাহান জানতো না সরষের ভিতরেই ছিল ভুত।
যে পবিত্র ভুমি থেকে অসহায় নারী শিশুর জন্য আল্লাহ্র দরবারে চলতো অবিরত দোয়া, সেই, সেই পবিত্র থেকেই উড়েছিল শিশু, নারী, বৃদ্ধর দেহ ছিন্ন কারী মার্কিন যুদ্ধ বিমান।
মুসলিম জাতি এটা কখনই জানতো না তাদের সাথে এতো বড় গাদ্দারি হয়েছে। এমন কি এটা মুসলিম জাতীর ইতিহাসে বিরল। এরাই আবার পবিত্র মসজিদের খাদেমের টাইটেল লাগিয়ে মুসলিম জাতিকে বোকা বানাচ্ছে!!!
প্রিন্স সুলতান যৌথ বাহিনীর(মার্কিন+ সউদি) বিমান ঘাটি যাওয়ার বাইপাস রাস্তা
ইরাকে হামলার আকাশ পথের পুরো বিষয় টি ছিল সউদির ঘাটি থেকে। কমপক্ষে তিনটি বিমান ঘাটি ব্যবহার করা হয়। প্রিন্স সুলতান বিমান ঘাটি, তাবুক বিমান ঘাটি, আরার আঞ্চলিক বিমান ঘাটি যা কিনা ইরাকের সিমান্তের নিকটবর্তী।
Prince Sultan Air Base
২| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:১১
ছাসা ডোনার বলেছেন: সৌদী বাদশাই তো সব শয়তানের মুল।কোথা থেকে আমিরিকসদের পয়সা? সবই তো সৌদী, কুয়েত,কাতার এর পয়সা। এই সব দেশের বাদশারা আমেরিকার চামচা ।তারা সব তেল-স্বর্ন বিক্রীত ডলারগুলো আমেরিকার ব্যাংকে রাখে সুদ ছাড়া ইসলামের নাম করে । দেশ বিদেশের মুসলমানদের কাছে নিজেদের মুমিন মুসলমান বলে দাবী করে।
আর নিজেরা ইউরোপের বিভিন্নদেশে গিয়ে মদমেয়ে নিয়ে আনন্দ করে।
অথচ পৃথিবীর অনেক দেশেই কোটি কোটি মুসলিম ভাই বোনেরা অনাহারে জীবনযাপন করছে। ওদের টাকা দিয়েই ইরাকের লাখ লাখ মানুষদের হত্যা করছে আমেরিকসরা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: Saudi Arabia's help during war was more extensive