![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শারিরীক প্রতিবন্ধী। একজন শারিরীক প্রতিবন্ধী হওয়া সত্বেও আমি স্বফলভাবে স্বক্ষমতার সাথে সমাজে বসবাস করছি। আমি একটি প্রতিব্ন্ধী বন্ধব পৃথিবী চাই।
এবার ঈদে স্বপ্ন ছিল কততো মজা করবো,
ঈদের খুশি গায়ে মেখে চাঁদের দেশে যাবো।
মেঘের সাথে মিতাই করে যাবো ভেসে ভেসে,
বৃষ্টি ভেজা সবুজ ঘাসে খেলবো হেসে হেসে।
বাবার কেনা নতুন জামা থাকতো আমার গায়ে,
শেমাই পায়েশ মিষ্টি মজা রাঁধতো আমার মায়ে।
ভাইকে নিয়ে খেতেম যে তা কততো মজা করে,
ঈদ সেলামি পেতাম দু-ভাই পকেট ভরে ভরে।
কিন্তু হঠাৎ বজ্রপাতে এমন কেন হলো,
কাল বোশেখীর কালো ঝড়ে জীবনটা মোর গেলো।
হল না মোর স্বপ্ন পূরণ গেলেম পরোবাসে,
মৃত্যু কালে কষ্ট নিয়া পিচাশেরা হাসে।
একটু পানির তৃষ্ণায় আমার বুকটা ফেটে যায়,
কারবালারই সীমার তারা কভূ বুঝতে না পায়।
অকাল মরণ বরণ করে গেলেম পরোপারে,
মা যে আমার কাঁদছে এখন বর্ষা মেঘের ভারে।
বাবার আর আমি দু-জন মিলে সংসার চালাতাম,
সবজি বেঁচার অপরাধে জীবন বলি দিলাম।
খারাপ কাজে দেইনি সারা তাইতো হলাম চোর,
হারিয়ে গেল জীবন থেকে ঈদের নতুন ভোর ॥
©somewhere in net ltd.