![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!
চারিদিকে সুউচ্চ চকচকে দালান, আলোর ঝলকানিতে উজ্জ্বল, দালানের চত্তরে এসে থামছে দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড এর স্পোর্টস কার। আসে পাসে সত শত পাঁচ তারকা হোটেল। আরাম আর আরাম।এই হোলও বর্তমানে মাসজিদুল হারামের অবস্থা।
রাসুল (সাঃ) বিদায় হজ্জের সেই ঐতিহাসিক ভাশনেয় ইসলামের মহান ভাত্রিত্তের কথা, হজ্জের শিক্ষার কথাই আমাদের বলেছে। মুলত হাজ্জ আমাদের ধনিগরিবের ব্যবধান কমানোর শিক্ষা দেয়, যখন সাদা কাপর পরে সকলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, নামাজে দারায় তখন এই ভেদাভেদ আর থাকে না। এই শিক্ষাই প্রকৃত শিক্ষা। কিন্তু বর্তমানে আল সউদ পরিবারের পথ ভ্রষ্ট সদস্যরা নিজেদের রয়্যাল ভাব মূর্তি ধরে রাখার জন্য মক্কা টাওয়ার এর নামে বিলিওন ডলার করছ করে পাচতারকা হোটেল নির্মাণ করছে,যেমনি ভাবে আফঘানিস্তানের বামিয়ান প্রদেশে রাজা শশাঙ্ক নিজের গুন কীর্তন খচিত বড় বড় পাথরের মূর্তি নির্মাণ করেছিল। এখন মাসজিদুল হারামের চত্তরকে ভোগ- বিলাশের জায়গায় পরিনত করেছে।
যখনে পৃথিবীর নানা প্রান্তে মুসলিম উম্মাহ না খেয়ে রাত কাটাচ্ছে, সেখানে আরব শেইখ দের পাঁচ তারকা হোটেলের পরিবেশে হাজ্জ, সালাত আদায় করার ব্যবস্থা করে ইসলামের শিক্ষা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা দেখার বিষয়!!!
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: সাদাকা রাসুলুল্লাহ(সাঃ)
২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭
রাতুল রেজা বলেছেন: ইমাম হাসানের আগমনের সময় হয়ে গেসে
৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২
বাদুড়কণ্ঠ বলেছেন: দূঃখজনক
৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬
লিঙ্কনহুসাইন বলেছেন: ভাইজান মক্কায় কিন্তু খুবই ঘনবসতি ! আর হজ্জের সময় এতো মানুষ হয় যায় হাজীদের হেরাম শরিফ থেকে ৩০-৪০ মাইল দুরেও বাসা ভাড়া করে থাকতে হয় ! তাই উচু বিল্ডিং ছাড়া আর বিকল্প নাই । আর যেহেতু এখানে বিশ্বের অনেক ধনী এবং সম্মানিত ব্যাক্তিরাও হজ্জ করতে আসে তাই আরাম আয়েশ এর ও দরকার আছে । আপনি ইচ্ছা করলে লাখ ডলার খরচ করে বাসা ভাড়া নিতে পারবেন এবং মাত্র ১০ ডলার খরচ করেও নিতে পারবেন । এইটা আপনার ইচ্ছা । আর আপনি কখনো মক্কা গেছেন কিনা জানিনা , তবে আমি তিনবার গেছি ওমরা করতে , আমার কাছে কিন্তু এমন মনে হয়নি ।
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনি আমার লেখার মূল বক্তব্য টা উপলব্ধি করার চেষ্টা করুন। হাজ্জের বা সালাতের শিক্ষা কিন্তু শুধু মনের ভেতর লুকিয়ে রাখার বেপার না এটা বাস্তবায়ন করার জিনিস।
আল মাসজিদুল হারাম কোন জায়গা এটা বলার অপেক্ষা রাখে না, এটা নিশ্চয়ই অবসর বা ছুটি কাটানোর জায়গা না, কিংবা ধনিদের বিলাসিতার জায়গা না। এই জায়গার আলাদা ভাবমূর্তি আছে।
আপনি ধনি হলে টাকা খরচ করে পৃথিবীর অনেক জায়গা আছে বিলাশিতা করতে পারেন। কিন্তু এখানে আপনাকে কেন পাচতারকা হোটেলে থাকতে হবে বা বানাতে হবে। আশা করি বুজবেন
হাজীদের থাকার জায়গা বানানো সেটা অন্য বেপার, এটা নিয়ে কেউ কিছু বলবে না। এটার দরকার আছে সবাই বোঝে
৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮
আতা2010 বলেছেন: ওহাবী রা কাফির
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৩
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: কাউকে ঢালাও ভাবে কাফির বলার আগে এর নির্দিষ্ট প্রমান লাগবে। ঢালাও কাফির বলা খারিজিদের আকিদা।
আপনি আবার আমাকে ওয়াহাবি বলবেন না কিন্তু!!!
৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮
কান্টি টুটুল বলেছেন:
লিঙ্কনহুসাইন @
হজ্জের সময় সবাই মোটামুটি ৫/৬ কিমি এরিয়ার মধ্যেই হোটেল / বাসা ভাড়া করে থাকেন। বেশী দূরে যাবার সুযোগ নাই কারণ হারাম বাউন্ডারির মধ্যেই থাকতে হয়।
ভাই কি সউদিতে আছেন?
৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬
নতুন বলেছেন: ধম`টা যখন ফ্যাশন... তখন ৫তারা ভাব না নিলে কি চলে?
টাকা সব কিছুই পাল্টে দেয়..... মানবতা আমাদের মাঝে নাই... আছে ভন্ডামী...
তাই ধম` পালন সবাই করে.. কিন্তু নিজের মতন করে...
৮| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইসলাম ধর্মের সুতিকাগার সৌদি আরব এখন বিশ্বের বাইজি বাড়িতে পরিনত হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি করে। আর তাদের পাশেই ফিলিস্তিনিরা অবিরত রাম চোদন খাচ্ছে ইহুদিদের হাতে। তাদের অপর পাশেই মুসলিম দেশ সোমালিয়ায় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আর সৌদি-দুবাই নামক বিশ্বের বাইজীবাড়িতে চলছে ভোগবিলাসের উৎসব। ইন্দোনেশিয়া থেকে গৃহপরিচারিকা হিসেবে মেয়েদের নিয়ে তারা ভোগ করে।
সৌদি আরব আমাদের দেশের ইসলামী দলগুলোকে অর্থ দেয় ধর্মের প্রতি দরদ থেকে নয়। এখানেও আছে রাজনীতি। সৌদির দ্বিতীয় বৃহত্তম আয় হয় হজ থেকে। ইসলামী এই ব্যবস্থা তারা রাখতে চায আয়টা যাতে কখনো হুমকির মুখে না পড়ে। ইসলামের প্রতি তাদের কেমন দরদ তা তাদের পাশের দেশগুলোর প্রতি আচারণ দেখলেই বোঝা যায়।
বিস্তারিত পড়ার আহবান জানাই।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২১
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: কিছু শব্দ আপত্তিকর!!! আপনি আবার বলবেন না যে হজ্জ বন্ধ করা হোক। আমার লেখার উদ্দেশ্য এটা না।
৯| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: এই হোটেলও দুই দিন পরই বাইজী বাড়ি হবে।
@ লিঙ্কন হুসাইন, হজ কোনো বিলাসিতার জায়গা নয়।
১০| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
ডি মুন বলেছেন: হায়রে মানুষ.........
ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আর আমরা কি শিখি ............
১১| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০
মোমেরমানুষ৭১ বলেছেন: একটু বেশি বুঝলে এমনই হয়, যারা সেখানে গিয়েছেন তারাই প্রকৃত অবস্থা বলতে পারবেন। মক্কা খুবই ঘনবসতি এলাকা। মক্কায় প্রতি বৎসর হজ্জে-উমরায় লক্ষ লক্ষ হাজীর আগমন ঘটে। এদের সকলের থাকার ব্যবস্থা কেবল ছোট বাড়ীতে বা একতলা দুতলা বাড়ীতে সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে অসংখ্য পুরানা বাড়ী ভেঙে ফেলায় এ সংকট আরো তীব্র হয়। এজন্য প্রয়োজন বহুতল ভবনের। এ ছাড়া হাজীদের সামর্থ অনুযায়ী থাকার ব্যবস্থা করতে হয়। সর্বোপরী হেরেমের সবচেয়ে কাছে বা যত নিকটে থাকা যায় ততই সেখানে নামায-তাওয়াফ বা অন্যান্য ইবাদতের সুবিধা হয়। এতে সমস্যার কি দেখলেন? আপনার মনে চাইলে ৩/৪ মাইল দুরে পাহাড়ের উপর, মরুভুমিতে তাবু টানিয়ে থাকেন। যেখান থেকে এসে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া আসলেই দায়।
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৪
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনি বিষয়টি বুজতে সুম্পুরন ব্যর্থ হয়েছেন। আপনার মন্তব্বের জন্য ধন্যবাদ
১২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩
মনোহারী দোকান বলেছেন: সাউদ পরিবার কাট্টা ওহাবী জারজ ইহুদীদের জম্মা । এরা মুলতঃ ইহুদী শয়তান । চরম শ্রেণীর কাফের। এরা পবিত্র হজ্জকে নষ্ট করছে। চাঁদ না দেখে হজ্জের তারিখ উল্টা পাল্টা করছে। এরা সারা পৃথিবী ব্যাপী সন্ত্রাস কায়েম করে যাচ্ছে. এই কাফের গুলাকে আল্লাহ অচিরেই সমূলে ধংস করে দিবেন।
১৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩
মনোহারী দোকান বলেছেন: সাউদ পরিবার কাট্টা ওহাবী জারজ ইহুদীদের জম্মা । এরা মুলতঃ ইহুদী শয়তান । চরম শ্রেণীর কাফের। এরা পবিত্র হজ্জকে নষ্ট করছে। চাঁদ না দেখে হজ্জের তারিখ উল্টা পাল্টা করছে। এরা সারা পৃথিবী ব্যাপী সন্ত্রাস কায়েম করে যাচ্ছে. এই কাফের গুলাকে আল্লাহ অচিরেই সমূলে ধংস করে দিবেন।
১৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪
মনোহারী দোকান বলেছেন: সাউদ পরিবার কাট্টা ওহাবী জারজ ইহুদীদের জম্মা । এরা মুলতঃ ইহুদী শয়তান । চরম শ্রেণীর কাফের। এরা পবিত্র হজ্জকে নষ্ট করছে। চাঁদ না দেখে হজ্জের তারিখ উল্টা পাল্টা করছে। এরা সারা পৃথিবী ব্যাপী সন্ত্রাস কায়েম করে যাচ্ছে. এই কাফের গুলাকে আল্লাহ অচিরেই সমূলে ধংস করে দিবেন।
১৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪
মনোহারী দোকান বলেছেন: সাউদ পরিবার কাট্টা ওহাবী জারজ ইহুদীদের জম্মা । এরা মুলতঃ ইহুদী শয়তান । চরম শ্রেণীর কাফের। এরা পবিত্র হজ্জকে নষ্ট করছে। চাঁদ না দেখে হজ্জের তারিখ উল্টা পাল্টা করছে। এরা সারা পৃথিবী ব্যাপী সন্ত্রাস কায়েম করে যাচ্ছে. এই কাফের গুলাকে আল্লাহ অচিরেই সমূলে ধংস করে দিবেন।
১৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: হজ বন্ধ করার কথা বলছি না। তবে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে হজে যাওয়া কোনো ধর্ম নয়। বাঙালীদের বেশিরভাগ হজে যায় হাজী টাইটেল লাগানোর জন্য। আর অপরাধ ঢাকার জন্য।
১৭| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৬
রাজীব বলেছেন: আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!
কিন্তু আপনে তো ব্লগেই ট্যাংক চালানো শুরু করছেন
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: দোয়া কইরেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫১
একাকী বালক বলেছেন: কেয়ামতের আগে নগ্নপদ রাখাল বালকেরা আরবে সুউচ্চ ইমারত বানাবে। আপনি দেখেন সবচেয়ে উচু বিল্ডিং বানানোর জন্য আরব বিশ্ব রীতিমত প্রতিযোগীতায় নামছে।